MZMblog003

MZMblog003 i'm a very� simple person. my generality will make me awesome....

26/04/2025

জীবনের সেরা শিক্ষাগুলো মনে হয় সবচেয়ে খারাপ সময়েই শেখা হয়।

         ব্যার্থতা হলো সফলতার প্রথমধাপ।এটা আমি বিশ্বাস করিনা।এই উক্তিটা হয়তো ফেইসবুকের কিংবা হোয়াটসঅ্যাপ ম্যাসেজে কিংবা...
26/04/2025









ব্যার্থতা হলো সফলতার প্রথমধাপ।এটা আমি বিশ্বাস করিনা।এই উক্তিটা হয়তো ফেইসবুকের কিংবা হোয়াটসঅ্যাপ ম্যাসেজে কিংবা কোন মোটিভেশনাল প্রোগ্রামে মোটিভেটরের মুখ থেকে শুনতে সবার মিষ্টিই লাগে। জ্ঞানী/ বিজ্ঞ ব্যক্তিরা মনে করেন পৃথিবি সফলতার পিছনে ঘোরে,কিন্তু ঐ একই পৃথিবী আপনি একটা ভুল করলে আপনাকে নিশ্চিহ্ন করার জন্য আপনার পিছনে উঠে পড়ে লাগবে, এটাই বাস্তব। সফলতার বাক্যে কখনো ফুলস্টপবসেনা, ওখানে শুধুমাত্র কমা থাকে।
প্রত্যেকের সফলতা অর্জনের নিজস্ব পথ আছে।
সফলতার শুধুমাত্র কোন গন্তব্য নয়।
সফলতা হলো একটা যাত্রা।

Never compromise with lies, no matter how beneficial they may be. Remember, to cover up one lie, you have to tell two mo...
27/03/2025

Never compromise with lies, no matter how beneficial they may be. Remember, to cover up one lie, you have to tell two more lies.

২০১৯ সালের কোন এক রাতে কক্সবাজার হোটেল ওশান প্যারাডাইজ এ ডিনার করছিলাম, সাথে ছিলো একজন এল এন জি জাহাজের নাবিক।
04/03/2025

২০১৯ সালের কোন এক রাতে কক্সবাজার হোটেল ওশান প্যারাডাইজ এ ডিনার করছিলাম, সাথে ছিলো একজন এল এন জি জাহাজের নাবিক।

04/09/2024

যখন আমি আমার জীবনের পিছনের দিনগুলোর দিকে ফিরে তাকাই, আমি দেখি কিছু ব্যথা কিছু কষ্ট , কিছু ভুল এবং হৃদয়ের যন্ত্রণা দেখি। কিন্তু যখন আমি আয়নায় দেখি, আমি শক্তি দেখি, অনেক কিছুই শিখি এবং নিজের মধ্যে গর্ব করি। বুঝুন যে কখনও কখনও আপনাকে একটি সিদ্ধান্ত নিতে হবে, যা আপনার হৃদয় ভেঙে দেবে। কিন্তু তা আপনার আত্মাকে শান্তি দেবে।

ভালোবাসি -এ কথাটি না বলেও ভালোবাসা যায়।
06/06/2024

ভালোবাসি -এ কথাটি না বলেও ভালোবাসা যায়।

29/11/2023

পুলিশে চাকরির ইন্টার্ভিউ হচ্ছে, গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন পরীক্ষক।

প্রথম যে ব্যক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাতকার শুরু করতে চাইলেন অফিসার।

: তুমি আপেল কিনতে বাজারে গেলে, এক কেজি আপেলের দাম একশত টাকা হলে তুমি একশত গ্রাম আপেলের দাম কত দেবে??

শুনে সহাস্য ভংগিতে চাকরিপ্রার্থি বললো
: স্যার! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়া কিনতে হয় তাইলে পুলিশ হমু কি করতে??

অফিসার উত্তর শুনে মজা পেলেন।

: যদি তোমার বাবা যায়?

: আমার বাবার দাঁত নেই, শুধু কলা খেতে পারেন, আপেল দিয়া কি করবে?

: আচ্ছা যদি তোমার ভাই যায়??

: স্যার আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেনো??
১০০ গ্রাম এর দাম জিজ্ঞেস করবে।

মরিয়া হয়ে অফিসার জানতে চাইলেন -
: যদি সাধারণ কেউ কেনে??

: স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে?? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে।

: আচ্ছা যদি পয়সা ওয়ালা কেউ কেনে??

: স্যার পয়সা ওয়ালা কেউ যদি কেনে সে কি একশ গ্রাম কিনবে?
সে কম করে হলেও দুই কেজি কিনবে। আর যে কিনবে টাকাও সে দেবে, তার টাকার হিসাব আপনি আমার কাছে চান কেনো??

এবার বেশ বিরক্ত হয়ে অফিসার জিজ্ঞেস করলো
: সামান্য আপেল নিয়া তুমি এতো কথা কেনো বলতেছো?

এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো
: স্যার! আপেল মোটেই সাধারণ কোন ফল না।

চারটা আপেল পৃথিবী বিখ্যাত।

এক আপেল আদম খাইছে বইলা আমাদের দুনিয়ায় আসতে হইছে। নইলে আমরা থাকতাম স্বর্গে।

দ্বিতীয় আপেল হইলো নিউটন এর আপেল। সেদিন নিউটন এর মাথায় আপেল না পরলে এই মহাকর্ষতত্ত্ব অভিকর্ষতত্ত্ব পইড়া ব্রেইন নষ্ট করতে হইতো না।

তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আই ফোন, আই প্যা, আই পড এইসব যন্ত্রনা ঐ আপেলেরই জন্য।

আর চতুর্থ আপেল হইলো আজকের আপেল যা আমার চাকরী হওয়া বা না হবার কারন। এর পরও কি আপনি আপেলকে সাধারণ বলবেন??

এবার হাল ছেড়ে অফিসার জিজ্ঞেস করলেন
: তোমার বাড়ি কি নোয়াখালী??

এই প্রশ্নের উত্তর সহজ ছিলো, প্রার্থী বললো: "হ্যা"

😁😁😁😁🤣🤣🤣🤣

©️ সংগৃহীত।

Address

Chittagong

Telephone

+8801633413044

Website

Alerts

Be the first to know and let us send you an email when MZMblog003 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MZMblog003:

Share