চট্টগ্রাম কিআ বুক ক্লাব

চট্টগ্রাম কিআ বুক ক্লাব পড়বে কিশোর,
দেখবে আলো...

প্রাকৃতিকভাবে বা মানুষের নিয়ন্ত্রিত স্থাপনা বিপর্যয়ের বাইরে আরেক ধরনের বিপর্যয় ঘটে। আর সেটা হয় স্থাপনা নির্মাণে যথাযথ নি...
22/10/2024

প্রাকৃতিকভাবে বা মানুষের নিয়ন্ত্রিত স্থাপনা বিপর্যয়ের বাইরে আরেক ধরনের বিপর্যয় ঘটে। আর সেটা হয় স্থাপনা নির্মাণে যথাযথ নিয়ম না মানার কারণে। খামখেয়ালিপনায় যেনতেনভাবে নির্মিত স্থাপনা হঠাৎই ভেঙে পড়ে একটা সময়। হয় প্রাণহানি।

প্রাকৃতিকভাবে বা মানুষের নিয়ন্ত্রিত স্থাপনা বিপর্যয়ের বাইরে আরেক ধরনের বিপর্যয় ঘটে। আর সেটা হয় স্থাপনা নির্মাণ...

ফার্দিনান্দ ও ইসাবেলার যৌথ শাসনকালে একটি শক্তিশালী ও সংহত রাজ্য হিসেবে গড়ে ওঠে স্পেন। সেই সময়ে স্পেনের রাজনৈতিক ও সাংস্ক...
19/10/2024

ফার্দিনান্দ ও ইসাবেলার যৌথ শাসনকালে একটি শক্তিশালী ও সংহত রাজ্য হিসেবে গড়ে ওঠে স্পেন। সেই সময়ে স্পেনের রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণ ঘটে।

ফার্দিনান্দ ও ইসাবেলার যৌথ শাসনকালে একটি শক্তিশালী ও সংহত রাজ্য হিসেবে গড়ে ওঠে স্পেন। সেই সময়ে স্পেনের রাজনৈতিক ...

যদিও কলিং বেলটা নিয়ে এখন ভাবছি আমি। আগেও আমি এটার শব্দ শুনেছি। মা বলত, এটা তার মোবাইলের অ্যালার্ম। কিন্তু এটা যে অন্য কি...
19/10/2024

যদিও কলিং বেলটা নিয়ে এখন ভাবছি আমি। আগেও আমি এটার শব্দ শুনেছি। মা বলত, এটা তার মোবাইলের অ্যালার্ম। কিন্তু এটা যে অন্য কিছু হতে পারে, তা কল্পনাও করিনি আমি।

এশিয়া সিট্রোর জনপ্রিয় কিশোর সিরিজ ‘জোয়ি অ্যান্ড সাসাফ্রাস’। জোয়ির বিড়ালের নাম সাসাফ্রাস। নিজের বিড়ালকে নিয়ে জো...

06/08/2024

তোমরা দ্বিধাহীন, মানবিক। ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলতে পারো তোমরাই। লাল-সবুজ পতাকার এই দেশকে একদিন তোমরাই বাসযোগ্য করে তুলবে, সবার জন্য নিরাপদ করে তুলবে।

কিশোর আলোর আগস্ট সংখ্যা। ৮ তারিখ থেকে বাজারে।

প্রচ্ছদ : Mehedi Haque

ঘোষণা
03/08/2024

ঘোষণা

কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার চিন্তাধারা ও শেখার ইচ্ছার পেছনে এই ম্যাগাজিন দুটির আলাদ...
31/03/2024

কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা সম্পর্কে তিনি বলেন, ‘আমি মনে করি, আমার চিন্তাধারা ও শেখার ইচ্ছার পেছনে এই ম্যাগাজিন দুটির আলাদা গুরুত্ব আছে।’

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিটে ভর্তি পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৩৬৩ জন। এত পরীক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন তিন...

24/02/2024

কিআ সম্পাদক আনিসুল হক এখন চট্টগ্রামে। আজ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবেন চট্টগ্রাম বইমেলায় প্রথমার স্টলে। চট্টগ্রামের কিআ পাঠক ও বুক ক্লাবের সদস্যরা চলে আসতে পারো, দেখা হবে সম্পাদকের সঙ্গে।
— অ্যাডমিন

কিশোর আলোর গানের দল
28/08/2023

কিশোর আলোর গানের দল

কিশোর আলোর একটা গানের দল করতে চাই, যে দলের সদস্যরা কিআর বিভিন্ন আয়োজনে গাইবে, বাজাবে। মাঝে মাঝে দলটা আড্ডা দিতে চলে যাবে প্রখ্যাত কোনো গায়ক, সুরকার, গীতিকার বা ব্যান্ডের কাছে। সেই অভিজ্ঞতার কথা আবার লিখবে কিশোর আলোতেই। নতুন গানও তৈরি করবে তারা, বানাবে মিউজিক ভিডিও-ও। প্রকাশ করার জন্য প্ল্যাটফর্ম হিসেবে কিশোর আলোর ওয়েবসাইট আর সোশাল মিডিয়া তো আছেই।

তোমাদের কেউ কি আগ্রহী এই দলে যোগ দিতে? তোমাদের আগ্রহের কথা জানাও, কোনো মতামত থাকলে জানাতে পারো সেটাও।

বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর জন্মদিবস উপলক্ষে চট্টগ্রাম কিআ বুক ক্লাবের পক্ষ থেকে অ...
01/08/2023

বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত কবি ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর জন্মদিবস উপলক্ষে চট্টগ্রাম কিআ বুক ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা।
শুভ জন্মদিন!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when চট্টগ্রাম কিআ বুক ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চট্টগ্রাম কিআ বুক ক্লাব:

Share

Category

পড়বে কিশোর, দেখবে আলো

চট্টগ্রাম কিআ বুক ক্লাবে কী হয়?

প্রতিমাসে ধারাবাহিকভাবে বই, চলচিত্র, প্রোগ্রামিং ও সাহিত্য নিয়ে সুন্দর সব আয়োজন করা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে এইসব বিষয়গুলো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে চট্টগ্রাম কিআ বুক ক্লাব।

বুক ক্লাবে কারা সদস্য হতে পারে?

বুক ক্লাবে শুধুমাত্র স্কুল-কলেজের শিক্ষার্থীরাই সদস্য হতে পারে।