The Basic Show

The Basic Show The Basic Show Podcast: Basic platform for extraordinary people!
(1)

10/12/2023

যদি কোন সোসাইটিতে কুকুর-বিড়াল মানুষকে দেখলেই দূরে সরে যায় বা পালিয়ে যেতে চায়... তাহলে বুঝতে হবে, there is something seriously wrong in that society.
কুকুর বা বিড়াল যখন ছোট থাকে, তারা জেনেটিক্যালি মানুষের কাছে আসতে চায়... খেলতে চায়। হাজার বছর ধরে Domesticated হবার হিস্টরি থাকার কারণে এই প্রবণতা তাদের থাকে।
ধীরে ধীরে লাথি-গুতা, ঢিল, গরম পানি এবং বিষের ভয়ে দূরে সরে যেতে থাকে।

সুদ খেয়ে, অন্যের হক মেরে, পানের পিক ফেলতে ফেলতে একসময় কিছু মানুষ ঘোষণা করে, "কুকুরকে খাওন দেয়া ঠিক না... হারাম।"

আপনি এদেরকে খাওয়াতে না চান, খাওয়াবেন না। এদের রিযিকের দায়িত্ব আল্লাহপাক নিয়েছেন৷ আপনি উসিলা মাত্র। এদের চোখের ভাষা একবার পড়তে জানলে দেখবেন, এরা সব কিছু বুঝতে পারে। কে আদর করবে, কে আঘাত করবে... এরা জানে।

এদের কাছে 'ফ্রেন্ড' মানে ফ্রেন্ড'ই, কোন ছল-চাতুরী নেই। এরা সামান্য আদর পেলে আপনার জন্য জান দিয়ে দিবে। পিঠপিছে মানুষের মতোন ছুরি মারতে জানে না। আপনি ওদের ভালোবাসতে না পারেন, বাসবেন না। কিন্তু দয়া করে আঘাত করবেন না।

মানুষকে কষ্ট দিলে দুনিয়ায় ক্ষমা চাওয়ার অনেক সুযোগ পাবেন। বলে বুঝাতে পারবেন।
এই বোবা প্রাণীদের কষ্ট দিলে দুনিয়ার জীবনে কখনো ক্ষমা চাইতে পারবেন না।

17/11/2023

আমি 'বেসিক শো' শুরু করেছিলাম যে স্বপ্ন নিয়ে, যে মানুষদের গল্প শোনানোর আকাঙ্খা নিয়ে... আজ আমি সত্যিকারে আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এমন একজন মানুষের গল্প শোনাবো, যাঁদের জন্য সৃষ্টি হয়েছে আমাদের এই 'বেসিক শো'।

ইফতু যখন চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ভর্তির গল্পটা বলছিলো, তখন চোখ ভিজে উঠে অজান্তেই... ছোট্ট ইফতু'কে কোলে নিয়ে তার মা পাঁচতলা সিঁড়ি ভেঙ্গে উঠতেন কোচিং ক্লাসের জন্য। অন্যান্য গার্জিয়ান'দের কটুক্তি কিংবা সমাজের দুয়ো কোনটা'ই দমাতে পারে নি তার মমতাময়ী মা এবং অদম্য ইফতু'কে।

ইফতু গল্প বলেছেন ভার্সিটিতে পছন্দের সাবজেক্টে ভর্তি হতে গিয়ে শিক্ষক'দের অসহযোগিতামূলক আচরণের... কিভাবে প্রতিদিন বন্ধুরা কোলেপিঠে করে তাকে তিন তলায় নিয়ে যেতো, কিভাবে এতোবড় ক্যাম্পাসে একটি হ্যান্ডিক্যাপড ওয়াশরুমের অভাব তাকে ভুগিয়েছে।

ইফতু গল্প বলেছে তার ভাই এর মতোন হেল্পফুল বন্ধুদের... যে বন্ধু'রা না থাকলে তার এই পথচলা সম্ভব হতো না কখনো!

ইফতু'কে আগলে রেখে সমস্ত যুদ্ধে লড়ে গিয়েছেন যে মা, সে'ই মা আজ ইফতু'র অর্জনে গর্বিত।

আজকে আমাদের পডকাস্টের অতিথি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, কম্পিউটার ইঞ্জিনিয়ার ইমতিয়াজ কবির ইফতু।

তার গল্প আপনাকে উৎসাহ যোগাবে, হাসাবে, কাঁদাবে, জীবনকে ভালোবাসতে শিখাবে।

Let's go on an emotional roller coaster ride...!

