HUC Crush & Confession

HUC Crush & Confession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HUC Crush & Confession, Publisher, Chittagong.

05/10/2023



সেই মেয়েটি,

তোমাকে আর পাওয়া হলো না আমার। সৃষ্টিকর্তার কাছে খুব করে চেয়েও তোমাকে আমি পাইলাম না।আজকে দেড় মাসের মত তোমার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে।কিন্তু এরপরও তোমাকে আমি প্রতিদিন মিস করি। তুমি তো ভালো জানো তোমার সাথে কথা না হলে আমার দম আটকে আসে।
আচ্ছা আমি খারাপ মানলাম। তোমাকে আমি ছেড়ে যাবো তো কখনো বলি নাই। আজকে তুমি নিজেই আমাকে ছেড়ে যাচ্ছ।

জানো,তুমি চাইলেই আমাদের বিদায়টা খুব সুন্দর হতে পারতো, একদিন বিশ্ববিদ্যালয়ে দেখা করতাম। পুরোদিন বিশ্ববিদ্যালয় ঘুরতাম,ফুচকা খাইতাম। গল্প করতাম। বিশ্ববিদ্যালয়ে কাটানো পুরাতন স্মৃতিগুলো মনে করতাম। আর শেষ বিদায়ের সময় আমার চুলগুলো ঠিক করে দিয়ে বলতে পারতে "নন্তু, আমাদের পরিবার যখন মানছে না, আমাদের সম্পর্কের ইতিটা এখানে হোক,এতদিন তোমার সবকিছুর খেয়াল আমি রেখেছি,আজকে থেকে নিজের খেয়াল নিজে রেখো"।
কিন্তু তুমি করলে কি, আমাকে অকথ্যভাবে অপমান করলে। খুব তুচ্ছ তাচ্ছিল্য করলে,নানারকমের উল্টাপাল্টা কথা বললে।আমি তো এমনটা চাই নাই। কেন করলে এমন?
আমি তোমাকে কষ্ট দিছি। তাই বলে এভাবে আমাকে বিদায়টা দিতে হলো!

আহা, এইভাবে কে কাকে বিদায় দেই।এমন বিদায় তো আমি চাই নাই। এত বছরের সম্পর্কের এতটুকুও সম্মান দিতে পারলে না আমাকে। তবুও তোমার প্রতি আমার কোন ক্ষোভ নাই তোমার প্রতি আমার কোন ঘৃণাবোধ নাই।তখন আমার এক মুহূর্তের যেন মনে হচ্ছিল ওইটা তুমি ছিলে না।

তুমি বলেছিলে আমার প্রতি তোমার কোন টান নাই, ভালোবাসা নাই। আচ্ছা, তুমি কি জানো না দীর্ঘদিনের ভালবাসাটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তখন অভ্যাসটাই ভালোবাসা। জানি তুমি এখন আর এসব বুঝবে না।

তোমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেও পারছিনা। সবকিছু থেকে ব্লক করে দিয়েছো, এমনকি নাম্বারটাও চেঞ্জ করে নিয়েছো।তোমাকে আমি এতই বিরক্ত করি!!

যাই হোক "নিজের যত্ন নিবা বেশী।মাথা গরম করবা না। রাগ-অভিমান জেদ এগুলো কমাবা, টেনশন কম করবা,সবাইকে আগলে রাখবা"

পরিশেষে,"আমি যেহেতু তোমাকে ভালো রাখতে পারি নাই, সেই মানুষটা তোমাকে অনেক অনেক ভালো রাখুক"।

নতুন জীবনের শুভকামনা ❤️

ভালোবাসি,ভীষণ ভালোবাসি তোমাকে ❤️

 প্রাপক: নাম জানিনা...🙃             (বর্তমানে অনার্স ২য় বর্ষে পড়েন,হাটহাজারী কলেজ)প্রেরক: (যতটুকু শুনেছি, ছেলেরা নাকি সু...
24/01/2023



প্রাপক: নাম জানিনা...🙃
(বর্তমানে অনার্স ২য় বর্ষে পড়েন,হাটহাজারী কলেজ)

প্রেরক: (যতটুকু শুনেছি, ছেলেরা নাকি সুন্দরের পূজারী, আমিতো অতটা সুন্দর নই,তাও লিখছি)
একটা শ্যামাবরণ মেয়ের বছরের পর বছর আগলিয়ে রাখা স্বীকারোক্তিটা আজ আপনার প্রতি থাকলো...

