
22/08/2025
অনেকেই হয়তো খেয়াল করেছেন – মোবাইলের নাম্বার ডায়াল করার জায়গাটা আগের মতো নেই। আসলে এর কিছু কারণ আছে:
✅ সফটওয়্যার আপডেট – নতুন ভার্সন আসলে সিস্টেমের ডিজাইন বদলে যায়।
✅ গুগল ফোন অ্যাপ আপডেট – অনেক মোবাইলে এখন ডিফল্ট ডায়ালার হিসেবে গুগলের অ্যাপ চলে আসছে।
✅ ফোন কোম্পানির পরিবর্তন – Samsung, Xiaomi, Oppo, Vivo ইত্যাদি ব্র্যান্ড নিয়মিত তাদের UI (ইউজার ইন্টারফেস) আপডেট করে।
✅ থিম বা সেটিংস পরিবর্তন – অনেক সময় ফোনের থিম পাল্টালেও ডায়াল প্যাডের ডিজাইন বদলে যায়।
👉 তাই চিন্তার কিছু নেই। এটা কোনো সমস্যা না, বরং সিস্টেম আপডেটের অংশ।
আপনি চাইলে Play Store থেকে Phone/Dialer অ্যাপের পুরোনো ভার্সন ব্যবহার করতে পারেন।
#খুশবো