21/08/2025
অনেকেই বলে এই যুগের মেয়েরা ভালো না। আমি বলি এই জেনারেশনের মেয়েরা যতটাই খারাপ, ততটাই বেশি ভালো।
এই যুগের কিছু মেয়েরা যদি গোল্ড ডিগার হয়, তাহলে বাকি মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে প্রতিনিয়ত সংগ্রাম করতে ব্যস্ত।
এই যুগের কিছু সংখ্যক মেয়ে যদি সাবলম্বী হওয়াকে হাতিয়ার বানিয়ে নিজের সংসারের ক্ষতি করে, ওদিকে বেশিরভাগ মেয়েই হাসবেন্ডের ভাগের চাপ কমাতে সংসার, পড়াশোনা, চাকরি , বাচ্চা একসাথে সামলাচ্ছে। এই যুগের মেয়েরা ঘরে, বাইরে এতটাই কাজ করে, তাই গোল টেবিল মিটিং বসিয়ে অন্যের সমালোচনা করার সময় পায়না।
এই যুগের কিছু মেয়ে দেনমোহর ব্যাবসা করে, তার থেকে বেশি সংখ্যক মেয়ে বেকার ছেলের হাত না ছেড়ে নিজের পরিশ্রমে রোজগারে হাসবেন্ডের ফিউচার সেট করতে সাহায্য করছে।
এই যুগের মেয়েরা বাবার পরে পরিবারের ছাতা হবার ক্ষমতা রাখে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যুগের মেয়েরা ভবিষ্যতের বেস্ট হবে। কারণ এরা স্পষ্টবাদী। যে অন্যায় করে শুধু তাকে ই সোজা করে। এর আগের জেনারেশনের মত না। চুপ করে সব মেনেও নেয় না''
তাদের কাছে অন্যায় যে করবে শাস্তিও সেই পায়। এই যুগের মেয়েরা দেশি বিদেশি রান্না আর ঘরে বাইরে কাজকাম সব এক সাথে পারে। শুধু ভালোবেসে তাদের থেকে সব আদায় করে নেয়া যাবে। জোর করতে যাবা তো তারা এক গ্লাস পানি ঢেলে খাওয়াও ছেড়ে দিবে। আসলে এই যুগের বেশিভাগ মেয়েরাই খুব বোকা। এদের একটু ভালোবাসা আর যত্নের নাটক দেখিয়ে সব করিয়ে নেওয়া যায়।
🙂🙂
Mona's Capture