15/11/2023

ইমতিয়াজ কবির ইফতু, বাড়াবাড়ি রকমের ভালোবাসেন ক্রিস্টিয়ানো রোনালদো'কে... তার জীবনের প্রতিটি পদক্ষেপে রোনালদো'র একটা ইম্প্যাক্ট আছে, একথা বলছিলেন জ্বলজ্বল চোখে।
মাদেইরা'র হতদরিদ্র ছোট্ট শিশু ক্রিস্টিয়ানো একদিন শত-সহস্র বাঁধা বিপত্তিকে ডিঙ্গিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষের মন জয় করে নেবে... এটা তখনকার মাদেইরাবাসী যেমন ভাবতে পারে নি, তেমনি ইফতুও সমাজের শত বিদ্রুপ কিংবা শারীরিক প্রতিবন্ধকতা'র কঠিন শিকল ভেঙ্গে নিজের সব স্বপ্ন গুলো;কে পূরণ করে নেবে... এটাও কেউ হয়তো ভাবে নি।

কিন্তু অজেয়'কে জয় করার অদম্য ইচ্ছাশক্তি যাঁদের, তাঁদের থামাবে... এমন সাধ্য কার...!?
এজন্য'ই রোনালদো এবং ইফতুর জীবনের মিল'টা এতো বেশি।

ইফতু গল্প বলেছেন ছোটবেলার, হাইস্কুল, ভার্সিটি এবং কর্মজীবনের... তার মমতাময়ী হার না মানা মায়ের।

ফুল এপিসোড আসছে শীঘ্রই...!

06/11/2023

A former student of Chittagong Collegiate School and Shahjalal University of Science and Technology, who overcame all the physical challenges and social obstacles... Inspired millions with his intriguing story, Md. Emtiaz Kabir Iftu mesmerised us during this podcast season.

Full episode airing soon! 💜

02/11/2023

ইমতিয়াজ ভাই এর গান আমি প্রথম শুনি গভীর রাতে সমুদ্রের তীরে বসে... এরিক ক্ল্যাপটন এর 'Tears in Heaven' গাচ্ছিলেন চোখ বন্ধ করে।
সাগরের ঢেউ এর শব্দে মিলিয়ে যাচ্ছিলো দরদ ভরা গলা...!

মানুষটা জন ডেনভার'কে ভালোবেসে কান্ট্রি সং গেয়ে যান একের পর এক... কিন্তু এই মানুষটার গলায় সবচেয়ে অসাধারণ ভাবে বসে যায় অঞ্জন।

"আজ বারো'ই মে তুমি চলে গিয়েছিলে জীবন থেকে আমার...!" গাইলে মনে হয় মানুষটার জন্ম'ই হয়েছে অঞ্জন গাইবার জন্য... স্বয়ং অঞ্জন দত্ত ইমতিয়াজ ভাই এর গলায় অঞ্জন শুনলে ঈর্ষান্বিত হতেন।

ইমতিয়াজ ভাই এর সাথে নির্দ্বিধায় গল্প করা যায়... জীবন, সময়, ক্রিকেট... মাঝেমধ্যে একেবারেই অর্থহীন টপিক..৷ সব বলা যায়। মানুষটা এমন।

মানুষটা অনেক বড় মাপের কোন মিউজিয়ান নন... তবে উনি গান সবার মাঝে ছড়িয়ে দিতে পারেন... মন্ত্রমুগ্ধ করতে পারেন... ব্যস্ত ক্যাফেটেরিয়ায় রাত নামাতে পারেন, লাইট হাউস ছেড়ে দূরে যেতে থাকা জাহাজে বিষন্নতা বাড়াতে পারেন আরো একটু...! ❤️

