Saleha Binte Shawon

Saleha Binte Shawon বাবার রাজকন্যা ❤️❤️

17/09/2024

আমি চাইলেই আমার আম্মাকে যা ইচ্ছে কিনে দিতে পারি। যেটা আমার স্ত্রী তার বাবা মাকে দিতে পারে না। কারণ সে জব করে না।

একজন মাস্টার্স করা নারী হওয়ার পরও সে তার সবটুকু ঢেলে দিয়েছে আমার সংসারে। এটা অনেক বড় জব, অথচ স্যালারি নেই।

আমি তাকে বলেছি, তোমাকে আমি কতটুকু কি দিতে পারব জানি না, কিন্তু তোমার বাবা মাকে যদি কিছু দিতে ইচ্ছে করে, সেটা যত দামীই হোক আমার মানিব্যাগ থেকে নিয়ে নিবা। এর জন্য আমার পারমিশনও নিতে হবে না। সেই সময়ের জন্য আমার মানিব্যাগটা হয়ে যাবে তোমার স্যালারি একাউন্ট।

একটা মেয়ে তার বাবা মাকে কতটা ভালবাসে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। কারণ আমারও দুটো মেয়ে আছে।

আমি আমার স্ত্রীকে সেভাবেই রাখার চেষ্টা করি যেভাবে আমার মেয়েদের দেখতে চাই ❤️

13/09/2024

Tunnel & Sea beach Tour....

একজন স্ত্রী যখন ই তার স্বামীকে তার শশুর বাড়ীর কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে, তখনই বেশীরভাগ ক্ষেত্রে...
13/09/2024

একজন স্ত্রী যখন ই তার স্বামীকে তার শশুর বাড়ীর কোনো মানুষ বা তার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলে, তখনই বেশীরভাগ ক্ষেত্রেই স্বামী বলে থাকে," আমার মায়ের বলার মানে সেটা ছিল না, তুমি ভুল বোঝো" বা বলে থাকে, "সে মুখে এটা বললও তার মন ভীষণ ভালো, সে সরল তাই না বুঝেই বলেছে"। তুমি Ignore করো।

আচ্ছা মানলাম আপনার মা বা আপনার পরিবারের সদস্য সবাই ভীষণ সরল ভীষণ বোকা ভীষণ ভালো মনের মানুষ।

কিন্তু ধরুন, আপনাকে কেউ ভীষণ মারলো আঘাত করলো! আর তারপর বললো, আমি ভীষণ বোকা একটা মানুষ। বুঝেশুনে মারিনি আপনাকে।

আপনি তাকে কিছু বলবেন না তো! Ignore করে দেবেন!!!!

মনে রাখবেন আঘাত শুধু শারীরিক নয়, মানসিক আঘাত ও অনেক কষ্ট দেয়।

আপনি আপনার বাড়িতে আপনার নিজের মা বাবা ভাই বোনদের সাথে আছেন, কিন্তু আপনার স্ত্রী সবাইকে ছেড়ে শুধু আপনার ভরসাতে আপনার বাড়ি এসেছে।

দিন শেষে কষ্টের কথা বা মনের কথা গুলো তাই সে আপনাকেই বলে। নিজের মা বাবাকে যদি বলে তাহলেও তো সেই মেয়েকে শুনতে হয় যে , সব কথা বাবার বাড়িতে লাগিয়ে দেয়!!!

আপনাকে যখন আপনার স্ত্রী কিছু বলছে সেটা একটু শুনুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। অন্ততপক্ষে, acknowledge করুন।

সে আপনাকে কিছু বলছে মানে এই নয় যে সে আপনাকে আপনার পরিবারের থেকে দূরে করতে চায়। সে শুধু চায় আপনি ঠিক কে ঠিক আর ভুল কে ভুল বলুন অন্তত।

আপনার পরিবার যখন আপনার এত কাছের তখন নিশ্চয়ই ঠিক কে ঠিক আর ভুল কে ভুল বললেই তারা আপনার থেকে দূরে হয়ে যাবে না!!!!!
゚ ゚ ゚

07/09/2024

It's Cat time ❤️❤️

06/09/2024

Little blogger 🤣🤣
সে ভিডিও বানাতে ব্যাস্ত...

23/08/2024

কারেন্ট আছে, সেইফ আছি, ইন্টারনেট আছে, সব আছে শুধু চোখে ঘুম নাই!

আমি ভাবতেছি মানুষগুলো কিভাবে রাত পার করতেছে? ছোটবেলা থেকে শুনে আসতেছি 'বিপদের রাত সবচেয়ে বড়! শেষ ই হয়না!'

23/08/2024

এই ভিডিও'টা দেখে চোখে পানি চলে এলো 🥹
কার যানি মানিক ভেসে যায় 😭

゚viral

22/08/2024

আমার পাকা বুড়ি টা ♥️♥️♥️

05/08/2024

Alhamdulillah

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Saleha Binte Shawon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share