Rifat Life Style

Rifat Life Style ❥━༊প্রতিটা স্বপ্নই রঙিন হয় বাস্তবতা গুলো সাদা কালো হয় -!
塡❤️🌸 _ ღ᭄

01/03/2025

Big shout out to my newest top fans! N M Mehedi

31/01/2025

একজন পিতা হয়ে সন্তান তার দায়িত্ব নেয় না৷ এ রকম সন্তান বাবা যেনো কোন বাবা না হয়। আমার সামান্য শীত পোশাক উপহার দিতে গিয়ে অনেক আবেগপ্রবণ হয়ে পড়লাম

16/11/2024

যাকে আমি মাএ ১ মাস হবেনা সাহায্য করেছিলাম। ওনি আজকে সকালে নিজ বাড়িতে মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। ওনার চোখ পানি এবং হাসি আমার হৃদয়ে সারাজীবন থেকে যাবে ওনার জন্য আরো কিছু করতে চেয়েছিলাম কিন্তু ওনি আমাকে আর সেই সুযোগটা দেন নাই, সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাহালা ওনাকে বেহেশতে দান করেন আমিন।

আজকে দুইটা কাজ করলাম 😍 গিয়েছিলাম জরুরি কাজে শহরে ,  তারপর ভদ্র মহিলা খাবার আজি করে তখন আশেপাশে খাবার হোটেল ছিলো না, তখন ...
11/11/2024

আজকে দুইটা কাজ করলাম 😍 গিয়েছিলাম জরুরি কাজে শহরে , তারপর ভদ্র মহিলা খাবার আজি করে তখন আশেপাশে খাবার হোটেল ছিলো না, তখন ওনাকে ভাজা পুড়ি চা পান খাওয়ায় দেই এবং হাতে ১০০ টাকা দেই ওনি অনেক খুশি হয়ে আমার জন্য দোয়া করেন, রিকশা রিকশা উঠে রিকশাওয়ালা চাচাকে বলি আমাকে ভালো একটা হোটেলে নিয়ে যান আমি দুপুরে খানা খাবো, ওনি নিয়ে যান এবং ওনাকে যখন বলি আমার সাথে ভিতরে চলেন ওনি অনেক টা চমকে যান তবে ওনার সাথে খেতে পেরে আমার অনেক ভালো লেগেছে ওনার ছেলে ওনি রিকশা চালিয়ে কলেজ পড়াচ্ছেন স্যাতি এমন একজন মহান বাবা সাথে খেতে পেরে আমি নিজেও অনেক খুশি

03/11/2024

এই রকম সরল মনের হাসি পৃথিবী কোথাও আমি দেখেনি. আপনি দেখেছেন?
মানুষ মানুষকে মারে আবার সেই মানুষ রুপে কিছু সুশীল মানুষ আছে যাঁরা সবসময়ে মানুষের পাশে থাকবে নিজের সর্বোচ্চ দিয়ে

30/10/2024

দান করতে হবে আল্লাহকে খুশি করতে,আমি আল্লাহকে খুশি করতে নেমেছি।দোয়া করবেন ও আপনার সমস্যা গুলা নিয়ে আমার পেইজে ফলো দিয়ে ইনবক্স করবেন

29/10/2024

দুঃসময়ে মানুষদের সাহায্য করার ছোট একটি মুহূর্ত । পুরো ভিডিও আসছে । দেখতে এই পেজ এ লাইক ফলো দিয়ে সাথে থাকুন ।
#

23/10/2024

এই অসহায় মানুষের কান্না দাম কি মৃল্য দিয়ে পরিশোধ যোগ্য।
আল্লাহ-তায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।
— (মুসলিম, হাদিস : ২৩১৪)

Address

Chandpur Matlab
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Life Style posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share