Aymin's Digital Marketing Academy

Aymin's Digital Marketing Academy I am a digital marketer and my aim is to empower business and entrepreneur with the wisdom and skill

👉গুগল মার্কেটিং হলো এমন কাজগুলির সমষ্টি যা গুগল ও তার সেবাগুলি ব্যবহার করে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের পণ্য বা পরিষ...
17/11/2023

👉গুগল মার্কেটিং হলো এমন কাজগুলির সমষ্টি যা গুগল ও তার সেবাগুলি ব্যবহার করে কোনও প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের পণ্য বা পরিষেবা প্রচার করতে বা অনলাইনে দর্শকদের আকর্ষণ করতে বা ওয়েবসাইটের ট্রাফিক বা ব্যক্তিগত পরিচিতি বা বিক্রি বা অন্যান্য উদ্দীপনার জন্য ব্যবহার করে। এটি অধিকাংশই অনলাইন মার্কেটিং এর একটি অংশ হিসেবে বিবেচনা হয় কারণ এটি প্রধানভাবে ইন্টারনেটের সাথে সংযোগিত।

's Digital Marketing Academy

👉👉LinkedIn Marketing LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশ...
08/11/2023

👉👉LinkedIn Marketing
LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত। ২০০ দেশের প্রায় ৪১.৪ কোটি ব্যবহারকারী LinkedIn কে প্রফেশনাল লোকজনের networking এর জন্য বিশ্বের সব চাইতে জনপ্রিয় মাধ্যমে পরিনত করেছে।
's Digital Marketing Academy

👀সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে ...
06/11/2023

👀সোশ্যাল মিডিয়া মার্কেটিং হলো এমন একটি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে প্রোডাক্ট, সেবা, বা ব্র্যান্ড প্রচার, বিপণন, এবং উপভোগ বা সম্পর্ক তৈরি করতে ব্যবহৃত হয়। এটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেমন Facebook, Twitter, Instagram, LinkedIn, YouTube, Pinterest, TikTok, ইত্যাদি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে সামাজিক যোগাযোগ, সংবাদ, এবং নেটওয়ার্কিং মাধ্যমে লক্ষ্য কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করতে ব্যবহার করে।

# Aymin's Digital Marketing Academy

19/10/2023

👀Create Facebook Awareness Ads Campaign..
⭐️অনলাইন বিজনেস বর্তমান কালের সবচেয়ে বেশি আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি। সাধারণত ইন্টারনেটের মাধ্যমে বিজনেস করাকে অনলাইন বিজনেস বলে। অনলাইনে বিজনেস করার যতগুলো প্লাটফর্ম এখন পর্যন্ত রয়েছে তাদের মধ্যে Facebook বেশি জনপ্রিয় ও ব‍্যবহৃত একটি Platform ।

Facebook অনলাইন বিজনেস করা অপেক্ষাকৃত সহজ ও খরচ কম বিধায় ফেসবুকে এখন অসংখ্য মানুষ বিভিন্ন প্রকার বিজনেস পরিচালনা করে যাচ্ছে। ছোট বড় সকল প্রকার বিজনেস এখন ফেসবুকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এসব business সফলতা আনতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফেসবুক এড (Facebook Ad)

তাই যারা ইতিমধ্যে ফেসবুকে business করেন বা ভবিষ্যতে করবেন বলে ভাবছেন তাদের জন্য ফেসবুক এড সম্পর্কে জানা জরুরি। তাই আজকের মূল বিষয় হচ্ছে ফেসবুক এড কী এবং কীভাবে ফেসবুক এড সেট করতে হয় -What is a Facebook Ad and how to set up a Facebook Ad?

👉Online Theke Kivabe Taka Income Korbo এমন প্রশ্ন এখন অনেক বাংলাদেশীর মনে। বিশেষ করে ছাত্র ছাত্রীরা অনলাইন থেকে টাকা ইনক...
17/10/2023

👉Online Theke Kivabe Taka Income Korbo এমন প্রশ্ন এখন অনেক বাংলাদেশীর মনে। বিশেষ করে ছাত্র ছাত্রীরা অনলাইন থেকে টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজে নিজেদের ব্যতিব্যস্ত করে তুলেছেন। আমাদের বাংলাদেশের লোকেরা কেন পারবেনা, যদি উন্নতবিশ্বের লোকেরা অনলাইন থেকে ভালো পরিমাণ অর্থ উপার্জন করে নিজেদের লাইফস্টাইলে পরিবর্তন আনতে পারে।

🙂তবে বাংলাদেশের লোকেরা অনলাইনে টাকা আয় করার জন্য ভিন্ন পথে ও ভুল পদ্ধতি গুলি অবলম্বন করার কারণে নিজেদের সঠিক জায়গা খুঁজে পান না এবং সঠিক গন্তব্যে নিয়ে যেতে পারে না।

👀মূলত অনলাইন থেকে টাকা আয় করার সহজ উপায় বলে কোন কথা নেই।
যেকোনো (kivabe Taka Income Korbo) কাজ করতে হলে আপনাকে ওই কাজ সম্পর্কে কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং তারপরই আপনি ঐ কাজের বিষয়ে সেবা প্রদানের মাধ্যমে টাকা আয় করতে পারবেন অনলাইনে।

