26/07/2025
স্কুল লাইফ – একটা সময় ছিল, যখন ঘন্টার শব্দে জীবন শুরু হতো, আবার সেই শব্দেই শেষ হতো। সেদিনগুলোতে পড়ালেখার চাপ ছিল, কিন্তু মন ছিল একদম মুক্ত। বন্ধুদের আড্ডা, টিফিন ভাগাভাগি, ক্লাসে হাসাহাসি, স্যারদের বকা, ফাঁকি দেওয়া হোমওয়ার্ক – সব মিলিয়ে ছিল এক অমূল্য অধ্যায়।
আজ বুঝি, স্কুল মানে শুধু পড়ালেখা না…
স্কুল মানে ছিল প্রতিদিন নতুন গল্প, নির্ভেজাল আনন্দ, আর জীবনের সোনালী দিনগুলো।
সবচেয়ে কষ্টের কথা হল, তখন বুঝিনি—এই দিনগুলো এতটা মিস করবো একদিন।
কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়
2012
KGHS Futsal Festival S2