17/08/2025
                                            "বদ নজর সত্য" 
আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন
 তাহলে আপনাকে বদনজর অবশ্যই বিশ্বাস করতে হবে।
আমার ক্ষেত্রে,  কোথাও বেড়াতে গেলে আমার উপর বদ নজর পড়ে। তখন আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই।
 
কিন্তু সেই অসুস্থতা বাহির থেকে বোঝা যায় না!
 আমি নিজেই বুঝতে পারি আমার অস্বস্তি লাগে, হুট করে মন খারাপ হয়ে যায় কোন কারণ ছাড়াই।নয়তো জ্বর উঠে, কোন না কোন খারাপ কিছু আমার সাথে ঘটতে থাকে।
তখন আমি বদনজর কাটানোর জন্য যা যা করে থাকি :
১/প্রথমে অজু করি।
 ২/এক বালতি পানি নেই।
৩/সেই বালটির মধ্যে ডান হাত দিয়ে রাখি। 
৪/দুরুদ শরীফ সাতবার। 
৫/সূরা ফাতেহা সাতবার।
৬/সূরা ইখলাস সাত বার। 
৭/সূরা আয়াতুল কুরসি সাত বার।
৮/সূরা কাফিরুন সাত বার।
৯/সূরা নাস সাত বার।
১০/সূরা ফালাক সাত বার।
আবার,
১১/দরুদ শরীফ সাত বার।
এইসব সূরা পড়ে সেই বালটি পানি দিয়ে গোসল করে ফেলি।ফলে আমি স্বস্তি আরামদায়ক অনুভব করি।