Tasu'S World

Tasu'S World Love myself❤️

তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি,তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি🙂
23/08/2025

তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে কালি,
তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি🙂

21/08/2025

মিথ্যা ভালোবাসার থেকে সত্য বিচ্ছেদ শ্রেয়💃💃💃💃

She is not just my daughter😍She is my silent prayer come true,my purpose,my peace,my endless love😍
17/08/2025

She is not just my daughter😍
She is my silent prayer come true,my purpose,my peace,my endless love😍

09/08/2025

বার বার প্রচন্ড বাজে ভাবে কাউকে বুঝিয়ে দিবেন যে আপনার জীবনে তার কোন মূল্য নেই। তার থাকা না থাকাতে আপনার কিছুই যায় আসে না।।।।

তাহলে সে থাকবে না।।যদিও বা থাকে তাহলে সেটা থাকবে না থাকার মত করেই।।।

এটা ভাববেন না যে সে সারাজীবন আপনার জন্য কাঁদবে,পাগলামি করবে,বার বার ছুটে আসবে।।।

দেবদাসও কিন্তু ভেবেছিল যে তাকে ছাড়া পারু বাঁচবে না,বস্তুত দেবদাস কে ছাড়া পারুর সামান্য জ্বরও আসেনি🙂

যার মন কালো তার রাজ প্রাসাদ থাকলেও,,,,নারীর কাছে সে মূল্যহীন😐😐😐😐😐😐
29/07/2025

যার মন কালো তার রাজ প্রাসাদ থাকলেও,,,,নারীর কাছে সে মূল্যহীন😐😐😐😐😐😐

যারা দায়িত্ব পালন করে না,তারা কখনো দায়িত্বের ভারও বুঝবে না🙁🙁🙁   ゚viralfbreelsfypシ゚viral
26/07/2025

যারা দায়িত্ব পালন করে না,তারা কখনো দায়িত্বের ভারও বুঝবে না🙁🙁🙁


゚viralfbreelsfypシ゚viral

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে...
26/07/2025

মেয়ে সন্তানকে কখনো মানিয়ে নেয়া শেখাবেন না।

একবার মানিয়ে নেয়া শিখে গেলে,তার সবক্ষেত্রে মানিয়ে নিতে নিতে জীবনই শেষ হয়ে যাবে। শখের, পছন্দের কিছুই আর সে পাবে না।

মেয়ে সন্তানকে কখনো কোনো কিছু চাইলে,‘না' শব্দ টা বলবেন না।হতে পারে বিয়ের পর তার সারাজীবন ‘না' শুনেই কাটাতে হবে।

মেয়ে সন্তানকে কখনো খাবার যা চায়,তা খেতে নিষেধ করবেন না। হতে পারে বিয়ের পর তার স্বামী, তার পছন্দের খাবার সবসময় খাওয়াতে পারবে না।

মেয়ে সন্তানকে কখনো অবহেলা করবেন না। হতে পারে, বিয়ের পর সে অবহেলা ছাড়া কিছুই পাবে না।

মেয়ে সন্তানকে কখনো অপেক্ষা করাবেন না। একটা সময় পর তার অপেক্ষা করতে হবে অনেক বেশি।

মেয়ে সন্তানকে কখনো নিজেদের থেকে গরীব কারো কাছে বিয়ে দেবেন না। তারা আপনার মেয়ের কষ্ট বুঝবে না। তাদের কাছে যে জীবন স্বাভাবিক, আপনার মেয়ের কাছে সেটাই হবে অনেক কঠিন।

মেয়ে সন্তানকে দুনিয়ার সব সুখ দেয়ার চেষ্টা করবেন।বিশ্বাস করুন,আপনার মত করে অন্য পুরুষ তাকে ততটা মাথায় তুলে না-ও রাখতে পারে, হয়তো সবকিছুর খেয়াল সবসময় রাখবে না। সব মেয়েদের কপালে সবসময় ভালো স্বামী জুটে না। তাই যতদিন আপনার কাছে থাকে, ততদিন আপনি তাকে সবকিছু দিয়ে পরিপূর্ণ করে রাখার চেষ্টা করবেন।🥀🥀

