Ummul Qura Madrasha,Chandpur

Ummul Qura Madrasha,Chandpur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ummul Qura Madrasha,Chandpur, Digital creator, Chandpur, Chittagong.

18/08/2025

"তন্ত্র মন্ত্র নিপাত যাক" ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

🌿মাদরাসা খোলার দিন উপস্থিত থাকা জরুরি 🍀প্রিয় ছাত্র ও সম্মানিত অভিভাবকবৃন্দ,মাদরাসার ছুটি শেষ হলে নির্ধারিত খোলার তারিখে ...
16/08/2025

🌿মাদরাসা খোলার দিন উপস্থিত থাকা জরুরি 🍀

প্রিয় ছাত্র ও সম্মানিত অভিভাবকবৃন্দ,
মাদরাসার ছুটি শেষ হলে নির্ধারিত খোলার তারিখে ছাত্রদের অবশ্যই উপস্থিত হতে হবে।
বিনা কারণে অনুপস্থিত থাকা ইলমের ক্ষতি, শৃঙ্খলার ভঙ্গ, এবং শিক্ষকদের কষ্টের কারণ।

🌿 অযথা অজুহাত গ্রহণযোগ্য নয়🍀

★জ্বর ঠান্ডা
সামান্য অসুস্থতায় বাসায় থাকার পরিবর্তে মাদরাসায় উপস্থিত থাকুন, প্রয়োজনে মাদরাসার পরিবেশে বিশ্রাম নিন।
★ঘুরতে এসেছি
মাদরাসার সময় ঘুরাঘুরির জন্য নয়, ইলমের জন্য।
★এখনো আসতে পারছি না,,, দেরি মানে পাঠে পিছিয়ে পড়া।

★আজ বৃষ্টি হচ্ছে
বৃষ্টি কোনো বাধা নয়, বরং ইলমের পথে এটি পরীক্ষা।★আত্মীয় এসেছে
অতিথি আসলেও ছাত্রের প্রথম দায়িত্ব পড়াশোনা।
★বাড়িতে কাজ আছে
বাড়ির কাজের জন্য পড়াশোনা ফেলে রাখা ঠিক নয়।
★মনের ইচ্ছে করছে না
ইলম অর্জন ইচ্ছার উপর নয়, দায়িত্ব ও আমানতের উপর নির্ভরশীল।
★পোশাক/জামা ঠিক নেই
পোশাক না থাকাটা কোনো অজুহাত নয়, পূর্বে থেকেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে
★সকালে ঘুমিয়ে পড়েছি
ঘুম থেকে সময়মতো জাগা জরুরি।

★দু’দিন পরে আসব, আমি সমস্যার মধ্যে আছি
দেরি মানে ক্লাস ও পাঠে পিছিয়ে যাওয়া। দরসের গুরুত্ব দেয়া, একটা দরস যেন ছুটে না যায় আমার, এটার প্রতি অবশ্যই অবশ্যই সচেতন থাকা

🌿জরুরি ছুটির নিয়ম

যদি একান্তই ছুটি নেওয়ার প্রয়োজন হয়
১। মাদরাসায় এসে দরখাস্ত লিখতে হবে
২। দায়িত্বশীলের অনুমতি নিয়ে তারপর মাদরাসা ত্যাগ করতে হবে
৩।নিজে বা অভিভাবককে উপস্থিত হয়ে কথা বলতে হবে

🌿কেন খোলার দিনে আসা জরুরি?🍀

★ প্রথম দিন থেকেই পাঠ শুরু হয়
★পুরোনো পাঠ পুনরায় দাওর দেওয়া হয়
★ক্লাসের পরিবেশ ও শৃঙ্খলা শুরু থেকেই বজায় থাকে
★সময়মতো উপস্থিত থাকা বরকতের দরজা খুলে দেয়
★ওস্তাদের সাথে সালাম ও মুসাফা করে দিল থেকে দুয়া নেওয়ার সুযোগ থাকে

******ইমাম শাফেয়ী রহ. বলেন******
যে জ্ঞান চায়, সে যেন সময়ের কদর করে, কারণ সময় তলোয়ারের মতো, তুমি যদি সময়কে না কাটাও, সময় তোমাকে কেটে দেবে।

★খোলার তারিখ - উপস্থিতি বাধ্যতামূলক
এটাই শৃঙ্খলার প্রথম ধাপ, যা একজন ছাত্রের সাফল্যের চাবিকাটি।

আলহামদুলিল্লাহ ছাত্রদের পরীক্ষা শুরু হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।
02/08/2025

আলহামদুলিল্লাহ
ছাত্রদের পরীক্ষা শুরু হয়েছে। সবাই তাদের জন্য দোয়া করবেন।

30/07/2025

ইনশাআল্লাহ
আগামী ২/০৮/২০২৫ ইং রোজ শনিবার
আমাদের মাদ্রাসার সকল বিভাগের প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে।
এবং ৭/০৮/২৫ ইং রোজ বৃহস্পতিবার সকালে শেষ হবে।

চলুন কিছু আরবি,ইংরেজি শিখি:-
21/07/2025

চলুন কিছু আরবি,ইংরেজি শিখি:-

চলুন কিছু আরবি, ইংরেজি শিখি:-
19/07/2025

চলুন কিছু আরবি, ইংরেজি শিখি:-

আরবি ইংরেজি শব্দ শিখি:-
16/07/2025

আরবি ইংরেজি শব্দ শিখি:-

আরবি+ইংরেজি শিখি:-
16/07/2025

আরবি+ইংরেজি শিখি:-

14/07/2025

যতদিন গণতন্ত্র ছেড়ে ইসলামি আইন বাস্তবায়ন না হবে। ততদিন এই জমিনে শান্তির আশা করা নিরর্থক।

13/07/2025
10/07/2025

মনোমুগ্ধকর কোরআন তেলওয়াত।
হাফেজ মুহা:রবিউল ইসলাম।

Address

Chandpur
Chittagong

Telephone

+8801703030972

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ummul Qura Madrasha,Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share