29/07/2025
নীল আকাশে মেঘের ভেলা
পদ্মা ফুলের পাপড়ি মেলা
ঢাকের তালে কাঁশের খেলা
আনন্দে কাটুক শারদ বেলা
মেলা মেলা মেলা
শারদীয় দূর্গা পূজাকে কেন্দ্র করে সমৃদ্ধি (আমরা নারী আমরা পারি) আয়োজন করতে যাচ্ছে ৫ম বারের মতো অফলাইন মেলা।প্রতিবারের মতো এইবার ও আমাদের মেলায় থাকছে সুন্দর থীম আর ধামাকা।
🎊 শারদ সম্ভার ২০২৫🎊"
🗓️স্থান- হাফিজ পার্ক
নবাব সিরাজুদ্দৌল্লা সড়ক, চট্টগ্রাম
🗒️তারিখ- ১,২ ও ৩ ই সেপ্টেম্বর
🔔বাকি সব ডিটেইলস নিয়ে খুব শীঘ্রই পোস্ট করে দেওয়া হবে
📣স্টল বুকিং শুরু হয়ে গেছে।দ্রুত স্টল বুকিং করে নিজের অংশগ্রহন নিশ্চিত করুন।
সমৃদ্ধি।(আমরা নারী আমরা পারি)