Ashu Ra

Ashu Ra Hye, I am Digital Marketer. Contact me for any services of your Social Media Platform or Digital Marketing.

20/08/2025

সময় নষ্ট নয়, সময় বিনিয়োগ করুন।

17/08/2025

আপনি যা ভাবেন সেটাই আপনি টানেন।

09/08/2025

আপনি যদি নিজের ওপর সম্পূর্ণ কর্তৃত্ব (প্রভাব) জিততে পারেন, তবে আপনি সহজেই অন্য সবকিছু আয়ত্ত করতে পারবেন। নিজের ওপর জয়লাভ করাই নিখুঁত বিজয়।

03/08/2025

ভুল বা ব্যর্থতা শেখার অংশ!

30/07/2025

Game changing time!

29/07/2025

অপেক্ষা নয়, শুরু করাই সঠিক সময়!

27/07/2025

মানুষ তার আচরণে সুন্দর!

29/06/2025

এক ওভার বল করে কেউ বোলার হয় না। এক বেলা রান্না করে কেউ বাবুর্চি হয় না। একদিন ঘাস খেতে দিয়ে, গরুর কাছে সারা বছর দুধ আশা করা যায় না। অথচ আপনি একরাত পড়েই পাশ করে ফেলতে চান? দিনে এক ঘন্টা সময় না দিয়েই, এক একটা সাবজেক্টের সবকিছু বুঝে ফেলতে চান? সারা বছর ফাঁকিবাজি করেও ভালো ভার্সিটিতে চান্স পেতে চান?
বৃষ্টি একদিন হলে তাকে বর্ষাকাল বলে না। অফিসে দুইদিন হাজিরা দিলে, সারা মাসের বেতন পাওয়া যায় না। বেতন পেতে হলে অফিসের কাজ প্রতিদিন করতে হবে। বোলার হতে হলে ম্যাচের পর ম্যাচ বল করে যেতে হয়, তেমনি জীবনে বড় হতে হলে প্রতিনিয়ত ধারাবাহিক ভাবে কাজ করে যেতে হবে - তাহলেই সফলতার ছোয়া আসবে আমাদের জীবনে।

24/06/2025

🎯ভবিষ্যতে কী হবে তা আমরা কেউই জানি না। এমনও হতে পারে ভবিষ্যতে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আবার এর বিপরীতটাও কিন্তু হতে পারে। ভবিষ্যতের আশায় বসে থাকলে শুধু শুধু জীবনের মূল্যবান সময়গুলোই নষ্ট হবে, অথচ কাজের কাজ কিছুই হবে না।

💎তাই যারা ভবিষ্যতের কথা চিন্তা করে সময় নষ্ট করছে তারা ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে আজ থেকেই, এখন থেকেই জীবনে এগিয়ে যাওয়ার দৌড় শুরু করে দিন, জীবন কখনো থেমে থাকে না - জীবন মানি সামনে এগিয়ে যাওয়া, তাই আসুন সবাই মিলে হাতে হাত রেখে আগামীর পথে এগিয়ে যাই।

22/06/2025

সাধারণ মানুষ তাদের ক্ষমতার ২৫% দিয়ে কাজ করে। যারা ৫০% এর বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালুট করে। যারা ১০০% দিয়ে কাজ করে – পৃথিবী তাদের সামনে মাথা নত করে।
ভুল করে কেউ এভারেস্ট জয় করে না, আন্দাজে দাগিয়ে কেউ বিসিএস কেডার হয় না, হুট করে কেউ স্কলারশিপ পেয়ে যায় না - জীবনে কিছু পেতে হলে কোন এক সময় কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হয়, সব কিছু থেকে নিজেকে আলাদা করে রাখতে হয়, দিনের পর দিন সাধনা করে যেতে হয়, মাসের পর মাস যাবে, তবে বছর ঘুরে আসবেই সফল্যময়ী জীবন।

Customer is always right. বিশেষ করে ব্যবসায়ীরা এই কথার সাথে পরিচিত। একটি ব্যবসা টিকে থাকার জন্য সব থেকে বেশি সহযোগিতা প...
19/06/2025

Customer is always right.
বিশেষ করে ব্যবসায়ীরা এই কথার সাথে পরিচিত। একটি ব্যবসা টিকে থাকার জন্য সব থেকে বেশি সহযোগিতা প্রয়োজন কাস্টমারদের।

পণ্য বিক্রির জন্য আগ্রহী গ্রাহকই যদি না থাকে, তাহলে বিক্রি হবে কোথা থেকে!? কাস্টমার যদি আপনার বিজনেস সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে তাহলে ব্যবসা উন্নতি হবে না।

ই-কমার্স উদ্যোক্তা হিসেবে কাস্টমারের সাথে সংযুক্ত থাকার উপায় Customer Relationship Management (CRM).

কাস্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনি কাস্টমারের সাথে সরাসরি সংযুক্ত থাকতে পারেন। অর্থাৎ এর দ্বারা কাস্টমারের সাথে যোগাযোগ করার পাশাপাশি তারা কতগুলো প্রোডাক্ট কিনছে, কোন প্রোডাক্টের প্রতি চাহিদা বেশি, কি সমস্যায় হয়েছে, এছাড়াও অন্যান্য বিষয়ে জানতে পারা যায়। এই তথ্য গুলো কাস্টমারের রুচি এবং ইচ্ছা জানতে সাহায্য করে, যার উপর ভিত্তি করে চাইলে বিভিন্ন অফার দেওয়া যায়। অফার দেওয়ার মাধ্যমে অনেক বেশি পরিমাণে কাস্টমারকে আকৃষ্ট করা যায়। এতে বিক্রয় বৃদ্ধি পায়।

18/06/2025

আপনার পণ্য বা সার্ভিস নিয়ে আগ্রহী কাস্টমারের কাছে পৌঁছাতে একটি অপটিমাইজেশন ওয়েবসাইট হতে পারে সবচেয়ে বড় হাতিয়ার। যা থেকে প্রতিদিনই আসে নতুন লিড।

Lead Generation এর জন্য Wordpress সাইট অপটিমাইজেশন করতে কিছু বিষয়ে গুরুত্ব দিতে হবে-

🔹স্পিড অপটিমাইজেশন
🔹SEO ফ্রেন্ডলি
🔹ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন
🔹মোবাইল অপটিমাইজেশন
🔹লিড ট্র্যাকিং ও অ্যানালাইটিক্স
🔹পপআপ এবং স্লাইড ইন ফর্ম
🔹কন্টেন্ট মার্কেটিং ও ব্লগ
🔹নিরাপত্তা ও বিশ্বাসযোগ্যতা।

Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashu Ra posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share