
01/06/2025
এই বৃষ্টি ভেজা রাতে, এক কাপ লাল চা হাতে বেলকুনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছি—নিঃশব্দ এক প্রতীক্ষায়। ছিটেফোঁটা বৃষ্টির জলে ভিজে যাচ্ছে আঙুলের ডগা, আর মৃদু বাতাসের শনশন শব্দে যেন কানে বাজে এক অপূর্ণ সঙ্গীত। চারদিক নিঃস্তব্ধ, অথচ হৃদয়ের ভেতর এক অস্থির ঝড়—ব্যকুলতার আগুনে পুড়ে পুড়ে, মন আমার শুধু তোমার ছায়াখোঁজে।
তুমি নেই, কিন্তু যেন প্রতিটি ফোঁটা জলের মাঝে, প্রতিটি বাতাসের ছোঁয়ায় তুমি লুকিয়ে রয়েছো—অদৃশ্য, অথচ অনুভবের চেয়েও স্পষ্ট।