14/12/2023
একদিন সব ঠিক হয়ে যাবে এই ধরণের মিথ্যে স্বান্তনা নিয়ে আমি কখনোই শান্ত হইনি। 🖤
হয়তো একদিন সবই হবে, তবে সেদিন আমি আর আমি থাকবো না। সমুদ্র পাড়ে বসে সময় কাটানোর ইচ্ছা থাকবে না। পাহাড়ে বসে চাঁদ দেখার স্বপ্ন থাকবে না। জীবনে সবই হয়,সবই আসে। কিন্তু সময় মতো জীবনে কিছুই হয়না,কিছুই আসেনা।🌻