এই যে বড়মানুষ, শুনছেন!!!
আপনাকে দেখলে মাঝেমাঝে কি ইচ্ছে করে জানেন? ইচ্ছে করে আপনার রেশমি চুলগুলোতে চিরুনীর মতো করে বিনুনি কেটে দিই.......মেয়েটা কি অসভ্য!
তাই মনেহচ্ছে না?🥲বিশ্বাস করেন আমি কথাগুলো কোনো অসভ্যতা করে বলিনি,মন থেকেই বলেছি🙂
আপনি যখন একবার চুল ফেলে দিয়ে পুরোপুরি ডাবলা হয়ে গিয়েছিলেন সেদিন কেনো জানি খুব মন খারাপ লেগেছিল,
এ ধরনের আরো কিছু ছোটছোট মন খারাপের কারনগুলো তখন বুঝতেও অনেকটা সময় লেগে গিয়েছিল হয়তো...

নাম জানিনা...তবে ধাম জানি,কি কাজ করেন তাও জানি🙃
আমার কনফেশনটা অন্যদের চাইতে হয়তো একটু আলাদা হবে,
কারন আমি হাটহাজারী কলেজ HSC 2018-19 batch থেকে বলছি,
আর আপনি এখন খুব সম্ভবত অনার্স ২য় বর্ষে পড়েন,হাটহাজারী কলেজেই।
না না খুব সম্ভবত না... অনার্স ২য় বর্ষেই পড়েন (কিছুদিন আগেই ১ম বর্ষের পরীক্ষা শেষ হলো,এখনো রেজাল্ট আউট হয়নি), তবে কোন্ ডিপার্টমেন্ট বলতে পারবোনা,কোন বিভাগ থেকে এইচএসসি কপ্লিট করেছেন তাও জানিনা (তবে আমাদের বিভাগ থেকে না,নইলেতো আপনাকে অনেক আগেই খুঁজে নিতাম😌🥺)

একটুও কি বুঝতে পারছেন?আপনার প্রতি ভালো লাগাটা আমার কত বছর ধরে!!!
অনেকবার ভেবেছি কোনোভাবে হলেও বুঝানোর চেষ্টা করি,কিন্তু একটা জায়গায় বারবার বাঁধোবাঁধো ঠেকেছে,আপনারা জমিদার ফ্যামিলি,অনেক বড় প্রোপার্টি,আমার মতো সামান্য মেয়েকে কেনো পাত্তা দিবেন?তাই আর সাহস হয়নি🫠
মেয়েদের ক্ষেত্রে এই প্রচলিত কথাটাতো সবাই-ই জানে,"ওদের বুক ফাটবে,তবু মুখ ফুটবে না "🫡
আচ্ছা এতো শুকনো কেনো আপনি?একটু মোটা হতে পারেননা?একটুসখানি,এই একটু!
আর ভীষণ ক্লাস ফাঁকি দেন,আপনাকে আমি খুব একটা কলেজে ক্লাস করতে যেতে দেখিনি,শুধু এক্সামের টাইমে গিয়ে এক্সামটাই দিয়ে আসেন,পড়শোনাই এতো ফাঁকি দিলে কেম্নে হবে বলেন তো!...

আরেহ্ এই মেয়েটাকি শুধু আমার দোষগুলোই ধরে যাবে নাকি!😅এটাই ভাবছিলেন, না?
ঠিকআছে,দোষতো অনেক ধরা হলো; এবার গুণটা বলি,...ভীষণ নরম স্বভাবের, জোরে কথা খুব কমই বলেন,আর আপনার হাসিটা...🙈থাক্ আর কিছু বলবোনা!

বাংলা নিয়েতো আর পড়াশোনা করিনি,অন্যদের মতো লেখালেখিতেও অতটা অভ্যস্ত না,তাই আমার অনুভুতিগুলো যতটা না লিখে বুঝাতে পেরেছি তার বেশিরভাগটাই নিজের ভেতরেই রয়ে গেল যে!
এই লেখাটা পড়ে থাকলে একটাবার কথা বলার সুযোগ দিয়েন প্লিজ, আপনি না চাইলে আমি আপনাকে একটুও বিরক্ত করবোনা, গলা ধরে বলছি,প্রমিজ...🙂🖤
একটা শেষ কথা বলি,আপনি আমাকে দেখেছেন,অনেক বাাাার দেখেছেন।আর আমি সবসময় আপনার আশেপাশেই আছি...
আমার প্রতি যদি আপনার এতটুকু কৃপা হয়ে থাকে,খুঁজে দেখতে পারেন,মানা করবোনা।
তবে পাবেন না হয়তো...
থাকুক না কিছু ভালোলাগা; অপূর্ণতাই.....................!

