
10/11/2023
আজ ১০ শে নভেম্বর জুম্মো জাতির অগ্রদূত, জুম্মো জাতির রাজনীতির পথ প্রদর্শক মানবেন্দ্র নারায়ণ লারমা,র প্রয়াণ দিবস। 💪💖
হে বীর তোমায় লাল স্যালুট জানাচ্ছি এবং বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।
আজ পাহাড়ের অবিসংবাদিত নেতা, সাবেক গণ পরিষদ সদস্য, জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত, জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৩৭ তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস। ১৯৮৩ সালের ১০ নভেম্বর বিভেদপন্থীদের গুলিতে নির্মমভাবে ৮ সহযোদ্ধাসহ খুন হন মহান নেতা এমএন লারমা। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে।