Hathazari Times

Hathazari Times হাটহাজারীর সব খবর, সবার আগে, সব সময়।

বড় সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাটাইমস ডেক্স:দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচ...
30/10/2025

বড় সুখবর পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা
টাইমস ডেক্স:

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালন বাজেটের আওতায় শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহে ১৩২ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) প্রাথমিক শিক্ষা অধিদফতরের অর্থ ও রাজস্ব বিভাগের চিঠিতে এ তথ্য জানানো হয়। তবে অব্যয়িত অর্থ ২০২৬ সালের ৩১ মের মধ্যে ফেরত দিতে হবে।

চিঠিতে জানানো হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ইন্টারনেট, ফ্যাক্স, টেলেক্স খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ১০০০ টাকা হারে ইন্টারনেট বিল ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে বরাদ্দকৃত অর্থ থেকে মাসিক ৫০০ টাকা ব্যয় করতে হবে। যেসব শিক্ষক মাসিক সমন্বয় সভায় যোগদান করেন এবং অন্যান্য সরকারি কাজে বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন, সেসব শিক্ষক সরকারি বিধি মোতাবেক ভ্রমণ ব্যয় প্রাপ্য হবেন। চিঠিতে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে পরিচালন বাজেটের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা এবং প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক ১৩২ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ২০০ টাকা সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হলো। সংশ্লিষ্ট ইউপিইও/টিপিইও’র আয়ন-ব্যয়ন কর্তকর্তাকে বরাদ্দকৃত অর্থ বিধি মোতাবেক ব্যয় করার ক্ষমতা দেয়া হলো। এতে কিছু শর্ত জুড়ে দেয়া হয়েছে। সেগুলো হলে- বরাদ্দকৃত অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে।
যে কোনো প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন-ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

27/10/2025

আপা আসবে, আবারও ফিরে আসবে। ব্যারিস্টার ফুয়াদ।

Amar Bangladesh Party- এবি পার্টি
#রাজনীতি #বাংলাদেশেররাজনীতি
#এবিপার্টি #নতুনরাজনৈতিকবন্দোবস্ত #নতুনরাজনীতি #জনগণেরজন্যরাজনীতি #নতুনবাংলাদেশ #তারুণ্যেররাজনীতি #গণতন্ত্র #জবাবদিহিতা

হাটহাজারী ফতেপুরে  জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা প্রেস নিউজঃ চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ ...
24/10/2025

হাটহাজারী ফতেপুরে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে সংবর্ধনা
প্রেস নিউজঃ
চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এমপি প্রার্থী মনোনীত করায় হাটহাজারীর কৃতিসন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক আব্দুল মালেক চৌধুরীকে
ফতেপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে এক সংবর্ধনা দেয়া হয়েছে।
২৪ অক্টোবর শুক্রবার সকাল দশটায় ফতেপুর ইউনিয়নের জোবরায় এ সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের জনসাধারণ, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফতেপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান তালিবের সভাপতিত্বে ও মাহতাব উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মিজানুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, " অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী একজন সৎ, ন্যায় পরায়ন ও উচ্চ শিক্ষিত ব্যক্তি। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম-৫ সংসদীয় আসন হাটহাজারী এবং বায়েজিদ আাংশিক এলাকা থেকে এ যোগ্য রাজনীতিবিদকে দাঁড়িপাল্লার প্রার্থী ঘোষণা করেছে। তাই হাটহাজারীর সর্বস্তরের জনগনের পাশাপাশি ফতেপুরবাসি আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে যোগ্য প্রার্থী অধ্যাপক মালেক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জন্য আহবান জানাচ্ছি।"
সংবর্ধিত অতিথি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী ফতেপুর ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই আমি হাটহাজারী উপজেলায় ন্যায়,ইনসাফ, আদর্শ ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। আপনারা সহযোগিতা করলে আগামীর হাটহাজারী হবে আমাদের গৌরবের মডেল হাটহাজারী। যেখানে শতভাগ মানুষ শিক্ষিত থাকবে কিন্তু কেউ বেকার থাকবে না,অবহেলিত কোন নারীর অসহায়ত্ব থাকবে না।" # #
তারিখ:২৪.১০.২৫

সাবেক শিবির নেতা রায়হানের মুক্তি দাবি ও হাটহাজারী থানা ওসির রহস্যজনক ভূমিকায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদহাটহাজারীত...
23/10/2025

সাবেক শিবির নেতা রায়হানের মুক্তি দাবি ও হাটহাজারী থানা ওসির রহস্যজনক ভূমিকায় জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

হাটহাজারীতে কিশোর গ্যাংয়ের হাতে স্কুলছাত্র তানভীর হত্যার ঘটনায় প্রকৃত আসামিদের আড়াল করা ও ভিকটিমের নির্দোষ চাচাতো ভাই রায়হানকে গ্রেফতার করে একাধিক মিথ্যা মামলায় আসামি করা এবং ওসির রহস্যজনক ভূমিকায় হাটহাজারী উপজেলা জামায়াতের তীব্র নিন্দা ও প্রতিবাদ

হাটহাজারী পৌরসভার আলীপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তানভীরকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা গত ২১ অক্টোবর নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় হাটহাজারী মডেল থানা পুলিশ খুনিদের ধরতে টালবাহানা করেছে, প্রকৃত আসামিদের আড়াল করেছে এবং ভিকটিমের নির্দোষ চাচাতো ভাই মোঃ রায়হানকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাকে নির্যাতন করা হয় এবং একাধিক মামলায় আসামি করে দ্রুত আদালতে পাঠানো হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়ার এ রহস্যজনক ভূমিকা হাটহাজারীবাসী বিস্মিত ও ক্ষুব্ধভাবে লক্ষ্য করেছেন।

ওসির বিতর্কিত এ ভূমিকার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী ও সেক্রেটারি অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২১ অক্টোবর (মঙ্গলবার) হাটহাজারী পৌর এলাকায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের হাতে স্কুল শিক্ষার্থী তানভীর নৃশংসভাবে নিহত হয়। হাটহাজারী মডেল থানা থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হলেও পুলিশ রহস্যজনকভাবে নিরব থাকে। কোনো আসামিকে গ্রেফতার না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে জনরোষের মুখে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এদের মধ্যে দুইজনকে ‘সন্দেহজনক আটক’ হিসেবে মিডিয়ায় প্রকাশ করা হলেও অপর একজনের নাম গোপন রাখা হয়।

অপরদিকে, নিহত তানভীরের শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুর রহমান তানভীরের মৃত্যুকে অসুস্থতাজনিত বলে প্রচার করেন এবং ‘অকাল মৃত্যু’ লিখে শোকব্যানার টানানোর কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বুধবার অধ্যক্ষের অফিস ঘেরাও করে। পরে পুলিশ অধ্যক্ষকে থানায় নিয়ে যাওয়ার কথা বললেও এক পর্যায়ে দেখা যায়, পুলিশ তাঁকে থানায় নেয়নি।

এ খবর জানতে পেরে নিহত তানভীরের চাচাতো ভাই ও হাটহাজারী কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ রায়হান তার আরেক চাচাতো ভাই শরীফসহ থানায় যান এবং পুলিশের এসআই হাসানকে জিজ্ঞাসা করেন, “আপনারা অধ্যক্ষকে থানায় না এনে ছেড়ে দিলেন কেন?” তখন এসআই হাসান জানান, “অধ্যক্ষের দায়িত্ব আমাদের, তিনি পালিয়ে যেতে পারবেন না; যখন ডাকব, তখন তিনি চলে আসবেন।”

এরপর রায়হান পুলিশের গাড়িতে থাকা আটক তিনজনকে দেখে তাদের ছবি তোলেন। এসময় থানার সেকেন্ড অফিসার নাজমুল সাহেব রায়হানকে কড়া মেজাজে কথা বলেন, যার জেরে কিছু বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ রায়হানকে আটক করে থানার লকআপে নিয়ে যায়।

