Syed Latif

Syed Latif Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Syed Latif, Digital creator, Chittagong.

★মজলুম★------------------এস এম এম সেলিম উল্লাহওরে মজলুম মেদিনি বাসি করিসনেরে ভয়লড়ে যা, হবেই সুযোগ আসিবে আবার জয় ।যুগে...
19/02/2025

★মজলুম★
------------------এস এম এম সেলিম উল্লাহ
ওরে মজলুম মেদিনি বাসি করিসনেরে ভয়
লড়ে যা, হবেই সুযোগ আসিবে আবার জয় ।

যুগে যুগে কত হয়েছে তান্ডব মানবতাবিরোধী
মহারাজ নামে কারুন, ফেরাউন, সাদ্দাদ, নমরুদী
কেউ বেঁচে নেই সকলের ই হয়েছে ক্ষয়!

সারা বিশ্বে খেলিছে মানুষ একি রক্ত হুলিয়া
এহেন কার্য করিছে কারা ধর্ম হুংকার তুলিয়া?
এই সংকটে মানবদরদী কোথায় পালিয়ে রয়!

নিষ্পেষিতদের ক্রোধাগ্নি আজি কেমনে নির্বাপিবে?
রক্তপিপাসু হতে মানবতাকে কেবা যে উদ্ধারিবে?
দুর্বল যারা এক হও সবে ছাড়িয়ে ধর্মালয়!

ধর্মালয়ে এই ধর্ম বন্ধি ছিলনাকো কস্মিনে
ধার্মিকরা ইহা বানিয়েছিল ধর্মের প্রয়োজনে।
ধর্ম মূলত মনেই থাকে ধর্ম মননময়।

একজন হতে সৃষ্টি সবার মূলেই বাবা আদম
খোদার কাছে বিশ্বাসীর দ্বীল কাবা হতেও উত্তম!
বোখারী খোলো দেখো খলিফা ওমর কয়।

ওহে মজলুম পিছে দেখ আসিতেছে সেই বীর
হৃদয়ের কান পাতিয়া শোনো পদধ্বনি মাহাদীর।
যার সেনাপতি হবেন ঈসা ঘটাবেন মহাপ্রলয়।

সেই দিন আর দূরে নয় জালীম একটু সবুর কর্
তোদের সময় শেষ হতেছে বাঁচিবার পথ ধর্।
বাঁচিবার পথ পাবিনা খুজে মরবি যে নিশ্চয়!

জালীম,মানবতার ওই রক্ত মাংস হাড্ডি খেলি চুষে
তবে জেনেরাখ্ সময় পাবিনে ঢেকুর মারিতে বসে।
মানবতা দিয়ে জগৎ শুরু তাতেই হবে ভব লয়।
২৯/০২/২০২০ ইংরেজি

17/02/2025

বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র ১১৯তম মহান ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘মাইজভাণ্ডারী একাডেমি’ আয়োজিত ‘বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণের পূর্বশর্ত এবং তা পূরণে উলামায়ে কেরামের ভূমিকা’ শীর্ষক ১১তম উলামা সংলাপ-২০২৫ এ শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের মাননীয় ম্যানেজিং ট্রাস্টি আওলাদে রাসুল (দ.), রাহবারে আলম হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)-র সমাপনী বক্তব্য।



17/02/2025

আলহামদুলিল্লাহ আর মাত্র ১৩ দিন।

স্বাগত হে মহান রমজান। ❤️🤲🤲🤲

ফটিকছড়ি থানা অন্তর্গত ১০ নং সুন্দর পুর ছোটছিলোনীয়া শাহ্ আ'লা হযরত তৈয়্যবিয়া গাজী শেরে বাংলা সুন্নিয়া মাদরাসা ও এলাকাবাসী...
20/10/2024

