Shaheda' Creation

Shaheda' Creation হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল

WHAT IS BOUNCE RATE????বাউন্স রেট কি???Bounce Rate অর্থ হলো—একটি ওয়েবসাইটে ভিজিটর ঢোকার পর কোনো রকম ক্লিক না করে বা অন্য...
16/06/2025

WHAT IS BOUNCE RATE????
বাউন্স রেট কি???

Bounce Rate অর্থ হলো—

একটি ওয়েবসাইটে ভিজিটর ঢোকার পর কোনো রকম ক্লিক না করে বা অন্য কোনো পেজে না গিয়ে সরাসরি বের হয়ে যাওয়া।

আরেকটু সহজভাবে বললে👉👉👉

একজন ভিজিটর আপনার ওয়েবসাইটে এল, কিন্তু:

সে কোনো লিংকে ক্লিক করলো না,

অন্য কোনো পেজে গেল না,

শুধুমাত্র একটি পেজ দেখে চলে গেল—
তাহলেই একে “BOUNCE” বলে।

Bounce Rate নির্ণয়ের ফর্মুলা:

Bounce Rate = (এক পেজ ভিজিট করে চলে যাওয়া ভিজিটরের সংখ্যা ÷ মোট ভিজিটর সংখ্যা) × 100%

উদাহরণ:

আপনার ওয়েবসাইটে ১০০ জন ভিজিটর এল, তাদের মধ্যে ৭০ জন শুধু হোমপেজ দেখে চলে গেল —
তাহলে আপনার bounce rate = 70%

---

কেন Bounce Rate বেশি হওয়া খারাপ???

এতে বোঝা যায় ভিজিটররা আগ্রহ পাচ্ছে না।

কনটেন্ট হয়ত প্রাসঙ্গিক না বা আকর্ষণীয় না।

ওয়েবসাইট লোড হতে দেরি করছে।

ডিজাইন বা ইউজার এক্সপেরিয়েন্স ভালো না।

Bounce Rate কমানোর উপায়:
💫💫
1. আকর্ষণীয় ও প্রাসঙ্গিক কনটেন্ট দিন।

2. Internal linking ব্যবহার করুন (যাতে ভিজিটর অন্য পেজে ক্লিক করে)।

3. ওয়েবসাইটের লোডিং স্পিড বাড়ান।

4. মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন রাখুন।

5. Call to Action (CTA) যোগ করুন।

বৃষ্টিছোট ছোট ফোঁটা পড়ে,ছাদের কানে গান ধরে।ধুয়ে যায় ধুলোর দল,নতুন দিনে নতুন চল।পাতার কোলে জল জমে,খেলা করে হাওয়ার সাথ...
02/06/2025

বৃষ্টি

ছোট ছোট ফোঁটা পড়ে,
ছাদের কানে গান ধরে।
ধুয়ে যায় ধুলোর দল,
নতুন দিনে নতুন চল।

পাতার কোলে জল জমে,
খেলা করে হাওয়ার সাথে।
বৃষ্টি নামে শান্ত স্বরে,
মনটা ভেসে যায় সুরে সুরে।

যা হয়েছে তা ভালোই হয়েছে,   যা হচ্ছে তা ভালোই হচ্ছে।   যা হবে তাও ভালোই হবে।তোমার কি হারিয়েছে -যে তুমি কাঁদছো? তুমি কি নি...
02/06/2025

যা হয়েছে তা ভালোই হয়েছে,
যা হচ্ছে তা ভালোই হচ্ছে।
যা হবে তাও ভালোই হবে।
তোমার কি হারিয়েছে -যে তুমি কাঁদছো?
তুমি কি নিয়ে এসেছিলে- যা তুমি হারিয়েছ?

তুমি কি সৃষ্টি করেছ-যা নষ্ট হয়ে গেছে?
তুমি যা নিয়েছ, এখান থেকেই নিয়েছ।
যা দিয়েছ, এখানেই দিয়েছ।
তোমার আজ যা আছে,
কাল তা অন্য কারো ছিল
পরশু সেটা অন্য কারো হয়ে যাবে
পরিবর্তনই জগৎ সংসারের নিয়ম।।।।

31/05/2025
She may be tired…She may be carrying more than anyone can see…But if it brings a smile to her child’s face,She’ll carry ...
31/05/2025

She may be tired…
She may be carrying more than anyone can see…
But if it brings a smile to her child’s face,
She’ll carry it all—without a complaint.

Because that’s what a mother does.
She hides her pain, masks her struggles,
And turns storms into shelter,
Just to make her children feel safe, loved, and happy.

To every mom out there who’s carrying invisible weights—
You are not alone.
You are the strength behind every little laugh,
The reason a child sleeps peacefully at night.

15/04/2025

For only $30, Shaheda996 will professionally set up your facebook business page for branding and growth. | Don't have a professional page yet? You're missing out on potential customers. I'll help you set it up, fully optimized for your business!Are you | Fiverr

Address

Paschim Raojan
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Shaheda' Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shaheda' Creation:

Share