10/12/2023
যদি কোন সোসাইটিতে কুকুর-বিড়াল মানুষকে দেখলেই দূরে সরে যায় বা পালিয়ে যেতে চায়... তাহলে বুঝতে হবে, there is something seriously wrong in that society.
কুকুর বা বিড়াল যখন ছোট থাকে, তারা জেনেটিক্যালি মানুষের কাছে আসতে চায়... খেলতে চায়। হাজার বছর ধরে Domesticated হবার হিস্টরি থাকার কারণে এই প্রবণতা তাদের থাকে।
ধীরে ধীরে লাথি-গুতা, ঢিল, গরম পানি এবং বিষের ভয়ে দূরে সরে যেতে থাকে।
সুদ খেয়ে, অন্যের হক মেরে, পানের পিক ফেলতে ফেলতে একসময় কিছু মানুষ ঘোষণা করে, "কুকুরকে খাওন দেয়া ঠিক না... হারাম।"
আপনি এদেরকে খাওয়াতে না চান, খাওয়াবেন না। এদের রিযিকের দায়িত্ব আল্লাহপাক নিয়েছেন৷ আপনি উসিলা মাত্র। এদের চোখের ভাষা একবার পড়তে জানলে দেখবেন, এরা সব কিছু বুঝতে পারে। কে আদর করবে, কে আঘাত করবে... এরা জানে।
এদের কাছে 'ফ্রেন্ড' মানে ফ্রেন্ড'ই, কোন ছল-চাতুরী নেই। এরা সামান্য আদর পেলে আপনার জন্য জান দিয়ে দিবে। পিঠপিছে মানুষের মতোন ছুরি মারতে জানে না। আপনি ওদের ভালোবাসতে না পারেন, বাসবেন না। কিন্তু দয়া করে আঘাত করবেন না।
মানুষকে কষ্ট দিলে দুনিয়ায় ক্ষমা চাওয়ার অনেক সুযোগ পাবেন। বলে বুঝাতে পারবেন।
এই বোবা প্রাণীদের কষ্ট দিলে দুনিয়ার জীবনে কখনো ক্ষমা চাইতে পারবেন না।