Voice Of Chandpur

Voice Of Chandpur কলম চলবে সঠিক, সত্য ও ন্যায়ের পক্ষে।

অন্যায়ের বিরুদ্ধে লড়বো মোরা, মোরা বীরের জাতি।
আপস করি না, পা চাটিনা। আমরাই মেরুদণ্ড সম্পূর্ণ মনুষ্যত্ব বাঙ্গালী✊✊✊

29/03/2025

বয়সের তুলনায় বেশি পাকলে এর বাংলা বাগধারা হলো "অকাল পক্বতা"।

কাজী নওসাবা আহমেদ নামের মেয়েটির কথা কি মনে আছে আপনাদের ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে সমর্থন করার...
09/02/2025

কাজী নওসাবা আহমেদ নামের মেয়েটির কথা কি মনে আছে আপনাদের ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে সমর্থন করার অপরাধে তাকে গ্রেফতার করে পরের দিন সকালে হুইল চেয়ারে বসিয়ে আদালতে নিয়েছিল পতিত স্বৈরাচারী পুলিশ নামক সন্ত্রাসী বাহিনী! একটি বার চিন্তা করুন কি অমানু'ষিক নির্যাতন আর নিপীড়ন করা হলে মাত্র এক রাতের ব্যবধানে সুস্থ একটা মানুষ হুইল চেয়ারে বসতে বাধ্য হয়! তার অপরাধ ছিলো ছাত্রদের ন্যায্য দাবির আন্দোলনের পলক্ষে দাঁড়ানো।

অথচ রাষ্ট্রের বিরুদ্ধে এতো বড় ষড়যন্ত্রের সুনির্দিষ্ট প্রমান থাকার পরও মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে গ্রেফতার করে কয়েক ঘণ্টার মধ্যেই দুজনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের জিম্মায় ছেড়ে দিয়েছে!

আমার সরল মনে একটি প্রশ্ন।

One's upon a time2013
08/02/2025

One's upon a time

2013

পুলিশ যখন গুলি করে মানুষ মারছিলো তখন ভারত থেকে বলেছিল এইটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্ডিয়ার কিছু আসে যায়না. একটা ...
07/02/2025

পুলিশ যখন গুলি করে মানুষ মারছিলো তখন ভারত থেকে বলেছিল এইটা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ইন্ডিয়ার কিছু আসে যায়না.

একটা পরিত্যক্ত বিল্ডিং ভাঙছে আর এখন গলগল করে নিন্দা বেরোচ্ছে...

এজন্যই মেরা ভারত মহান হ্যায়... এজন্যই বন্দে মাতরম...

07/02/2025

প্রিয় দেশবাসী, আপাতত এপর্যন্তই থামুন, নতুন করে কোন ধরনের ভা’ঙাভা’ঙি থেকে বিরত থাকার অনুরোধ থাকলো। আমার বিশ্বাস সরকার আওয়ামীলগের ব্যাপারে আর নমনীয়তা দেখবে না।

সাংবাদিক ইলিয়াস হোসেন

৩২ নং বাড়ির আন্ডার গ্রাউন্ডের  আয়না ঘরে থেকে পাওয়া কিছু জিনিস😭জানি না কত প্রানের শেষ স্থান ৩২ নং এর বাড়িটি ছিলো।  সত্য ...
07/02/2025

৩২ নং বাড়ির আন্ডার গ্রাউন্ডের আয়না ঘরে থেকে পাওয়া কিছু জিনিস😭

জানি না কত প্রানের শেষ স্থান ৩২ নং এর বাড়িটি ছিলো। সত্য কখনো চাঁপা থাকে না।
সময়ের সাথে সাথে বেরিয়ে আসে বড় বিস্তৃতী নিয়ে।

সে'নাবাহি'নী যে এখনও ভারতের নিয়ন্ত্রণে সেটা নিশ্চিত হলো৷ প্রথম আলোর অফিসের সামনে সে'না মো'তায়েন করা হয়েছে৷ সে'নাবাহি'নীক...
06/02/2025

সে'নাবাহি'নী যে এখনও ভারতের নিয়ন্ত্রণে সেটা নিশ্চিত হলো৷ প্রথম আলোর অফিসের সামনে সে'না মো'তায়েন করা হয়েছে৷ সে'নাবাহি'নীকে জনগনের বি'রুদ্ধে যাওয়ার মুল্য দিতে হবে৷ ইনশাআল্লাহ বিডিআর হ'ত্যাকা'ন্ডের বিচারের মধ্য দিয়ে সে'নাবাহি'নীকে ভারত মু'ক্ত করতে হবে৷

ছবিটা খুব সুন্দর এমনিতেই দিলাম আর কি😁
06/02/2025

ছবিটা খুব সুন্দর

এমনিতেই দিলাম আর কি😁

ডায়লগ প্রো
06/02/2025

ডায়লগ প্রো

05/02/2025

ধানমন্ডি ৩২

ইতিহাসের নতুন অধ্যায়

ইনকিলাব জিন্দাবাদ

দেশের শ্রেষ্ঠ সন্তান হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারাএদের জন্য দেশ মাতৃভূমি স্বগর্ভে মাথা উচু করে দাড়াতে পারে। তাই, দাবি...
19/08/2024

দেশের শ্রেষ্ঠ সন্তান হলো প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা

এদের জন্য দেশ মাতৃভূমি স্বগর্ভে মাথা উচু করে দাড়াতে পারে।
তাই, দাবি তুলুন প্রতিটা রেমিট্যান্স যোদ্ধাকে যে তার পাপ্য সম্মান দেওয়া হয়।
এয়ারপোর্টে কোনো ধরনের অসম্মান যেনো না হয় তাদের,
সবচেয়ে VIP সেবাটা জেনো তাদেরকে দেওয়া হয়, এই দাবি জানাই বর্তমান সরকারের কাছে।

একমত হলে শেয়ার করুন

Address

Chandpur Sadar, Chandpur
Chittagong
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Chandpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share