21/10/2023

'Annie's Song' এর মুগ্ধতায় পুরো স্টুডিও।
মুগ্ধতা ছড়িয়েছেন ইমতিয়াজ ভাই।

আসছে! ❤️

19/10/2023

২১শে মে, ২০২৩, রোববার। প্রথম আলো'র 'স্বপ্ন নিয়ে' ফিচার পাতার মূল আর্টিকেলের শিরোনাম, 'টিউশনির টাকায় পোষাক কারখানা'।
এমন একটা নিউজ, যা চোখে পড়লেই পুরোটা এক নিঃশ্বাসে পড়ে দেখতে ইচ্ছা করে... পড়ে দেখার পর ব্যাপারটা নিয়ে ইন্টারেস্ট বেড়ে গেলো আরো কয়েক গুণ। ফিচার যাকে নিয়ে, সে একজন এক্স কলেজিয়েট, বর্তমানে চুয়েটে মেকানিক্যাল এর স্টুডেন্ট... সর্বোপরি একজন চট্টগ্রামের তরুণ উদ্যোক্তা।
আমরা তানিম'কে এপ্রোচ করার সাথে সাথেই সে রেস্পন্স করলো... নিজ থেকে টাইম সেট করলো। শিডিউলের দিনভদেখা গেলো আমাদের টিমের সবার আগে সে অফিসের সামনে এসে অপেক্ষা করছে।

রেকর্ডের পুরো সময়টায় কারেন্ট ছিলো না... তীব্র গরমে ছেলেটা একবারও বিরক্ত হয় নি, বরং আমাদের উৎসাহ দিয়ে বলেছে, "আপনারা চালিয়ে যান। আমি অভ্যস্ত!"

হ্যা, সে অভ্যস্ত। সমস্ত প্রতিকূলতাকে ফাইট করে নিজের লক্ষ্যকে জয় করতে সে অভ্যস্ত। এই অল্প বয়সে পড়াশোনাকে ঠিক রেখে নিজের একটা ব্রান্ড দাঁড় করিয়ে নিজের এবং বাইরের অনেক ক্যাম্পাসের স্বপ্নবাজ তরুণদের আইকন হয়ে উঠেছে তানিম।

এই এপিসোডে তানিম আমাদের বলেছে তার উদ্যোক্তা হয়ে উঠার গল্প, সেই জার্নির ছোট বড় সব বাঁধা অতিক্রমের উপায় এবং শেষমেশ সফলতার গল্প।

যারা প্রথগত চাকরির বাইরে গিয়ে একদিন নিজের বিজনেস সেট করার স্বপ্ন দেখছেন, তানিম এবং আমরা এই এপিসোডটা ডেডিকেট করছি তাদের জন্য। তারা একদিন সবার কাছে প্রমাণ করবে, "ডাক্তার বা ইঞ্জিনিয়ার না হওয়া মানেই জীবনের শেষ নয়। জীবনে জয়ী হবার গল্পটা একেকজনের কাছে একেক রকম...!

18/10/2023

ইঞ্জিনিয়ারিং পড়ার সাথে সাথে একাডেমিক এক্সিলেন্সি বজায় রেখে নিজের স্টার্ট আপে সফল হওয়া... ব্যাপারটা যতটা শুনতে সহজ, করতে ততটাই কঠিন।
ওয়াসিফ সাদমান তানিম কথা বলেছেন তরুণ উদ্যোক্তাদের বিজনেসে নানান সমস্যা এবং সমাধান নিয়ে... A must watch for all new entrepreneurs out there.

Airing soon! ❤️

15/10/2023

" 'সুখ' শব্দটা শুনলে সর্ব প্রথম কোন ব্যাপারটা আপনার মাথায় আসে??"
এই প্রশ্নটা'ই আমরা চট্টগ্রামের রাস্তায় হেঁটে হেঁটে করেছিলাম বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কাছে... কেউ ছাত্র, কেউ শিক্ষিকা, কেউ রিকশা চালক, কলা বিক্রেতা, ফুল বিক্রেতা কিংবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

শ্রেণী ভেদে একেকজনের কাছে সুখ ব্যাপারটা একেক রকম... কিন্তু সবাই একটা জায়গায় মিলে মিশে একাকার। 'মা-বাবা, স্ত্রী, সন্তান ও পরিবার'। সুখ কেউ খুঁজে পেয়েছেন, কেউ পান নি... কেউ খুঁজে যাচ্ছেন আর কেউ বা হাল ছেড়ে দিয়েছেন ব্যর্থতাকে মেনে নিয়ে!

