বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা, Chittagong.

আমরা শিক্ষা দিয়ে এগিয়ে যাই,
সংস্কৃতি দিয়ে পরিচয় রক্ষা করি,
ঐক্যে গড়ে তুলি প্রগতির পথ ✊
— মারমা ছাত্র ঐক্য পরিষদ

👉 পাহাড়ের তরুণদের স্বপ্ন ও নেতৃত্বের কণ্ঠস্বর জানতে ফলো করুন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ,মানিকছড়ি উপজেলা শাখা-(BMCOP)👇

আজ বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে এক অপারেশন–পরবর্তী হঠাৎ প্যারালাইজড হয়ে যাওয়া রোগীকে এ...
29/11/2025

আজ বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির পক্ষ থেকে এক অপারেশন–পরবর্তী হঠাৎ প্যারালাইজড হয়ে যাওয়া রোগীকে একটি উন্নতমানের হুইলচেয়ার প্রদান করা হয়েছে।তিনি (৩ মাস ধরে চলাচলে অক্ষম)
একটি হুইলচেয়ার শুধু চলাফেরার মাধ্যম নয়,
এটি একজন মানুষের তিন মাসের নীরব কষ্টের পর আবার জীবনে ফিরে দাঁড়ানোর আশার আলো। 🙏

এই মানবিক উদ্যোগ সফল করতে যিনি সবসময় পাশে থেকেছেন,
সন্মানিত খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী দাদা।
তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। ❤️

মানুষের জন্য কাজ করার যে তৃপ্তি—তা ভাষায় প্রকাশ করা যায় না।
হৃদয়ের এই শান্তিই আমাদের আরও বড় পরিসরে মানবতার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে।

সবাই আশীর্বাদ করবেন আমরা যেন অসুস্থ, অসহায় মানুষের আরও পাশে দাঁড়াতে পারি।


















27/11/2025

গুইমারা রামসু বাজার ট্রাজেডি—মানবতার সেই দীর্ঘ রাতের স্মৃতি…!🥲😓

সেদিন চট্টগ্রাম হাসপাতালের অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে ছিলাম এক ভাইয়ের সফল অপারেশনের পর।
রাত তখন প্রায় ১টা। শহর নিশ্চুপ—সবাই হয়তো পরিবার নিয়ে ঘুমিয়ে ছিলো…
কিন্তু আমরা? আমরা ছিলাম আহতদের পাশে।
তাদের যন্ত্রণা, আতঙ্ক আর দুঃখের সাথে আমরা একসাথে লড়েছি।
অপারেশন শেষে রাতভর সেবা দিয়েছি—যতক্ষণ না রোগীরা একটু স্বস্তি পায়।

মানুষের পাশে দাঁড়ানো সবসময় লাইভ ভিডিও বা ছবি দিয়ে দেখাতে হয় না।
বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ চুপচাপ, অপ্রকাশিতভাবে বহু কাজ করেছে 🤝
যেগুলো আমরা প্রচারের জন্য নয়,
মানবতার জন্য করেছি।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ প্রতিষ্ঠা ও স্থায়ী কমিটির প্রধান উঃ ম্রাসাথোয়াই মারমা (মামা) আমদের এই শিক্ষাটা দিয়েছেন যে অন্যের বিপদে পাসে দাড়ানো।✊

অনেকে প্রশ্ন করেছে,,?
“তোমরা কি গুইমারা রামসু বাজার ঘটনার পর পাশে ছিলে?”
হ্যাঁ, আমরা ছিলাম। আছি। এবং সবসময় থাকবো।
মানুষের দুঃসময়ে পাশে থাকা আমাদের দায়িত্ব,
এটা প্রচারণার বিষয় নয় এটা হৃদয়ের বিষয়।

আজ শুধু একটা কথাই বলব,
মানুষের কষ্ট দেখলে আমরা তাদের পাশে দাড়াতে
চাই সেটা গভীর রাত হোক, কিংবা ভোর।
এটাই আমাদের অঙ্গীকার,
এটাই বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের মানসিকতা।




