26/07/2025

একজন স্ত্রী মধু না বিষ, সেটা নির্ভর করে তার স্বামীর উপর।"
কারণ, একটা নারী যখন কারও ঘরে আসে, সে আসে স্বপ্ন নিয়ে—not শুধু নিজের জন্য, বরং তার নতুন পরিবারের জন্য।

একজন স্বামী যদি ভালোবাসা দেয়, সম্মান দেয়, পাশে দাঁড়ায়…
তাহলে সেই স্ত্রী হয়ে ওঠে ঘরের আশীর্বাদ।
সকালটা হয় মিষ্টি, সন্ধ্যাটা হয় শান্তির।
সে হাসে, পরিবারের জন্য জ্বলে—একটা প্রদীপের মতো।

কিন্তু স্বামী যদি অবহেলা করে, ছোট করে, কটু কথা বলে,
তাহলে সেই মেয়েটাই ধীরে ধীরে বিষে রূপ নেয়—not কারণ সে খারাপ,
বরং কারণ তাকে তিলে তিলে বিষ খাইয়ে দেওয়া হয় প্রতিদিন।

অনেক স্বামী বলে, "আমার বউ বদলে গেছে…"
আসলে বদলায় না স্ত্রী, বদলায় তার হাসির কারণ, বদলায় তার সম্মানের জায়গা।

একটা কথা সব স্বামীদের মনে রাখা উচিত—
"তুমি যেমন ব্যবহার করো, স্ত্রী তেমনই হয়ে ওঠে।"
তাকে যদি কাঁটার মাঝে রাখো, সে বাঁচবে কাঁটা হয়ে।
আর যদি ভালোবাসার ছায়া দাও, সে ফুটে উঠবে একেকটা ফুল হয়ে।

🔚স্ত্রীকে ভালোবাসা মানে শুধু ভালো স্ত্রী পাওয়া নয়—
বরং একটা ঘরের ভবিষ্যত, শান্তি আর ভালোবাসার ভিত্তি গড়া।
তাই মনে রাখুন, স্ত্রী মধু হবে কি বিষ—আপনিই নির্ধারণ করবেন।
স্ত্রীর রাগ অভিমান ভাঙ্গানো যদি আপনার কাছে তেল মাখানো মনে হয়,তাহলে আপনাকে আরেকবার ভাবতে হবে আপনি স্বামী হিসাবে কতটা যোগ্য।।।

21/07/2025

জুলাই মূলত আসে,
মায়েদের বুক খালি করতে😭

সাজুনি বুড়ি🥰
19/07/2025

সাজুনি বুড়ি🥰

আমাকে ছাড়া কার চলবে এটা আমি টের পাই,কার চলবে না এটাও টের পাই।আমার অসুখের সময় কে শোক পালন করবে আমি টের পাই,কে সুখ করবে সে...
07/07/2025

আমাকে ছাড়া কার চলবে এটা আমি টের পাই,কার চলবে না এটাও টের পাই।
আমার অসুখের সময় কে শোক পালন করবে আমি টের পাই,কে সুখ করবে সেটাও টের পাই।
আমি যত্ন টের পাই এমনকি অযত্নও🙂

শুধু টের পাই না কার পিছনে জীবনের কতটুকু সময় ইনভেস্ট করতে হবে🙁🙁

বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাই তার,,,খাঁচার পাখি বলে খাঁচাটা পরিপাটি কেমনে ঢাকা চারি ধার,,,বনের পাখি বলে আপনা ...
04/07/2025

বনের পাখি বলে আকাশ ঘন নীল কোথাও বাধা নাই তার,,,
খাঁচার পাখি বলে খাঁচাটা পরিপাটি কেমনে ঢাকা চারি ধার,,,
বনের পাখি বলে আপনা ছাড়িয়া দাও মেঘের মাঝে একিবার,,,
খাঁচার পাখি বলে নিরালা আঙ্গিনায় তোমারে বাধিয়া রাখো একিবার,,,
বনের পাখি বলে নাহ্ সেথা কোথায় উড়িবার পায়???
খাঁচার পাখি বলে হায়য়য় মেঘে কোথায় বসিবার ঠাঁই???

Address

Senbagh Noakhali
Chittagong
9822

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasu'S World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share