মূলত নিহত তানভীরের চাচাতো ভাই মোঃ রায়হান পুলিশের রহস্যজনক ভূমিকার বিষয়টি বুঝতে পেরে ওসির সাথে কথা বলতে বুধবার দুপুরে থানায় যান। তিনি দেখেন, থানা প্রশাসনের পক্ষ থেকে আটক ব্যক্তিদের চেহারা গণমাধ্যম বা সাধারণ মানুষের সামনে প্রকাশ করা হচ্ছে না এবং খুনিদের ছেড়ে দেওয়ার চেষ্টা চলছে।

এই অবস্থায় রায়হান খুনিদের মুখের ছবি সংরক্ষণের চেষ্টা করলে থানার ওসি ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার দেখান। পরবর্তীতে তাঁকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের দিন ভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা এসপির ওপর হামলার একটি মামলায়ও গ্রেফতার দেখানো হয়— যা প্রকৃত খুনিদের আড়াল ও নির্দোষ ব্যক্তিকে হয়রানির অপচেষ্টা ছাড়া কিছু নয়।

নেতৃবৃন্দ বলেন, “চাচাতো ভাইয়ের হত্যার বিচার দাবিতে এগিয়ে আসা এক শিক্ষিত তরুণকে পুলিশ কর্তৃক এভাবে ফাঁসানো শুধু অমানবিকই নয়, বরং আইনের শাসনের প্রতি আস্থাকে প্রশ্নবিদ্ধ করে।”

বিবৃতিতে তাঁরা রায়হানের নিঃশর্ত মুক্তি, তানভীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাটহাজারীতে ৯ম শ্রেণীর স্কুলশিক্ষার্থী তানভীর সহপাঠীর হাতে নি/হ/ত | একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপারা পরিবার।
21/10/2025

হাটহাজারীতে ৯ম শ্রেণীর স্কুলশিক্ষার্থী তানভীর সহপাঠীর হাতে নি/হ/ত | একমাত্র ছেলেকে হারিয়ে শোকে পাগলপারা পরিবার।

বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ে আঞ্চলিক কর্মশালায় বক্তারা-" দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স...
21/10/2025

বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ে আঞ্চলিক কর্মশালায় বক্তারা-
" দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণ করা একটা বড় চ্যালেঞ্জ"

নিজস্ব প্রতিনিধি:

দেশে জনসংখ্যা বাড়ছে কিম্তু জমির পরিমান কমছে। সেজন্য দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও স্বয়ংসম্পূর্ণ করা
একটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট 'বিনা' গুরুত্বপূর্ণ অংশিদার।

চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চল উপযোগী বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহ বিদ্যমান শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ” শীর্ষক আঞ্চলিক এক কর্মশালা বক্তার একথা বলেন।

২১ অক্টোবর (মঙ্গলবার) চট্টগ্রামের হাটহাজারী
এটিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো: মাহাবুবুল আলম তরফদার।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চা অঞ্চল চট্টগ্রাম এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ।

কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মো: মাহাবুবুল আলম তরফদার,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আপু মারমা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক।

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নোয়াখালী উপকেন্দ্রের আয়োজনে, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের সহযোগিতায় পরিচালিত এ কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিনা উপকেন্দ্র নোয়াখালীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড.মোঃ ইলিয়াস হোসেন।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী এটিআই অধ্যক্ষ মোঃ সামসুল আলম,হাটহাজারী কৃষি গবেষণাগারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হারুন অর রশিদ,ড. আমিনুল ইসলাম, বিনা'র তেল ফসল বৃদ্ধি প্রকল্প পরিচালক ড.রেজা মোহাম্মদ ইমন, বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ উপ-প্রকল্প পরিচালক ড.মোহাম্মদ আশিকুর রহমান।

কর্মশালায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম অঞ্চলের জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ,বিএডিসি ও কৃষি গবেষণা কেন্দ্র ও সম্প্রসারণ বিভাগ এবং কৃষি উদ্যক্তা ও কৃষক।