ফটিকছড়ি থানা অন্তর্গত ১০ নং সুন্দর পুর ছোটছিলোনীয়া শাহ্ আ'লা হযরত তৈয়্যবিয়া গাজী শেরে বাংলা সুন্নিয়া মাদরাসা ও এলাকাবাসীর উদ্যোগে ১৯ অক্টোবর ২০২৪ রোজ শনিবার বাদে মাগরিব পবিত্র ঈদে মিলাদুনবী (সা) উপলক্ষে ২৫ তম মহা সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন হযরত
মাওলানা হামিদুল্লাহ আল কাদেরী।
প্রতিষ্টাতাঃ শাহ্ আ'লা হযরত তৈয়্যবিয়া গাজী শেরে বাংলা সুন্নিয়া মাদরাসা।
প্রধান বক্তাঃ হযরত আলহাজ্ব মাওলানা সরোয়ার কামাল আল কাদেরী
অধ্যক্ষ: গোমদন্ডী ইসলামিয়া সিনিয়র মাদরাসা।
বিশেষ বক্তাঃ হযরত মাওলানা আলমগীর হোসেন আল কাদেরি।
খতীবঃ হাজী আব্দুর রাজ্জাক জামেয়া মজিদ, ছোটছিলোনীয়া।
এবং এলাকার বাসি সকলে উপস্থিত নাত রাসুল,মিলাদ, কিয়ামে মাধ্যমে মাহাফিল সমাপ্ত হয়।

I would not understand what kawali is without listening to you! Lakh crores of greetings and respect Happy birthday lege...
14/10/2024

I would not understand what kawali is without listening to you!
Lakh crores of greetings and respect
Happy birthday legend Nusrat Fateh Ali Khan 🎂❤️❤️❤️
Qawwali fans will never forget you forever in the hearts of lovers.

৫০,০০০/= টাকা গৃহ নির্মাণের জন্যে আর্থিক সহায়তা পেলেন,,,,,,,," শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট"...
09/10/2024

৫০,০০০/= টাকা গৃহ নির্মাণের জন্যে আর্থিক সহায়তা পেলেন,,,,,,,,

" শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট" হ‌ইতে,,,,,,,,,

"মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় পর্ষদ এর নিয়ন্ত্রণাধীন শাখা কমিটি -- দক্ষিন বেজুড়া শাখা কমিটির -- মোঃ ইয়াসিন মিয়া (মুন্জু) ।

মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ৮ দিনব্যাপি কর্মসূচির চতুর্থ দিবস:৭ অক্টোবর ২০২৪ সোমবার:“মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজ...
08/10/2024

মহান ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে ৮ দিনব্যাপি কর্মসূচির চতুর্থ দিবস:
৭ অক্টোবর ২০২৪ সোমবার:

