উপকূল টিভি

উপকূল টিভি UpokulTv Online is the world's "Bangla No.1" based on traffic and pages as well as Bangla language w

23/07/2025

১০ লাখ টাকা দিলেও দোকানের প্রমোশন করিনা: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মোজাহের

#মোজাহের_ভাই #মোজাহেরভাই #মোজাহের

জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতির দিনেই চলে গেলেন পাইলট তৌকির ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। জীবনের সেই সবচেয়ে বড় ...
22/07/2025

জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতির দিনেই চলে গেলেন পাইলট তৌকির

ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। জীবনের সেই সবচেয়ে বড় স্বপ্নটাই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের।

বাংলাদেশ বিমানবাহিনীর চৌকস অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের প্রথম একক মিশন ছিল আজ। বিমানবাহিনীর ভাষায় যাকে বলে ‘সলো ফ্লাইট ট্রেনিং’।

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটিই প্রমাণিত হয় তার সলো ফ্লাইটের মাধ্যমে।

ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সে রকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন। এটা সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত দিনটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত, সেদিনই তিনি জীবন থেকে হারিয়ে গেলেন।

পাইলট তৌকির ইসলাম সাগর মাত্র বছর আগে বিয়ে করেছিলেন। তার স্ত্রী ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। তার শ্বশুরবাড়ি গাজীপুর। তৌকিরের শ্বশুর জয়দেবপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক আবুল হোসেন।

সাগরের মামা শওকত আলী জানান, ছোটবেলা থেকেই সাগরের স্বপ্ন ছিল পাইলট হওয়ার। পরিবারের ইচ্ছা ছিল তিনি সেনাবাহিনীর কর্মকর্তা হবেন, কিন্তু নিজের স্বপ্নেই ছিলেন অটল। পড়াশোনায় ছিলেন অত্যন্ত মেধাবী। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত রাজশাহী সরকারি ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করেন, এরপর ভর্তি হন পাবনা ক্যাডেট কলেজে এবং সেখান থেকেই উচ্চমাধ্যমিক শেষ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দেন।

উল্লেখ্য, বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়াও শতাধিক মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৭০ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী।

আ'গুনে দ'গ্ধ শিক্ষার্থীদের সেবার চেয়ে ভিডিও ধারণে ব্যস্ত উৎসুক জনতা, আ'হতদের ক্ষো'ভ
21/07/2025

আ'গুনে দ'গ্ধ শিক্ষার্থীদের সেবার চেয়ে ভিডিও ধারণে ব্যস্ত উৎসুক জনতা, আ'হতদের ক্ষো'ভ

চকরিয়া ঢেমুশিয়াতে চাচিকে নিয়ে পালালেন ভাতিজা"এলাকাজুড়ে চাঞ্চল্য"নিজস্ব প্রতিবেদক"কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নে শি...
20/07/2025

চকরিয়া ঢেমুশিয়াতে চাচিকে নিয়ে পালালেন ভাতিজা"এলাকাজুড়ে চাঞ্চল্য"

নিজস্ব প্রতিবেদক"

কক্সবাজারের চকরিয়ার ডেমুশিয়া ইউনিয়নে শিশু কন্যা সন্তানসহ চাচিকে নিয়ে পালিয়েছেন ভাতিজা"এঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে'

রবিবার ২০" জুলাই সকালে ইউনিয়নের ১নং ওয়ার্ড মুছা পাড়া এলাকায় এঘটনা ঘটে।

এবিষয়ে ক্ষুব্ধ হয়ে অভিযোগকারী মোহাম্মদ আজিজ জানান তার আপন চাচাতো ভাই প্রবাসী রবিউল হাসান বাদল জীবিকার তাগিদে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন।

এর সুযোগে তার ভাবী জান্নাতুল মাওয়া এলি একই এলাকার সম্পর্কে ভাতিজা হারুনর রশীদের পুত্র আরিফুল ইসলামের সঙ্গে দীর্ঘ ৩বছর ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত হন। জানা যায় রবিউল হাসানের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান ও আছে।

অভিযোগকারী আরো জানান ইতিপূর্বে আপত্তিকর অবস্থায় এদের দু'জনকে একবার হাতেনাতে ধরেছেন স্থানীয় লোকজন। এঘটনায় সামাজিক বিচার শালিশের মাধ্যমে বিষয়টি নিভৃত করা হয়। এরপরেও দুজনের মধ্যে গোপনে সম্পর্ক চলমান ছিলো। সর্বশেষ আজ ভোর ৪টার দিকে বাচ্ছাসহ দুজনে পালিয়ে যায়।

জান্নাতুল মাওয়া এলি চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের পশ্চিম বাংলাবাজার এলাকার মাহবুব আলমের মেয়ে। বেশ কয়েকবছর পূর্বে প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে পারিবারিকভাবে বিবাহ্ হয় তাদের। তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান।

প্রবাসী ভাইদের সতর্ক হওয়ার অনুরোধ৷ #পরকীয়ার

20/07/2025

উৎসব - আনন্দে কক্সবাজারে কন্টেন্ট ক্রিয়েটরদের মিটআপ

ডেস্ক রিপোর্ট

20/07/2025

টিক নেবে টিক

লুৎফুর রহমান কাজলের মিছিলে স্ট্রো'ক করে মা রা গেলেন সদর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর
20/07/2025

লুৎফুর রহমান কাজলের মিছিলে স্ট্রো'ক করে মা রা গেলেন সদর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ নূর

19/07/2025

কক্সবাজারে আজকে আমাকে কষে গালিগালাজ করেছে, পরে আমি তাদের রক্ষা করেছি - সালাহ উদ্দিন আহমেদ

19/07/2025

ক'বর থেকে ১০ দিন পর জী'বিত মানুষ উ/দ্ধার।

সুবহানআল্লাহ।
#জীবিতমানুষ

জরুরী চিকিৎসা সেবা প্রদানে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে সর্বদা প্রস্তুত।✅আমাদের ...
19/07/2025

জরুরী চিকিৎসা সেবা প্রদানে চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার
আধুনিক সকল সুযোগ সুবিধা নিয়ে সর্বদা প্রস্তুত।

✅আমাদের সেবা সমূহ:
➡️সি-আর্ম মেশিন, যার মাধ্যমে না কেটে অপারেশন করা যায়।
➡️২৪ ঘন্টা নরমাল ডেলিভারী
➡️২৪ ঘন্টা সিজারিয়ান অপারেশন
➡️২৪ ঘন্টা জেনারেল সার্জারী
➡️টনসিল,নাকের হাড় বাকা,নাকের মাংস বৃদ্ধির সার্জারী
➡️এন্ডোসকপি ও কোলনস্কপি
➡️বিশেষজ্ঞ ডাক্তারদের কনসালটেশন চেম্বার
➡️দিবারাত্রি ইমার্জেন্সি
➡️২৪/৭ আউটডোর সেবা
➡️২টি আধুনিক অপারেশন থিয়েটার
➡️জেনারেল বেড এসি/ এসি কেবিন
➡️পোষ্ট অপারেটিভ সার্ভিস
➡️৪D আল্ট্রাসনোগ্রাম এন্ড কালার ডপলার মেশিন
➡️৫০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিন DR
➡️ইকোকার্ডিওগ্রাফী
➡️নিজস্ব জেনারেটর
➡️২৪ ঘন্টা ফার্মেসী
☎️সিরিয়াল কিংবা যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুনঃ
📱01872 50 80 50
🌐 ফেসবুক পেইজ: চকরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার
🔻🔻আমাদের ঠিকানাঃ
পুরাতন বাস ষ্টেশন,
চকরিয়া, কক্সবাজার।

16/07/2025
বদরখালীর ৩ ইউপি চেয়ারম্যানের মৃ ত্যু একই রকম !
15/07/2025

বদরখালীর ৩ ইউপি চেয়ারম্যানের মৃ ত্যু একই রকম !

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when উপকূল টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share