কর্মশালায় অতিথি,বিশেষজ্ঞ উপস্থাপক ও কৃষি কর্মকর্তাবৃন্দ বিনা'র ২৩টি ফসল ও ১৩৭টি জাত ও প্রযুক্তি উদ্ভাবন, সম্প্রারণ, সুবিধা, অসুবিধা ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ তথ্য তুলে ধরে মতামত উপস্থাপন করেন।

বিশেষ করে বিনা উৎপাদিত ফসল মাটির স্বাস্থ্য উন্নত করে, রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমায়,পানি সাশ্রয় করে এবং উচ্চ ফলনশীলতার গুরুত্ব কর্মশালায় তুলে ধরা হয়। 'বিনা 'প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ একটি টেকসই চাষাবাদ পদ্ধতি যা খাদ্য স্বনির্ভরতায় দেশকে এগিয়ে নিয়ে যাবে। # #

হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশ্ব স্বীকৃতি: সালাউদ্দীন আলীর সম্মানসূচক ডক্টরেট অর্জনশ্রীলঙ্কায় হসপিটালিটি ও হেলথ কেয়ার খাত...
18/10/2025

হসপিটালিটি ম্যানেজমেন্টে বিশ্ব স্বীকৃতি: সালাউদ্দীন আলীর সম্মানসূচক ডক্টরেট অর্জন

শ্রীলঙ্কায় হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের বিশিষ্ট উদ্যোক্তা এশিয়ান হেলথ কেয়ার গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম জেলার হাটহাজারীর সন্তান সালাউদ্দীন আলীকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।

স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর বিখ্যাত বিএমআইসিএইচ হলে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং আন্তর্জাতিক শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।

হসপিটালিটি এবং হেলথ কেয়ার সেক্টরে ব্যবসা প্রসারে মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন এবং বিশ্বমানের পরিসেবা নিশ্চিত করতে সালাউদ্দীন আলীর নেতৃত্ব প্রশংসিত হয়েছে বিশ্বজুড়ে। এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদানের মাধ্যমে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ মূলত বিশ্বব্যাপী হসপিটালিটি শিল্পে তার ‌‘অনন্য অবদান’ এবং ‘সৃজনশীল নেতৃত্বকে’ স্বীকৃতি দিয়েছে।

ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সালাউদ্দীন আলী শুধু একজন সফল উদ্যোক্তাই নন, তিনি তার কাজের মাধ্যমে সমাজের একটি বৃহত্তর অংশের মানুষের জীবনকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছেন। হসপিটালিটি শিল্পে আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করা এবং হেলথ কেয়ার খাতে আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবার সমন্বয় ঘটানো তার প্রধান লক্ষ্যগুলোর অন্যতম।

সালাউদ্দীন আলী বলেন, গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির কাছে কৃতজ্ঞ। এই স্বীকৃতি আমার কাজের প্রতি আরও দায়বদ্ধতা বাড়িয়ে দিলো। আমি বিশ্বাস করি, ব্যবসা কেবল মুনাফার জন্য নয়, মানুষের সেবার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠাই আসল লক্ষ্য। এই দীর্ঘ পথচলায় বিভিন্ন সময়ে অনেক সম্মাননা পেয়েছি, তবে এবার যা ঘটেছে তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। দেশের বাইরে একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে এমন স্বীকৃতি আমার আগামী দিনের কাজকে আরও অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তার এই সম্মাননা দেশের অন্যান্য উদ্যোক্তাদের জন্যও অনুপ্রেরণা, যারা ব্যবসা ও মানবিকতাকে একই সূত্রে গাঁথতে চান। হসপিটালিটি ও হেলথ কেয়ারের মতো গুরুত্বপূর্ণ খাতে সালাউদ্দীন আলীর পথচলা ভবিষ্যতেও নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করেন তারা।

গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি এ বছর বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার, কুয়েতসহ মোট ১৫ জনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

এই সময় উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাইত্রিপালা সিরিশেনা, শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার চামিনদা ভাসসহ আরও অনেকে।

