Mona's Capture

Mona's Capture A Humanitarian Worker
ঘর সামলাই চাকরি সামলাই সাথে শখের ফেসবুক 🧿❤️
জীবন কষ্টের সেখানে আপনারা এসে আমাকে এক টুকরো ভালোবাসা দিয়েন🙏

17/09/2025

রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে অনেকেরই অনেক কৌতুহল থাকে তাদের ভাষা কেমন তাদের ধর্ম কেমন তারা কিভাবে চলাফেরা করে???
তো আমি তাদেরকে নিয়ে ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যখন যা পারি তো আজকে একজন চাচীর কষ্টের কথাই আমি শুনতে ছিলাম সেটাই আপনাদের সাথে একটুখানি তুলে ধরলাম যদিও UNHCR ইউ এন এইচ সি আর এর ডাটা প্রটেকশন পলিসি বা তাদের প্রাইভেসির জন্য তাদেরকে ওভাবে সামনে আনা যায় না।
Mona's Capture

16/09/2025

আপনার যদি বেশি টাকা হয়ে থাকে আপনাকে এখানে আসতেই হবে!!

16/09/2025

পয়সা তো সবারই খরচ হয় কিন্তু এদের জন্য না হয় ১০টা টাকা খরচ করলেন
পেইজের রিস একদম কমে গেছে আগে শত শত ভিউ হইতো এখন ১০০ ভিউ হয় না

আমার মা যখন আমার কাছে ছিল প্রতিদিন আমাকে এই একটা কাজ সবসময়ের জন্য করে দিত। ভাই মেরে অদ্ভুত শক্তি আছে যেটা আমরা সবসময় ব...
16/09/2025

আমার মা যখন আমার কাছে ছিল প্রতিদিন আমাকে এই একটা কাজ সবসময়ের জন্য করে দিত। ভাই মেরে অদ্ভুত শক্তি আছে যেটা আমরা সবসময় বুঝিনা বা বুঝতে পারি না সেটা হচ্ছে যখন কাছে থাকে তখন আমরা সেটা অনুভব করি না কিন্তু যখন আমাদের থেকে দূরে যায় তখন আমরা সেটা অনুভব করি এবং বুঝতে পারি যে তারা কতটা ধৈর্য কতটা সহনশীল। আমার অফিসে যেতে হয় সাড়ে সাতটার মধ্যে বাসা থেকে বের হই তো যে কারণে আমার সবসময়ের জন্য সকালবেলা একটা ভীষণ তাড়াহুড়ার হয় তো যে কারণে অনেক কিছুই দৌড়ে দৌড়ে কাজ করতে হয় তোর মা চেষ্টা করছিল যখন এখানে ছিল জানো আমার দুপুরে লাঞ্চটা বোঝাতে যে সময়টা লাগে সেই সময়টা অন্তত আমার সেই ভক্ত সে সবসময়ের জন্য আমাকে বাটিতে খাবারগুলো ভরে দিত সে এবং আমাকে প্রত্যেকদিন আর বাসা থেকে একদম যেখান থেকে আমি গাড়িতে উঠবো সে পর্যন্ত আমাকে হেঁটে এগিয়ে দিত এই জিনিসগুলো ভোলার নয় এগুলো স্মৃতি হয়ে থাকবে।
Mona's Capture

বাংলাদেশের সকল সুন্দরী মেয়েরা কক্সবাজার বাস করে।  কি ঠিক কিনা বলেন???
15/09/2025

বাংলাদেশের সকল সুন্দরী মেয়েরা কক্সবাজার বাস করে। কি ঠিক কিনা বলেন???

প্রচুর ক্লান্তি জীবনে আর পারি নাMona's Capture
15/09/2025

প্রচুর ক্লান্তি জীবনে
আর পারি না
Mona's Capture

কিছুক্ষণ আগেই চিটাগাং জনে কক্সবাজার এরিয়াতে প্রচুর পরিমাণে প্রায় এক মিনিটের মতো ভূমিকম্প হয়।আমি পুরো ভয় পেয়ে গেছিলাম...
14/09/2025

কিছুক্ষণ আগেই চিটাগাং জনে কক্সবাজার এরিয়াতে প্রচুর পরিমাণে প্রায় এক মিনিটের মতো ভূমিকম্প হয়।
আমি পুরো ভয় পেয়ে গেছিলাম আমি চেয়ারে বসে খাচ্ছিলাম হঠাৎ করে মনে হল আমার মাথাটা কেন যেন ঘুড়ি সে তো পরবর্তীতে দেখতেসিতে না এটা তো ঘুরার মত না আমাকে ধরে মনে যেন কেউ যেন হালকাভাবে নাড়াচ্ছে একটু পরে খেয়াল করলাম যে জল টানতেছে এবং চারদিকে দেখলাম যে সবকিছুই নড়তেছে। অনেকদিন পরে এরকম ভূমিকম্পের শরণাপন্ন হলাম যদিও কোথাও হয়তো সেরকম কোন ক্ষয়ক্ষতি হয়নি তারপরেও আর কি ভয় লাগলো যে কন যদি এরকম অবস্থাতেই আমার বিল্ডিংটা ভে ঙে পড়তো তাহলে হয়তো আমি এখানেই শে ষ হয়ে যেতে পারতাম
Mona's Capture

মানুষ কখন সব থেকে বেশি ডেসপারেট হয় বলেন তো?? Mona's Capture
13/09/2025

মানুষ কখন সব থেকে বেশি ডেসপারেট হয় বলেন তো??
Mona's Capture

13/09/2025

সবাইকে প্রসাদ বিতরণ করে দিলাম

""অষ্টভূজা""নামটা শুনতে বেশ দারুন লাগছে না?? হ্যাঁ এখানে যে আপনারা প্ল্যাটার টা দেখতে পাচ্ছেন ভর্তার এখানে ৮ রকমের ভর্তা...
13/09/2025

