
17/10/2024
আসসালামু আলাইকুম। আমার মামাতো ভাই বাপ্পির ক্যান্সারের চিকিৎসার জন্য অনেক পরিচিত এবং বন্ধুবান্ধবের কাছে সহযোগিতা চেয়েছিলাম.... আলহামদুলিল্লাহ অনেকেই তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে. যারা এই মানবিক কাজে আমাদের পাশে ছিলেন তাদেরকে কে জানাই আন্তরিক ধন্যবাদ. আল্লাহ যেন আপনাদের এই দান কবুল করে 🤲 আবার অনেক কাছের বন্ধুবান্ধব এবং পরিচিতরা সহযোগিতা দেবে বলে আশ্বাস দিয়েছিল. কিন্তু তাদের কাছ থেকে আশানুরূপ কোন সাড়া পায়নি। আবার অনেক বন্ধুবান্ধব মেসেজ দেখেও এড়িয়ে গিয়েছে ! তাদেরকেও ধন্যবাদ জানাই 😊
বাপ্পির চিকিৎসার জন্য আমাদের ফান্ড কালেকশনের যে টার্গেট ছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা পৌঁছাতে সক্ষম হয়েছি. পারিবারিক এবং সবার সহযোগিতায় 🤲 এ পথ চলায় আপনারা যারা আমাদের সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
পরিশেষে সবার কাছে বাপ্পির জন্য দোয়ার দরখাস্ত রইল 🤲 যাতে সে সুস্থ হয়ে আমাদের কাছে স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে।