Mufti Rashedul islam

Mufti Rashedul islam শিক্ষক : মাদরাসা মাহমুদিয়া মদীনাতুল উলূম বাথুয়া, হাটহাজারী,চট্টগ্রাম

30/03/2025
আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অফুরন্ত   শুকরিয়া আদায় করছি, যিনি আমার মত গুনাহগারের মুখ দিয়ে কালিমা  পাঠ করিয়ে, একজন...
14/11/2024

আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার অফুরন্ত শুকরিয়া আদায় করছি, যিনি আমার মত গুনাহগারের মুখ দিয়ে কালিমা পাঠ করিয়ে, একজন হিন্দু ধর্ম অনুসারি বোনকে, মুসলমান বানানোর তাওফিক দান করেছেন। যার নাম দেওয়া হয়েছে আয়েশা সিদ্দিকা। তিঁনি মূলত ইসলামিক বইসমূহ দীর্ঘদিন ধরে পড়াশোনা করে ইসলাম ধর্ম গ্রহণ করার ইচ্ছা করেছেন। অতঃপর আজ চট্টগ্রাম আদালতে সজ্ঞানে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা এভাবে সব অমুসলিম ভাই বোনকে ইসলামের ছায়াতলে আসার তৌফিক দান করুন। আমিন। ❤️❤️

06/10/2024

একটি গুরুত্বপূর্ণ মাসআলা। ❤️

ভিডিওটি দেখার অনুরোধ রইলো। 👇👇👇
01/10/2024

ভিডিওটি দেখার অনুরোধ রইলো। 👇👇👇

...

11/04/2024

تقبل الله منا ومنكم صالح الاعمال - May Allah accept the good deeds
from us and you.

11/04/2024

May Allah shower his blessing on you and your family on this special day of Eid ul-fitre. Ameen.

আলহামদুলিল্লাহ। আল্লাহতালার মেহেরবানিতে  আহমাদ এডুকেশন ঢাকা কর্তৃক  আয়োজিত ২১ দিনব্যাপী ইংলিশ কোর্স সম্পন্ন করলাম। সবাই...
30/03/2024

আলহামদুলিল্লাহ। আল্লাহতালার মেহেরবানিতে আহমাদ এডুকেশন ঢাকা কর্তৃক আয়োজিত ২১ দিনব্যাপী ইংলিশ কোর্স সম্পন্ন করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন।

01/03/2024

বক্তৃতা আবৃত্তি ও উপস্থাপনার ১৮৩তম কর্মশালা। সমাপনী অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণদের সনদপত্র প্রদান করা হয়।
পরবর্তী কোর্স : হাইআতুল উলইয়ার পরীক্ষার পর
৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত, ৫ দিন ।

এক নজরে বছরব্যাপী পরিচালিত কোর্সসমূহ :

১.বেফাক পরীক্ষার পর ৭ দিন ।

২. হাইআ পরীক্ষার পর ৫ দিন ।

৩. ১-১০ রমজান ১০ দিন।

৪. ১০- ২০ রমজান ১০ দিন ।

৫. ২০- ২৭ রমজান ৭ দিন ।

৬. রমজানের ঈদের পর ৫
দিন।
৭. কুরবানির ঈদের আগে ৫
দিন।

৮. কুরবানির ঈদের পর ৭ দিন।

৯. ১ম সাময়িক পরীক্ষার
ছুটিতে ৭ দিন।

১০. দ্বিতীয় সাময়িক পরীক্ষার
ছুটিতে ৭ দিন।

১১. আলিয়া ও মাদানি নেসাব
মাদরাসার যেকোন ছুটিতে
৭ দিন ।

১২. বছরব্যাপী যেকোন সময়
প্রাইভেট কোর্স- ৭/১০/৩০
দিন । (আবাসিক)

১৩. আলোচনা সাপেক্ষ
যেকোনো প্রতিষ্ঠানে
৩/৫/৭ দিনের কোর্সের
আয়োজন করা হয় ।

১৪. তিন মাসব্যাপী সাপ্তাহিক
কোর্স (শুক্রবার) সকাল
৭ টা থেকে ১১ টা।

১৫.তিন মাসব্যাপী সাপ্তাহিক
কোর্স (বৃহস্পতিবার)
মাগরিবের পর থেকে ১০ টা
পর্যন্ত ।

আলহামদুলিল্লাহ,আদ-দাঈ সাহিত্য একাডেমি ঢাকা কর্তৃক পরিচালিত বাংলা কোর্সটি সম্পন্ন করেছি।
28/02/2024

আলহামদুলিল্লাহ,
আদ-দাঈ সাহিত্য একাডেমি ঢাকা কর্তৃক পরিচালিত বাংলা কোর্সটি সম্পন্ন করেছি।

29/01/2024

একটি ভুলের নিরসন

30/12/2023

(১) শরহে জামী বহসে ফে’ল الفعل ما دل الخ থেকে শুরু হয়নি বরং এর আরো দুই আড়াই লাইন আগে ولما قسم المصنف থেকে শুরু হয়েছে।
যে কথাটি আমার উস্তাদে মুহতারাম শুলকবহর মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আহমদ গনী সাহেব দা,বা, ক্লাসে খুব গুরুত্বের সাথে আমাদেরকে বলেছিলেন।

(২)ولما قسم المصنف এখানে যে قسم শব্দ আছে সেটা সুলা-সী মোজাররদ থেকে নেওয়া উত্তম হবে। (যদিওবা বাবে তাফ্য়ীল থেকে নেওয়া বৈধ আছে) যেহেতু কোরআন মাজীদে ونحن قسمنا معيشتهم এই আয়াতের মধ্যে قسمنا বন্টন করা অর্থে সুলা-সী মুজাররদ থেকে ব্যবহার হয়েছে। এবং محرم آفندي এর মধ্যেও কথাটি উল্লেখ রয়েছে।আমার উস্তাদে মুহতারাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আহমদ দিদার আল- কাসেমী দা,বা,থেকে مختصر المعاني এর ছবকে উল্লেখিত কথাগুলো কয়েকবার শুনেছি কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ...।

21/12/2023

বিভিন্ন কিতাবের আরবি, ফারসি, উর্দু حاشيه এর শেষে ١٢ লেখা থাকে এর দ্বারা ইশারা হলো حد এর দিকে।

যেহেতু حساب ابجد এর কায়দা অনুযায়ি حد এর মান ١٢ (ح)এর মধ্যে ٨ (د)এর মধ্যে ٤ =١٢ আর হাদ এর দুটি অর্থ রয়েছে।
(১) منع (২)نهاية
অতঃপর نهاىة দুই প্রকার:
(১)نهاية عددىة (২)نهاىة مقدارية (যেমনঃ سلم العلوم এর শরাহ সমূহের মধ্যে রয়েছে) এখানে مقدارية উদ্দেশ্য অর্থাৎ মুহাশশি ١٢ দিয়ে ইশারা করেছেন। তিনি যে কথা বোঝানোর জন্য চাচ্ছেন সেই কথা যতটুকু এবারত তিনি নকল করেছেন তার মধ্যে রয়েছে। এরপরে অন্য বিষয় নিয়ে আলোচনা।

Address

Noapara
Chittagong

Telephone

+8801811944047

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mufti Rashedul islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share