Safia Jannat

Safia Jannat আমি নারী আমাকে জানতে এসো না ফেতনায় পড়ে যাবে। আমি একজনের জন্য রহমত এবং তার জন্যই নির্ধারিত বাকি সবার জন্য গুনাহগারবান্ধী ��

21/10/2024

"বিসমিল্লাহ" বলার বরকত. উচ্চারনঃ- "বিসমিল্লাহ" বলার বরকত।
আরবিঃ- লেখাঃ- শাহাব উদ্দিন তুহিম

এক গ্রামে ছিলো একজন ধার্মিক মানুষ, যার নাম ছিলো রাশেদ। রাশেদ নামাজে সময়মতো হাজির হতো, সব সময় আল্লাহর নাম স্মরণ করতো এবং ছোটবড় সব কাজের শুরুতেই “বিসমিল্লাহ” বলার অভ্যাস গড়ে তুলেছিলো।

রাশেদের জীবনে একটি ঘটনা ঘটেছিলো যা তার “বিসমিল্লাহ” বলার অভ্যাসকে আরও শক্তিশালী করেছিলো। একদিন, রাশেদ তার ছোট ব্যবসা নিয়ে খুবই ব্যস্ত ছিলো। তার একটি দোকান ছিলো, যেখানে সে বিভিন্ন ধরনের মুদি পণ্য বিক্রি করতো। সেই দিন, রাশেদ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলো এবং দোকানের পণ্যগুলো সাজানোর সময় সে হঠাৎ করে একটি বড় অর্ডার পেয়ে যায়।

রাশেদ তখন নিজের হাতে পণ্যগুলো গুছিয়ে দিচ্ছিলো। খুব দ্রুত কাজ করার চাপে সে “বিসমিল্লাহ” বলা ভুলে যায়। পণ্যের কার্টনগুলো এক এক করে গুছিয়ে রাখার সময় হঠাৎ করেই একটি কার্টন হাত থেকে পড়ে যায় এবং ভেঙ্গে যায়। কার্টনের মধ্যে ছিলো দামি পণ্য, যা ক্ষতির সম্মুখীন হয়। রাশেদ তখন মনে করে তার কীভাবে এমনটা হলো। সে খুবই সতর্ক মানুষ ছিলো, তাই এমন দুর্ঘটনা ঘটার কথা নয়।

কিছুক্ষণ পর রাশেদের মনে পড়লো, সে কোনো কাজ শুরুর আগে সবসময় “বিসমিল্লাহ” বলে, কিন্তু আজ তাড়াহুড়োর মধ্যে তা বলতে ভুলে গেছে। এই ঘটনার পর থেকে রাশেদ খুবই মনমরা হয়ে পড়ে। সে বুঝতে পারে যে, আল্লাহর নাম নিয়ে কাজ না শুরু করলে তার মধ্যে বরকত থাকে না। আর সেই কারণে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে, যেগুলো রাশেদ কখনো ভাবতে পারেনি।

রাশেদ তখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং অঙ্গীকার করে যে, জীবনের যেকোনো কাজ শুরুর আগে সে অবশ্যই “বিসমিল্লাহ” বলবে।

পরের দিন, রাশেদ যখন দোকানে গেলো, সে আরও সতর্ক থাকে। সব কাজের শুরুতেই সে “বিসমিল্লাহ” বলে। এবার সে দেখলো, তার কাজগুলো আরও সুসংগতভাবে হচ্ছে, এবং কোনো ঝামেলা ছাড়াই সবকিছু সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।

এরপর, গ্রামের মানুষজন রাশেদের কাছে এসে জানতে চায়, কীভাবে সে সব সময় এত সফল এবং বরকতময় কাজ করতে পারে। রাশেদ তাদের জানায় যে, সে কোনো কাজই “বিসমিল্লাহ” না বলে শুরু করে না। এভাবেই সে সব সময় আল্লাহর উপর নির্ভর করে এবং সব কাজে তার সাহায্য চায়। গ্রামের মানুষজনও রাশেদের উপদেশ মানতে শুরু করে এবং তাদের জীবনেও পরিবর্তন আসতে শুরু করে।

ফজিলত ও আমলঃ- রাশেদের গল্প আমাদের শিখিয়ে দেয় যে, “বিসমিল্লাহ” বলা শুধু একটি সাধারণ বাক্য নয়, বরং এটি আল্লাহর সাহায্য ও আশীর্বাদ প্রার্থনার একটি পবিত্র মাধ্যম। কোনো কাজ শুরুর আগে যদি আমরা আল্লাহর নাম নিয়ে কাজ করি, তবে সেই কাজের মধ্যে বরকত থাকে এবং আল্লাহ আমাদের সেই কাজে সাফল্য প্রদান করেন। অন্যদিকে, যদি আমরা আল্লাহর নাম ভুলে যাই বা তার উপর নির্ভর না করি, তবে ছোটখাটো বিপদ বা ক্ষতির সম্মুখীন হওয়া সম্ভব।

নামের ব্যাখ্যাঃ- এই গল্পটি আমাদের প্রতিদিনের জীবনে আল্লাহর নামের গুরুত্ব এবং তা স্মরণ করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করে। “বিসমিল্লাহ” বলা যেন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায়, যাতে আমরা সব সময় আল্লাহর রহমত ও সহায়তা পেতে পারি।

প্রিয় নবী ﷺ বলেছেন, "ভালো কোনো কিছু খাওয়া বা পান করার সময়, কোনো কিছু লেখা বা পড়ার সময়, কোনো কিছু আরম্ভ করার পূর্বে ‘বিসমিল্লাহ’ বলা উচিত।" [সহিহ বুখারি - ৫৩৭৬]

Address

Chunati
Chittagong

Telephone

+8801894331778

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safia Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Safia Jannat:

Share