গুইমারা রামসু বাজার ট্র্যাজেডি: মানবতার পাশে আমার ছোট্ট পথচলা,Ruimru Sai আকোঃ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মারমা ছাত্র ...
24/11/2025

গুইমারা রামসু বাজার ট্র্যাজেডি: মানবতার পাশে আমার ছোট্ট পথচলা,Ruimru Sai আকোঃ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ- Bmcop জেলা কমিটি।

সম্প্রতি ২৮ সেপ্টেম্বর গুইমারা রামসু বাজার ট্র্যাজেডি ঘটনায় আহতদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম।
চট্টগ্রামে আমার পরিচিত–অপরিচিত অসংখ্য ভাই–বোন আমাদের পাশে দাঁড়িয়েছেন।
বিশেষ করে রক্তদাতা খুঁজে দেওয়া, মানসিক সাপোর্ট, খাবার-দাবার—সবকিছুতেই তারা যে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও নমস্কার জানাই।

অনেকে বলে,
“কষ্ট আর কিসের? সব তো ডাক্তার দেখছে!”
কিন্তু একজন সুস্থ মানুষ যদি ২৫–৩০ দিন অসুস্থ রোগীর পাশে হাসপাতালে অবস্থান করে, তাহলে তার নিজেরও অসুস্থ হয়ে পড়া খুবই স্বাভাবিক।
আমি নিজেও অসুস্থ হয়েছিলাম, আবার ধীরে ধীরে সুস্থও হয়েছি।
আমার সাথে থাকা সহপাঠীর অবস্থাও একই ছিল।
হাসপাতালে যতদিন ছিলাম, এক মুহূর্তও নিজের জন্য ভাবিনি—দিন রাত ২৪ ঘণ্টাই তাদের দেখভাল নিয়ে ব্যস্ত থেকেছি।

অনেকে বলতে পারে,
“এখন আমরাও তো থাকতে পারতাম!”
কিন্তু একটি কথা আছে—
“যে সহে, সে-ই শুধু বোঝে।”
দিনে ১০ জন রোগীর জন্য ৪–৫ ব্যাগ রক্ত ম্যানেজ করা কোনো সহজ কাজ নয়—এটি হাজার কথার থেকেও কঠিন বাস্তবতা।

আমি এবং আমার সহপাঠী শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা, নিবেদন ও সততার সাথে কাজ করেছি।
কিন্তু বিনিময়ে সমালোচনা ছাড়া কিছুই পেলাম না।
তবুও মানুষের ভালো করার চেষ্টা করতে গিয়ে অনেক কিছু শিখেছি—যা ভবিষ্যতে আমার জীবনের পথচলায় বড় অভিজ্ঞতা হয়ে থাকবে।

কিছু অনুভূতি—যা মনকে গভীরভাবে ছুঁয়েছে
1. ভালো কাজ করতে গিয়ে খারাপ মানুষের তালিকায় নাম উঠে গেল।
2. শরীরটাকে সুস্থ করেছি, কিন্তু মনটাকে বিষিয়ে দিয়েছে কেউ কেউ।
3. ভালোবাসা দিয়ে কাজ করেছি, তবুও সমালোচনার তীর শুনতে হয়েছে।
4. মানুষের ভালো করতে গিয়ে নিজের মনটাই ভেঙে গেছে।

পরিশেষে, সকল রোগীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। 🌿
ছবিটি তোলা—চট্টগ্রাম ডেলটা হাসপাতালে, রোগীর সেবা করার একটি মুহূর্ত।





















২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষেচট্টগ্রাম সেনাবাহিনীর বিশেষ আমন্ত্রণেমাননীয় মেজর জেনারেল মীর মুশফিক...
21/11/2025

২১ নভেম্বর ২০২৫, শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে
চট্টগ্রাম সেনাবাহিনীর বিশেষ আমন্ত্রণে
মাননীয় মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান
(পিএসসি, এসইউসি, এনডিসি, পিএলসি)
জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন
এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া,
এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্টাতা ও স্থায়ী পরিষদ প্রধান
বাবু ম্রাসাথোয়াই মারমা (মামা)।

এই বিশেষ সৌজন্য সাক্ষাতে
মারমা জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-সংস্কৃতি, ভাষা,
এবং সম্প্রদায়ের মৌলিক অধিকার, রাষ্ট্রীয় দপ্তরগুলোতে নিস্পৃহ বৈষম্য,
এ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরা হয়।

মাননীয় মেজর জেনারেল
মারমা ঐক্য পরিষদের সামাজিক ও মানবিক কার্যক্রমের প্রশংসা করেন
এবং ভবিষ্যতে মারমা জাতির অধিকার সুরক্ষায় সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,
বাবু তরুন কুমার ভট্টাচার্য, সভাপতি, খাগড়াছড়ি জেলা প্রেস ক্লাব
রুমেল মারমা, সাংগঠনিক সম্পাদক, জেলা মারমা ঐক্য পরিষদ

স্থান: এম. আর. চৌধুরী প্যারেড গ্রাউন্ড, চট্টগ্রাম সেনানিবাস।

#সশস্ত্র_বাহিনী_দিবস
#বাংলাদেশ_সেনাবাহিনী
#মারমা_ঐক্য_পরিষদ
#মারমা_জনগোষ্ঠী
#মারমা_সংস্কৃতি
#আদিবাসী_অধিকার
#খাগড়াছড়ি
#চট্টগ্রাম
#নেতৃত্ব
#গর্বের_মুহূর্ত

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগেকোমলমতি তরুণদের মাঝে ১টি ফুটবল বিতরণ করা হয়েছে।তরুণদের সুস...
19/11/2025

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে
কোমলমতি তরুণদের মাঝে ১টি ফুটবল বিতরণ করা হয়েছে।

তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলায় আগ্রহ বৃদ্ধি এবং একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে আমাদের এই ছোট উদ্যোগ।

গভীর শোক প্রকাশবাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখারসহ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদকবাবু ক্যস্পসাই মারমাএর মৃত্য...
19/11/2025

গভীর শোক প্রকাশ

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, মানিকছড়ি উপজেলা শাখার
সহ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক
বাবু ক্যস্পসাই মারমা
এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
শোক–সন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা।

শোকান্তে:
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ ও অঙ্গ সহযোগী সংগঠন
মানিকছড়ি উপজেলা শাখা, খাগড়াছড়ি পার্বত্য জেলা।

অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি একজন নিবেদিতপ্রাণ, শান্ত ও সমাজনিষ্ঠ মানুষকে।

সুমিউ মারমা,আজ প্রথমবারের মতো স্টেজে উঠে কথা বলার সুযোগ পেলাম জানেন, জীবনে কখনো ভাবিনি এমন সুযোগ আসবে। তাই কোথাও ভুল,ত্র...
17/11/2025

সুমিউ মারমা,
আজ প্রথমবারের মতো স্টেজে উঠে কথা বলার সুযোগ পেলাম জানেন, জীবনে কখনো ভাবিনি এমন সুযোগ আসবে। তাই কোথাও ভুল,ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেল, কিন্তু এখনও আমাদের মারমা আদিবাসী নারীরা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ভয়াবহ পিছিয়ে। অনেক সময় মনে হয় সমাজ যেন তাদের শক্তি, সাহস আর মেধাকে ঠিকভাবে ব্যবহার করতে পারে না।

এই কঠিন বাস্তবতার মাঝেও একজন মানুষ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান উঃ ম্রাসাথোয়াই মারমা।
নারীদের নেতৃত্ব গড়ে তোলার জন্য তাঁর অক্লান্ত পরিশ্রমে মারমা মহিলা ঐক্য পরিষদ গঠন।তাঁর সংগ্রাম আর তাঁর স্বপ্ন সত্যিই আমাদের নতুন আলো দেখায়।

আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁর প্রতি আমার হৃদয় থেকে গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই।
কারণ একজন নারী যদি উঠে দাঁড়ায়, তবে পুরো সমাজটাই বদলে যায়। ❤️

#মারমা_নারীর_উত্থান
#নেতৃত্ব_গড়ার_যাত্রা

🚨 ইমার্জেন্সি রক্তের প্রয়োজন! 🚨একজন রোগীর জীবন বাঁচাতে অতি জরুরিভিত্তিতে ৪ ব্যাগ B+ (বি পজিটিভ) প্লাটিলেট রক্ত প্রয়োজন।👉...
15/11/2025

🚨 ইমার্জেন্সি রক্তের প্রয়োজন! 🚨
একজন রোগীর জীবন বাঁচাতে অতি জরুরিভিত্তিতে ৪ ব্যাগ B+ (বি পজিটিভ) প্লাটিলেট রক্ত প্রয়োজন।
👉 প্লাটিলেট দিতে হলে ৪ জন রক্তদাতা প্রয়োজন।

আপনাদের একটি ছোট সহযোগিতা এই বোনটির জীবনে বড় আশীর্বাদ হয়ে আসতে পারে।
মানুষ মানুষের জন্য—এসে দাঁড়াই মানবতার পাশে।

🩸 রোগীর তথ্য

রোগীর নাম: শ্রাবণী ত্রিপুরা
ঠিকানা: মাটিরাংগা, খাগড়াছড়ি
বর্তমান হাসপাতাল: চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চকবাজার)

📞 যোগাযোগ

মা : 01609-409626
রোগীর বড় ভাই : তিনিশ ত্রিপুরা

🙏 দয়া করে শেয়ার করুন — ১টি শেয়ারও একটি জীবন বাঁচাতে পারে।
🙏 জরুরি ৪ ব্যাগ রক্ত প্রয়োজন 🙏

14/11/2025

১০০ বছরের রাংঙ্গাপানি বৌদ্ধ বিহার কেন এখনো পাকা হলো না? বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ এর স্থায়ী কমিটির চেয়ারম্যান উঃ ম্রাসাথোয়াই মারমা (মামা)।
রাংঙ্গাপানি বৌদ্ধ বিহার ১০০ বছরেরও বেশি সময় পার করেছে, তবুও আজ পর্যন্ত পাকা হতে পারেনি।

এটা শুধু একটি স্থাপনার অভাব নয়, বরং আমাদের সমাজ, সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের প্রতি অবহেলার জ্বলন্ত প্রমাণ। একটি শতবর্ষী বৌদ্ধ বিহার আজও পাকা না হওয়া আমাদের সকলের জন্যই বড় দুঃখজনক।
゚ #রাংঙ্গাপানি_বৌদ্ধবিহার
#শতবর্ষী_ঐতিহ্য
#মারমা_সমাজ
#উম্রাসাথোয়াই_মারমা
#বৌদ্ধধর্ম
#সংস্কৃতি_রক্ষা



14/11/2025

নারীর নেতৃত্বেই বদলে যাবে মারমা সমাজ — উঃ ম্রাসাথোয়াই মারমা মামা || নারী জাগরণের নতুন অধ্যায়, বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৩য় তম কাউন্সিল।
নারীর অগ্রযাত্রার এক ঐতিহাসিক দিন।

প্রধান অতিথির বক্তব্যে
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান উঃ ম্রাসাথোয়াই মারমা (মামা)।












14/11/2025

সফল হোক

14/11/2025

খাগড়াছড়ি সদর উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদ ৩য় তম কাউন্সিল।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদ-মানিকছড়ি উপজেলা শাখা:

Share