17/08/2025
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে ,
আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান,
হামিদিয়া নুরিয়া ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন একাডেমি,
মেইন রোড, বার আউলিয়া, কলেজের সামনে, উত্তর পাশে নতুন মার্কেট (২য় তলা) আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম,
নাজেরা বিভাগ
দাউর বিভাগ
হিফজ বিভাগ
মক্তব বিভাগ
আবাসিক
অনাবাসিক
ডে-কেয়ার,, এ ভর্তি চলছে ,
আমাদের বৈশিষ্ট্য:
হিফজ বিভাগের শিক্ষার্থীদের হিফজুল কুরআনের পাশাপাশি ১ম থেকে ৫ম পর্যন্ত বাংলা, ইংরেজি, আরবি ও গণিত পাঠদান।
প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় মানের হাফেজ ও ক্বারীর মাধ্যমে হিফজ বিভাগের শিক্ষার্থীদের আধুনিক ও সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে হাফেজে কুরআন হওয়ার সুযোগ।
সুন্দর নিরিবিলি ও শান্তিপূর্ণ পরিবেশে পাঠদান।
সিসি টিভি ক্যামেরার নিয়ন্ত্রণ।
আবাসিক ও অনাবাসিক ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা।
অভিজ্ঞ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ দ্বারা পাঠদান।
কুরআন-সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা।
নিয়মিতভাবে মাসআলা-মাসায়েল, হাদিস-দোয়া, দরস, নানা ধরনের ইসলামী প্রশিক্ষণ প্রদান।
হামদ, নাত, ক্বিরাত, বক্তৃতা, ইসলামিক সংস্কৃতি, আযান, ইকামাত, ইমামতি এবং জানাজার নামাজ ইত্যাদি প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ।
সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক প্রশিক্ষণ।
বাৎসরিক ইসলামিক ক্রীড়া প্রতিযোগিতা।
মনোরম প্রাকৃতিক স্থানে সবার জন্য শিক্ষা সফর ও বনভোজন।
ঘরোয়া পরিবেশে রুচিশীল খাবার পরিবেশন।
গরিব ও মেধাবী ছাত্রদের জন্য সহযোগিতার ব্যবস্থা।
সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ
সার্বিক সহযোগিতায় আছেন:
হাফেজ শাহরিয়া মোহাম্মদ আবির,
ঠিকানা:
মেইন রোড, বার আউলিয়া, কলেজের সামনে, উত্তর পাশে নতুন মার্কেট (২য় তলা) আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম।
পরিচালক: 01602570273
অফিস: 01833-764138