(বি. দ্র. এই ছবিটা অনেক খুঁজে পেয়েছি, জানিনা সঠিক ছবি কিনা,তাও একটাবার শেষ চেষ্টা না-হয় করে দেখি।)

29/10/2022



Fatema Jinnat Shawon Chowdhury
(২০১৭-২০১৮)
হিসাববিজ্ঞান বিভাগ

কেমন আছ মাই সুইট হার্ট??পরীক্ষার প্রস্তুুতি কেমন নিচ্ছ??আচ্ছা তুমি এত রাগি কেন?তোমার সেই মায়বী চোখ দুটা আমাকে পাগল করে দিয়েচে জান।।আচ্ছা তুমি আমাকে এরকম কষ্ট দিচ্ছ কেন??তুমিত আমার ফিউচার বউ।।তুমাকে আমি সেই ক্লাস নাইন থেকে লাইক করি❤️এক মাত্র তুমাকে দেখার জন্য মনির স্যার এর কাছে প্রাইভেট পড়ছি।।দীর্ঘ ৯ বছর ধরে তুমাকে ভালবেসে যাচ্ছি।।।তুমি আমাকে কোনো পাত্তাই দিচ্ছনা কেন??? এরকম করতেচ কেন জান???তুমার এফবি আইডি কি হইচে জান??তুমার আইডি পাওয়া যায়না কেন???

10/08/2022



name:- তাহমিনা হাসান
Deperment:- অর্থনীতি ২য় বর্ষ

প্রিয় মনে করছিলাম তোমার হাত ধরে সারাটাজীবন কাটাবো,,শুধু তাই নয় স্যারের8 বিদায়ের দিন ইচ্ছা ছিল তেমাকে আমার মনে কথাটা সবাইকে সাক্ষী রেখে বলব,,😭😭😭 কিন্তু না সেটা আর হল না গত ০৯/০৮/২০০ রাত ১১ঃ৫৬ মিনিটে তোমার অন্য এক প্রিয় মানুষের কনফিউশন দেখে আমি অবাক, কারণ আমি ভালবাসায় বিশ্বাসী প্রতিযোগিতায় বিশ্বাসী নয়,😭😭তাই রাত্রে কনফিউশান থেকে আমি মন স্থির করেছি,, আপনাকে আর বিরক্ত করবনা,, কারণ একটা মেয়ের ২ জন মনের মানুষ হতে পারেনা,,তাই আমি চাই তুমি তাকে নিয়ে খুশি থাক যাকে তোমার ভাল লাগে সেটা আমি হয় বা আমার প্রতিদ্বন্দ্বী,, আমি চাই না আমার ভালবাসার অমর্যাদা হোক,কতগুলো প্রিয় মানুষের সুখের জন্য প্রিয় জিনিস ছেড়ে দিতে হয় তাই আমি তোমাকে ছাড় দিলাম এতে মনে করনা আমার ভালবাসার কমতি আছে চাইলে পরীক্ষা করে দেখতে পার,তুমি ভাল থাকা মানে আমার ভাল থাকা,কারণ আমি তোমাকে অনেক ভালবাসি প্রিয়, তাই আর বেশি কিছু বলবনা কারণ লিখতে গেলে জীবন চলে যাবে কিন্তু লিখা শেষ হবে না,😭😭😭 ভাল থাক প্রিয় ভালবাসার মানুষকে নিয়ে,,,
সুন্দর অতীতকে আকড়ে ধরে বেচেঁ থাকা যায়॥
কিন্তূ কিছু অবাস্তব স্বপ্ন কে আকড়ে ধরে বেঁচে থাকা যায় না॥ কারণ,
অবাস্তব স্বপ্ন মনের সুন্দর মহূর্তগূলোকে ধ্বংস করে দিতে পারে॥
কিন্তূ সুন্দর অতীত অবাস্তব স্বপ্নের কষ্ট মুছে দিতে পারে॥
মাঝে মাঝে নিজেকে প্রিয় কিছু থেকে বিরত রেখে শাস্তি দেওয়া উচিত,,,
যেন পরিবর্তীতে বড় কিছু না পাওয়ার আক্ষেপে আর হৃদয় কম্পিত না হয়,,,
বিঃদ্রঃ এটা আমার শেষ কনফিউশান ও বলতে পার বা শেষ কথাও বলতে পার প্রিয়😭,, এখন তুমি ডিসিশন নাও তুমি কাকে চাও আমাকে নাকি তাকে,, কমেন্ট বা এসএমএস এ বলে দাও তুমি কাকে চাও,তাকে যদি ভালবাস সেটা ও বলে দাও তাহলে আমি সরে যাব,😭😭তুমি যাকে নিয়ে সুখে থাকবে এতে আমি সূখী,,শেষ বারের মত বলছি অনেক ভালবাসি প্রিয় তোমাকে,❤️😭❤️
❤️❤️❤️আই লাভ ইউ❤️❤️❤️

ইতি
সিনিয়র

Address

Chittagong
হাটহাজারীসরকারিকলেজ

Website

Alerts

Be the first to know and let us send you an email when HUC Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category