সুখের জন্য এর চেয়ে বেশি আবদার কারো কাছে তেমন শুনতে পাই নি আমরা... তবে চট্টগ্রাম শহরের আলো-বাতাসের মধ্যেই একটা ব্যাপার আছে। বুকের গভীরে কারো সুখ লুকিয়ে আছে... অথবা কারো লুকিয়ে আছে নিদারুণ কষ্ট। তবুও মাইক্রোফোন হাতে যাঁদের সামনেই দাঁড়িয়েছি, সবাই হাসিমুখে কথা বলেছেন... সময় দিয়েছেন, আপন মানুষের মতোই নিজেদের গল্প করেছেন অনেকক্ষণ ধরে!

এই শহরে কত কিছুর অভাব চারিদিকে...! তবে মানুষগুলোর অন্তরে কোথাও না কোথাও ভালোবাসার ঝর্ণাধারা রয়ে গেছে।
পাহাড় আর সমুদ্রে ঘেরা এই শহরের বাতাসে ছড়িয়ে আছে ভালোবাসা...!

টিউশনের টাকা জমিয়ে নিজের গার্মেন্টস...!অনলাইনে জার্সি বিক্রি থেকে প্রথম আলোর ফিচার পাতার শিরোনামে। চট্টগ্রাম প্রকৌশল ও প...
14/10/2023

টিউশনের টাকা জমিয়ে নিজের গার্মেন্টস...!

অনলাইনে জার্সি বিক্রি থেকে প্রথম আলোর ফিচার পাতার শিরোনামে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াসিফ সাদমান তানিম কথা বলেছেন তার চমকপ্রদ বিজনেস জার্নি নিয়ে, উদ্যোক্তা হবার শুরু এবং সামনে এগিয়ে যাবার পথে নানান চ্যালেঞ্জ নিয়ে।

Basic Show with Wasif Sadman Tanim

আসছে শীঘ্রই! ❤️

23/09/2023

১৯৯৯ থেকে ২০২৩... প্রায় ২৪ বছর দীর্ঘ শিক্ষকতা জীবন। এই ২৪ বছরে তৈরী হয়েছে ২৪ টি ব্যাচ। যারা ছড়িয়ে ছিটিয়ে আছে পৃথিবীর নানান প্রান্তে স্ব-মহিমায় উজ্জ্বল হয়ে।
স্যার কথা বলেছেন শিক্ষকতা জীবনের শুরুর গল্প নিয়ে, বিভিন্ন সময়ে পাওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে, প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি নিয়ে।

এই প্রথম বলতে গেলে স্যার 'ক্যান্ডিড' হয়ে এসেছেন ক্যামেরার সামনে। আমাদের রেডি করা ১২ টি প্রশ্ন ছিলো। তবে স্যারের সেন্স অফ হিউমারে হেরে গিয়ে করতে পেরেছি তার মাত্র ২ কি ৩ টি...!

এই প্রচন্ড বেসিক পডকাস্টের প্রথম এপিসোডে স্যারকে অতিথি হিসেবে পেয়েছি, আমাদের সবচেয়ে বড় এচিভমেন্ট বলতে গেলে এটাই। সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টুডেন্টদের স্যার আমাদের শো'তে এড্রেস করতে পারবেন প্রথমবারের মতো, এটা শুনে বিনাবাক্যে তিনি আমাদের সময় দিতে রাজি হয়েছেন... গল্প করেছেন ক্যামেরার সামনে, ক্যামেরার আড়ালে। মানুষটাকে যেমন দেখেছিলাম কলেজ জীবনের শেষ ক্লাসে, তিনি ঠিক তেমন'ই আছেন এখনো...!

সম্পূর্ণ আনস্ক্রিপ্টেড এই ভিডিওতে ভুল-ভ্রান্তি আছে... সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মতামত আমরা সাদরে গ্রহণ করবো। ধীরে ধীরে আমরা পরিণত হবো, এই প্রত্যাশা আমাদের।

যারা অপেক্ষায় ছিলেন, তাঁদের জন্য আমাদের 'The Basic Show' এর প্রথম এপিসোড

22/09/2023

'The Basic Show' Season 01, Episode 01.
Airing soon.
We had best of the memories working on this episode with our beloved guest- The Man, The Myth, The Legend 'Uttam Sir' ❤️

Keep your eyes on our timeline!

Address

House 68, Road 1, Sugandha R/A
Chittagong
4000

Telephone

+8801754513561

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Basic Show posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share