15/10/2025

বহু কাংখিত চাকসু নির্বাচন এখন পর্যন্ত সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
ড. ইউনুস ভবন সমাজ বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ছাত্রী ভোটারেরা লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছে।

15/10/2025

বহু কাংখিত চাকসু নির্বাচন এখন পর্যন্ত সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশে চলছে।
ড. ইউনুস ভবন সমাজ বিজ্ঞান অনুষদ কেন্দ্রে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার তাঁর টিম নিয়ে বুথগুলো পরিদর্শন করেন।

হাটহাজারীর চৌধুরীহাট বাজারে চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশ ছু/রি/কা/ঘাতে.... নি/হত/ -১, গুরুতর আ/হ/ত ১
14/10/2025

হাটহাজারীর চৌধুরীহাট বাজারে চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশ ছু/রি/কা/ঘাতে.... নি/হত/ -১, গুরুতর আ/হ/ত ১

14/10/2025

হাটহাজারীর চৌধুরীহাট বাজারে চিকনদন্ডী ইউনিয়ন ছাত্রদল সভাপতি অপি দাশ ছু/রি/কা/ঘাতে.... নি/হত/ -১,
গুরুতর আ/হ/ত ১

গুরুত্বপূর্ণ পোস্ট
14/10/2025

গুরুত্বপূর্ণ পোস্ট

জমি কিনছেন? জমির কাগজপত্র ঠিক আছে তো? ভুল একটা, ক্ষতি লাখ টাকার!

⭐ জমি কিনছেন বা বিক্রি করছেন?
তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো —
সঠিক প্রক্রিয়ায় কাগজপত্র পর্যালোচনা, সঠিক সার্ভের মাধ্যমে সীমানা নির্ধারন, যথাযথ নিয়ম ও আইন অনুযায়ী দলিল লিখন আর নিখুঁতভাবে দলিল রেজিস্ট্রি।

আমরা হাটহাজারী ডিজিটাল সার্ভে এন্ড রেজিস্ট্রি সেন্টার আপনার জমির সকল কাগজপত্র পর্যালোচনা, সঠিকতা যাচাই সহ পুরো প্রক্রিয়াটি করি আধুনিক প্রযুক্তির মাধ্যমে।

জমি ক্রয় ও দলিল রেজিস্ট্রি সংক্রান্তে আমাদের সেবাসমূহ:
✅ আর এস মালিক থেকে বর্তমান মালিক পর্যন্ত সকল খতিয়ান ও দলিল সমূহ সঠিকভাবে কাগজপত্র পর্যালোচনা ও স্বত্ব নির্ধারণ।
✅ জমির সীমানা নির্ধারণ ও ম্যানুয়াল বা ডিজিটাল সার্ভে।
✅ সঠিক নিয়মে দলিল ড্রাফটিং।
✅ স্বল্প খরচে দলিল রেজিস্ট্রি।
✅ অনলাইনে নামজারী আবেদনে সহযোগিতা।

আমরা বিশ্বাস করি —
নিরাপদ উপায়ে জমি লেনদেনই শান্তি ও সম্পদের ভিত্তি।

✌✌ আপনার জমি নিয়ে কোনো প্রশ্ন আছে?
👍 ইনবক্স করুন, ফোন করুন বা সরাসরি আমাদের অফিসে চলে আসুন আসুন।
আপনার কাজ হবে নির্ভুল, সময়মতো, ও ঝামেলামুক্ত — এটাই আমাদের প্রতিশ্রুতি।

📞 যোগাযোগ: 01815644562
📍 ঠিকানা: কাচারী রোড, হাটহাজারী, চট্টগ্রাম
🌐 পেজে লাইক দিন, শেয়ার করুন — জানুন জমি সম্পর্কে সত্য তথ্য প্রতিদিন।

👉 নিয়মিত জমি ও দলিল সম্পর্কিত তথ্য পেতে আমাদের পেজ Follow করুন।
👉 এই পোস্টটি শেয়ার করুন, যদি নিরাপদ জমি লেনদেন চান।

Address

Chittagong

Telephone

01815644562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hathazari Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share