26/07/2025
আজ 26/07/2025 খ্রি. তারিখ রোজ শনিবার বাঘাইছড়ি উপজেলার শিজক মুখ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক বাবু, #সূর্য_কুমার_চাকমা লিভার ক্যান্সার রোগের সাথে সংগ্রাম করে পরলোকগত হয়েছেন বলে জানা গেছে। দীর্ঘদিন তিনি এই অসুখে ভূগছিলেন।
আমি তাঁর আত্মার প্রতি সৎগতি কামনা করছি এবং তার পরিবার -পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।