09/08/2025
আমরা আদিবাসী সকলে, মোরা চায় অধিকার বেঁচে থাকার
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সফল হোক।
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশেও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। প্রতিবছর এ দিবসটি সারা বিশ্বের ন্যায় বাংলাদেশের বিভিন্ন স্থানে পালিত হয়। জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে এই দিবসটি । জাতিসংঘ ১৯৯৪ সাল থেকে বিশ্বব্যাপী এ দিবসটি পালন করলেও বাংলাদেশে পালিত হয় ২০০৪ সাল থেকে। মূলত, ২০০১ সালে বাংলাদেশ আদিবাসী ফোরাম গঠিত হবার পরে বেসরকারীভাবে বৃহৎকারে আর্ন্তজাতিক দিবসটি পালিত হচ্ছে। নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দাবীতে দিবসটি উদ্যাপন করে থাকেন দেশের পাহাড়ি জনগোষ্ঠীরা।