
07/07/2025
উনার নাম চিত্রনায়িকা নূপুর। উনাকে আমি চিনতাম না। উনাকে চিনেছি উনার বয়ফ্রেন্ড রাজের কারণে। রাজ উনার সঙ্গে প্রেম করেছে, এখন বিয়ে করতে চাইছে না। এই কারণে পালিয়ে গেছে।
নূপুর বুঝতে পেরেছেন, উনি চিটেড হয়েছেন। তাই সাংবাদিক দিয়ে রাজের বাড়ি ঘেরাও করেছেন।
এখন নূপুর রাজের শাস্তি চান, বিচার চান।
বিচার আমিও চাই।
এই রাজ যদি নূপুরের সঙ্গে প্রেম না করতো, ধোঁকা না দিতো—তাহলে নূপুর কোনো ইন্টারভিউ দিতেন না। ইন্টারভিউ না দিলে আমি নূপুরকে চিনতামও না। আর না চিনলে উনার দুই ঠোঁটের লিপ আর্ট যে সমান হয়নি—আর চোখের ভ্রুর অদ্ভুত আর্ট, এটা নিয়ে আমার OCD হতো না, অশান্তিও লাগতো না।
যতবার ভিডিও সামনে আসছে,ততবার মনে হচ্ছে একটা লিপ লাইনার দিয়ে যদি দুই ঠোঁট একরকম সাইজে নিয়া আসতো!!!
আমার ভাই এতো অশান্তি লাগতাছে!!!!!😭😭
ভালো কথা এই রাজ,পরীমনির রাজ না।🙄এই ব্যাডা ওনাকে এভাবে ধোঁকা না দিলেও পারতো তাহলে এমন অদ্ভুত প্রানির ভিডিও আমাদের সামনে আসতো না🙂
゚viralシfypシ゚viralシalシ ゚