""অষ্টভূজা""
নামটা শুনতে বেশ দারুন লাগছে না?? হ্যাঁ এখানে যে আপনারা প্ল্যাটার টা দেখতে পাচ্ছেন ভর্তার এখানে ৮ রকমের ভর্তা আছে তো এই প্লেটার এর নামই অষ্টভুজা.
গিয়েছিলাম পাটোয়ারটেক সিবিচে পাটুয়ারানী সি বিচ। ফেসবুকে অনেকবার পালঙ্কের রেস্টুরেন্টের অ্যাড দেখেছি সবসময়ের জন্য অনেক বড় বড় এ্যাড দিছে অনেক রিভিউ দেখেছি তো বললাম যে যেহেতু স্যাটারডে আছে অফিসও বন্ধ তো কোথায় একটা ঘুরে আসা যাক কারণ বাসার মধ্যে সব সময় থাকা হচ্ছে আর ভালো লাগেনা আমার একা একা যেহেতু এখন থাকা লাগে। তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি দেখা যাক ওখানে কি আছে সব সময় তো হচ্ছে বাসার খাবারই খাওয়া হয় কোন অ্যাডভেঞ্চার নেওয়া হয় না তো চিন্তা করলাম এখন থেকে একটুকটাক করে এডভান্স আর নিব টাকা খরচ করব। সব সময় তো মানুষের কথাই চিন্তা ভাবনা করছি তো এই সব ভেবে চিন্তা করলাম যে টাকাটা খরচ করি টাকা খরচ করলে নিজের অন্তত মনে একটা সন্তুষ্টি থাকবে যেন টাকা ইনকাম করতেছি সেটা অন্তত নিজের পারফেসে কিছু হলেও খরচ করছি। এই বিষয়গুলো আসলে মানুষের থেকে দেখে শিখতেছি কারণ নিজের আপন মানুষরাই তো পাল্টে খেয়ে যায় তো পাল্টি খাওয়া মানুষদের দেখে দেখেই শিখতেছি যে তাদের যখন টাকা হয় তখন তারা হচ্ছে আগে নিজেদেরটাই চিন্তা করে আমি যেমন আমার কাছে টাকা থাকলে সবার আগে সবার কথা চিন্তা করি যে কাকে কি দেওয়া যায় কিভাবে কি চলবে। তো যাই হোক এখন এই জন্য নিজের কথা চিন্তা করে আজকে গিয়েছিলাম পালঙ্কে এই রেস্টুরেন্টে প্রথমে গিয়েছিলাম পাটোয়ারটেক রানিসি বেছে সেখানে ঘোরাফেরার পরে পালঙ্কিতে আসলাম তো আসার পরে দেখলাম যে এখানে প্রচণ্ড রকম ভিড় যেহেতু দুপুর বেলা লাঞ্চ টাইম। তো যাওয়ার পরে তাদের মেনু কার্ড দেখে তো অবাক মেনু কার্ডের ছবি আমি আর একদিন শেয়ার করব মেনু কার্ডগুলো এত সুন্দর করে সাজিয়েছে দেখলে পরে আপনার মনে ভরে যাবে তো যাই হোক এখানে হচ্ছে একটা প্লেটের নাম বলতেছি অষ্ট পূজা এছাড়াও আমরা আরো বেশ কয়েকটা আইটেম আমরা অর্ডার করেছিলাম। সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে শেয়ার করব যদি ওভাবে ভিডিও করতে পারিনি কারণ আমি কলিকাতার সাথে গিয়েছি তো তো যে কারণে আমি ওনাদের সামনে ভিডিও করি না। কাল ভিডিও করাটা আমার একান্তই নিজের ব্যক্তিগত জিনিস তো এখানে আমি যা মন চায় তাই করতে পারি তো যে কারণে আমি অন্যদের সামনে আমি ভিডিও করি না যেহেতু ওনারা আমার অফিসিয়াল অফিসিয়াল পারপাস এর তো যেখানে উনাদের সামনে এই জিনিসটা আমি কখনো করি না। তো যাইহোক থালাটা বাপ লেটারটা আমার কাছে বেশ দারুন লাগলো এবং ওদের সাজানো বা ওদের সার্ভ করা অনেক সুন্দর তো যে সবকিছু মিলে আজকে খাবারটা বেশ চমৎকার ছিল আর বিশেষ করে প্রচন্ড দাম নাই তো দাম যেহেতু নিতেছে আজকে তিন হাজার টাকা বিল হইছে ভাবা যায় যে একটা দুপুরের লাঞ্চে ৩ হাজার টাকা বিল তো পুরা টাকাটা আমি বিয়ার করছি। আর যে কারণে একদম পেট ভরে খেয়ে আসছি আজকে পুরা চিপ ডে তে চিট করে আসছি মানে পেটের সাথে 😁😁
Mona's Capture

12/09/2025

না চাইতে অনেক কিছু পেয়েছি

তখন রাগ করি আমার স্বামী এসব ফান ছবি তুলতে থাকে যেগুলো আমার কাছে সবসময় অনেক বেশি বিরক্ত লাগে এবং বিরক্তিকর মনে হয়। মানে...
12/09/2025

তখন রাগ করি আমার স্বামী এসব ফান ছবি তুলতে থাকে যেগুলো আমার কাছে সবসময় অনেক বেশি বিরক্ত লাগে এবং বিরক্তিকর মনে হয়। মানে একটা মানুষ রেগে আছে তাকে মানে রাগতে দেওয়া উচিত কারণ রাগ যদি সে করে বা তার মন খারাপ তা যদি বেরিয়ে যায় তাহলে মনে হয় তার জন্য ভালো হয় তা না করে সে কি করবে আমাকে হাসানোর চেষ্টা করবে আর যেটা আমার কাছে সবই বিরক্ত লাগে।
Mona's Capture

Address

Chittagong

Telephone

+8801515203058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mona's Capture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category