“মাইজভাণ্ডার শরিফ গাউসিয়া হক মনজিলের উদ্যোগে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের আওলাদদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত”
গত ০৭ অক্টোবর মাইজভাণ্ডারীয়া ত্বরিকার প্রবর্তক গাউসুল আযম মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর প্রপৌত্র ও ত্বরিকার উজ্জ্বল নক্ষত্র বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-এর ৩৬তম ২৬ আশ্বিন উরস শরিফ উপলক্ষে মাইজভাণ্ডার শরিফ, দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারীর ‘‘গাউসিয়া হক মনজিল” প্রতিষ্ঠিত শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে ৮ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ দিবসে মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের পবিত্র আওলাদদের সাথে মতবিনিময় সভা মাইজভাণ্ডার শরিফস্থ গাউসিয়া হক মনজিল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওলাদে রাসূল (দ.) আওলাদে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন এবং ‘এস জেড এইচ এম ট্রাস্ট’ এর মাননীয় ম্যানেজিং ট্রাস্টি রাহবারে আলম হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.) প্রকাশ মওলা হুজুর বাবাজান কেবলা কাবা। সভায় মাইজভাণ্ডারীয়া ত্বরিকার মহান খলিফাগণের পবিত্র আওলাদগণ উপস্থিত ছিলেন।
ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, নাতে রাসূল (দ.) ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করা হয়।
সভায় মহান খলিফার আওলাদদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মামুনুর রশিদ আমিরী, সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী, শেখ আবু মোহাম্মদ সাইফুল্লাহ্ ফারুকী, শেখ আবু মোহাম্মদ সানাউল্লাহ্ ফারুকী, সৈয়দ ফরিদুদ্দিন আহমদ, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, সৈয়দ ফখরুল ইসলাম রিজভী, সৈয়দ কুতুব উদ্দিন রাসেল, শাহজাদা সৈয়দ মুনাওয়ার মিছবাহ আমিরী, সৈয়দ মোহাম্মদ আরিফুজ্জামান আমিরী, সৈয়দ মোকাররম আমিরী, সৈয়দ খায়রুল মোস্তফা আমিরী, সৈয়দ সিরাজুল মোস্তফা আমিরী, সৈয়দ কুতুব উদ্দিন আমিরী, সৈয়দ আশরাফুজ্জামান আমিরী, সৈয়দ মহিউদ্দিন আমিরী, সৈয়দ দায়েম উল্লাহ্ আমিরী, সৈয়দ নাইমুল মোস্তফা আমিরী, আবুল ফজল মুহাম্মদ ছাইফুল্লাহ্ সুলতানপুরী, সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ্ সুলতানপুরী (সম্পদ), মুহাম্মদ গিয়াস উদ্দিন মাইজভাণ্ডারী, সৈয়দ ফয়জুল আমিন, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা মোঃ নিজামউদ্দিন মাইজভাণ্ডারী, মাওলানা সৈয়দ আবদুল্লাহ্ আল নোমান, মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন শাহ, আবদুল আজিম শাহ, মাওলানা ইব্রাহিম কাশেম, মাস্টার ইকবাল হোসেন, শাহজাদা সৈয়দ সফিউল গণি চৌধুরী, সৈয়দ মোহাম্মদ শাহীন, আমিনুল ইসলাম বাপ্পি, মোহাম্মদ আয়ুব আলী, সৈয়দ মুনিরুল ইসলাম ডালিম, সৈয়দ সাকলাইন মাহমুদ, সৈয়দ ফরিদুল আলম মছিউল্লাহ, সৈয়দ মোকাম্মেল হক শাহ, সৈয়দ জামাল উদ্দিন, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান ফরহাদাবাদী, সৈয়দ মুহাম্মদ ফয়সাল আবেদীন, মোহাম্মদ আরফাতুর রহমান চৌধুরী, ওয়াহিদুল আলম চৌধুরী, শাহজাদা সৈয়দ আবদে মোস্তফা তারেক, সৈয়দ এমদাদুল হক, মোহাম্মদ সোহেল চৌধুরী শাহ, মোহাম্মদ নুরুল কবির মাসুদ, সৈয়দ মোহাম্মদ শাহাদাৎ হুছাইন, সৈয়দ মোহাম্মদ শফিউল বশর, সৈয়দ মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আবু তাহের, এম. আনোয়ার পারভেজ সিকদার, শেখ মোঃ নেছার উদ্দিন সিদ্দিকী, মোহাম্মদ মুনিরুল হাসান, সৈয়দ মুহাম্মদ ইরফানুল হক, সৈয়দ আশেকুর রহমান, এ কে এম হাফিজুল ইসলাম, জনাব নুরুল আলম, মোহাম্মদ আকবর হোসেন শাহ, এস এম রফিকুল ইসলাম আশরাফী, সৈয়দ মো. নুরুল হুদা, মোহাম্মদ হারুন-উর-রশিদ, সৈয়দ আলী শাহ, এ কে এম কায়সার আহমেদ চৌধুরী, ছৈয়দ আহামদ ছফা গরিবী, শাহজাদা এম এ হালিম চৌধুরী, মোহাম্মদ গোলাম মওলা চৌধুরী, সৈয়দ আবুল হাশেম শাহ্, সৈয়দ মোহাম্মদ ইসহাক, সৈয়দ মোঃ নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ শায়েস্তা খান আজহারী, শাহজাদা সৈয়দ এমরানুল হক, সৈয়দ ফয়জুল হক ফরহাদাবাদী, শাহজাদা নিজামুল করিম ইয়াকুবী, শাহজাদা রেজাউল করিম ইয়াকুবী, সৈয়দ সায়েম হোসাইন আল-মাইজভাণ্ডারী, মোহাম্মদ বেলাল পারভেজ মাইজভাণ্ডারী, কাজী মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ অন্যান্য আওলাদগণ।
ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মহোদয় উপস্থিত আওলাদগণের সাথে মতবিনিময়কালে তাসাওউফ চর্চা তথা মাইজভাণ্ডারীয়া ত্বরিকার আদর্শের প্রচার-প্রসার আরো বেগবান করার ব্যাপারে গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে মিলাদ, কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা শায়েস্তা খান আযহারী।
copy: SZHM Trust page

