Jannatul ferdous nela

Jannatul ferdous nela Chittagong. অতীতের জন্য আসতাগফেরুল্লা।বর্তমান জন্য আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে জন্য ইনশাআল্লাহ।

17/08/2025

"বদ নজর সত্য"
আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন
তাহলে আপনাকে বদনজর অবশ্যই বিশ্বাস করতে হবে।

আমার ক্ষেত্রে, কোথাও বেড়াতে গেলে আমার উপর বদ নজর পড়ে। তখন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই।

কিন্তু সেই অসুস্থতা বাহির থেকে বোঝা যায় না!

আমি নিজেই বুঝতে পারি আমার অস্বস্তি লাগে, হুট করে মন খারাপ হয়ে যায় কোন কারণ ছাড়াই।নয়তো জ্বর উঠে, কোন না কোন খারাপ কিছু আমার সাথে ঘটতে থাকে।

তখন আমি বদনজর কাটানোর জন্য যা যা করে থাকি :
১/প্রথমে অজু করি।
২/এক বালতি পানি নেই।
৩/সেই বালটির মধ্যে ডান হাত দিয়ে রাখি।
৪/দুরুদ শরীফ সাতবার।
৫/সূরা ফাতেহা সাতবার।
৬/সূরা ইখলাস সাত বার।
৭/সূরা আয়াতুল কুরসি সাত বার।
৮/সূরা কাফিরুন সাত বার।
৯/সূরা নাস সাত বার।
১০/সূরা ফালাক সাত বার।
আবার,
১১/দরুদ শরীফ সাত বার।
এইসব সূরা পড়ে সেই বালটি পানি দিয়ে গোসল করে ফেলি।ফলে আমি স্বস্তি আরামদায়ক অনুভব করি।

17/08/2025
12/08/2025

ব্যস্ততার অর্থ বুঝি এখন আমি থাকা আর না থাকা একই সমান তার কাছে।কখনো যতই আপন মানুষ হোক না কেন আবদার করবেন না,বিনিময়ে কষ্ট ছাড়া কিছু পাবেননা কিছু মানুষের কাছ থেকে

12/08/2025
গতকাল রাতে চাঁদ
11/08/2025

গতকাল রাতে চাঁদ

10/08/2025

নিজের মতো করে ফুচকা বানিয়ে খাবার মজাই আলাদা

Address

Boalkhali
Chittagong
4364

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannatul ferdous nela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share