পাপে তাপে মগ্ন আমি জানি জানি তবু।পাপের চেয়ে তোমার ক্ষমা অনেক অধিক প্রভু॥শিশু যেমন সারা বেলায় ধূলা মাখেখেলার শেষে সন্ধ্যা...
08/10/2024

পাপে তাপে মগ্ন আমি জানি জানি তবু।
পাপের চেয়ে তোমার ক্ষমা অনেক অধিক প্রভু॥
শিশু যেমন সারা বেলায় ধূলা মাখে
খেলার শেষে সন্ধ্যাবেলায় মাকে ডাকে,
(ওগো) ধূলায় মলিন সে ছেলেরে মা কি ত্যাজে কভু॥
তোমার ক্ষমা যে দেখেছে হে মোর প্রেমময়,
অশেষ পাপে পাপী হলেও করে না সে ভয়।
মুছবে তুমি তুমিই যদি মাখাও ধূলি
কাঁদাও যদি তুমি নেবে কোলে তুলি,
আমি তাই করি যা করাও তুমি হে লীলাময় প্রভু॥

- কাজী নজরুল ইসলাম (রহ.)।

06/10/2024

উদালিয়াতে মাইজভাণ্ডারী দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উৎযাপন।

উদালিয়া দারউল আফখার মাইজভাণ্ডারী দায়রা শরিফে ২৯শে রবিউল আউয়াল বৃহস্পতিবার ৩ অক্টোবর ২৪ইং পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উৎযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.),র রওজা শরীফের সাবেক খাদেম,মাইজভাণ্ডারী লেখক ও গবেষক গীতিকার এস এম এম সেলিম উল্লাহ সাহেব। মাহফিলে সম্মানিত প্রধান আলোচক ছিলেন মাওলানা কাজী মোহাম্মদ ফরিদুল আলম, উপস্থিত ছিলেন মাওলানা ওসমান গনি, মাওলানা আব্দুর রহিম, মাওলানা মোহাম্মদ জাহেদ সন্দীপী। উপস্থিত ছিলেন ডাঃ বরুণ কুমার আচায্য বলাই, রুবেল শীল, অপু ধর,সফন চৌধুরী, মোহাম্মদ রফিক, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ আনোয়ার , মোহাম্মদ ইউনুস,সৈয়দ রাব্বী , মোহাম্মদ সাবু,মোহাম্মদ আজাদ,মোহাম্মদ তামজিদ, মোহাম্মদ আকাশসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

বহুমুখী চেতনা বিলোপ ও প্রবৃত্তি তাড়িত সুরের ইন্দ্রজাল ছিন্ন করে সংগীত প্রেমী মানুষকে আধ্যাত্মিক ও নৈতিকতার পথে ধাবিত করত...
23/09/2024

বহুমুখী চেতনা বিলোপ ও প্রবৃত্তি তাড়িত সুরের ইন্দ্রজাল ছিন্ন করে সংগীত প্রেমী মানুষকে আধ্যাত্মিক ও নৈতিকতার পথে ধাবিত করতে "মাইজভান্ডারী সংগীত" যুগের পরিবর্তিত শুদ্ধতম রুপ।

(ছৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী)

23/09/2024
21/09/2024

I gained 9 followers, created 2 posts and received 4 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Syed Latif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share