1️⃣মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে আয়:
ঘরে বসে আয় করার জন্য প্রথমেই আপনাকে ঘরে বসে কোন ধরনের সার্ভিস প্রদান করা যায় তা জানতে হবে। তার পরে আপনাকে জানতে হবে কোথায় আপনি সার্ভিস প্রদান করে আয় করতে পারবেন। ঘরে বসে আয় করার অন্যতম প্রধান উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং। যা অনলাইন মার্কেটপ্লেস এর মাধ্যমে হয়ে থাকে।

বর্তমানে আপওয়ার্ক, ফাইভার, ফ্রিল্যান্সার ডট কম, পিপল পার আওয়ার ইত্যাদি মার্কেটপ্লেসে কাজের ব্যবস্থা রয়েছে। এইসব মার্কেট প্লেসে আপনি ঘণ্টা হিসেবে অথবা গিগ সাার্ভিস প্রদানের মাধ্যমে আপনার কাজের দাম নির্ধারণ করতে পারেন। যে কোন প্রজেক্ট অথবা গিগ এ বর্ণিত সার্ভিস প্রদানের পর বায়ার যদি কাজের অনুমোদন দেয় তবেই আপনি আয় নিশ্চিত করতে পারবেন। ফ্রিল্যান্সিং এর পুরো সার্ভিস আপনি ঘরে বসে দিতে পারবেন। বিভিন্ন অনলাইন পেমেন্ট ও ব্যাংক এর মাধ্যমে আপনার আয় আনতে পারবেন।

2️⃣ঘরে বসে গুগল অ্যাডসেন্স থেকে আয়:
ঘরে বসে আয় করার নিশ্চিত উপায় এর একটি হলো গুগল অ্যাডসেন্স থেকে আয়। আপনার ওয়েবসাইট অথবা ব্লগ এ নির্ধারিত স্থানে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করা যায়। গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ বিজ্ঞাপন দেখানো হবে। ব্যবহারকারীরা বিজ্ঞাপনে ক্লিক করলে আপনি গুগল থেকে টাকা পাবেন। অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয়ের সবচেয়ে নিরাপদ ও সহজ হলো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে টাকা আয়। আপনি পৃথিবীর যে কোন স্থানে থাকেন না কেন নিয়মিত আপনার সাইটে ভিজিটর বাড়ানোর মাধ্যমে আপনার আয় বৃদ্ধি করতে পারেন।

3️⃣ঘরে বসে ইউটিউব থেকে আয়:
বর্তমান সময়ে ঘরে বসে আয় করার সেরা মাধ্যম হলো ইউটিউব। আপনি ইউটিউব এ চ্যানেল খোলার পর ভিডিও তৈরি করে আপলোড দিতে হবে। আপনার ভিডিও যত বেশি ভিউ হবে তত আপনার চ্যানেলের ভিউ আওয়ার বাড়বে। পাশাপাশি আপনার চ্যানেলের নির্দিষ্ট সংখ্যক সাবস্ক্রাইবার প্রয়োজন। আপনার ভিডিও বেশি সংখক লোক দেখার জন্য মানসম্পন্ন ও সৃজনশীল উপায়ে ভিডিও তৈরি করতে হবে। তাই আগে থেকে আপনার ভিডিও’র টপিক নির্ধারণ করে নিতে হবে। সে অনুযায়ী ভিডিও তৈরি করতে হবে। আপনার ভিডিও’র ভিউয়ার ও বিজ্ঞাপন থেকে আপনি আয় করতে পারেন। খুব সহজে আপনি ইউটিউব এর মাধ্যমে ঘরে বসে আয় করতে পারেন।

4️⃣সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে ঘরে বসে আয়:
বর্তমানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে আয়ের নানা উপায় রয়েছে। ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আয় করা যাচ্ছে। আর সোশ্যাল মিডিয়া মার্কের্টিং এর কাজ ঘরে বসে করা যায়। আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে নানাভাবে মার্কেটিং করা যায়। আপনার পেজ এর যদি ফলোয়ার বেশি হয় যে কোন কোম্পানির পণ্যের প্রচারণার মাধ্যমে টাকা আয় করতে পারেন। পাশাপাশি আপনার পেজ বিক্রির মাধ্যমে টাকা আয় করতে পারে। ঘরে বসেই আপনি সোশ্যাল মিডিয়ার ম্যাধ্যমে আয় করতে পারেন। বাংলাদেশে এই মুহূর্তে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর সবচেয়ে অন্যতম মাধ্যম হল ফেসবুক। আপনি যদি চান শুধু মাত্র ফেসবুক মার্কেটিং শিখেই ঘরে বসে অনলাইনে ইনকাম শুরু করে দিতে পারেন।

5️⃣ওয়েবসাইট এর মাধ্যমে আয় করুন ঘরে বসে:
আপনি নিজের ওয়েবসাইট এর মাধ্যমে ঘরে বসে আয় করতে পারেন। প্রথমে আপনি নিজস্ব একটি ওয়েবসাইট তৈরি করবেন। ওয়েবসাইট এর ডোমেইন নেম, হোস্টিং, থিম ইত্যাদি আপনি নিজের মতো করে সাজাতে পারেন। তারপর আপনি বিভিন্ন টপিক সিলেক্ট করে আর্টিকেল পাবলিশ করবেন। এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ ভিজিটর বাড়তে থাকবে। তার পরের ধাপে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য আবেদন করবেন। গুগলের বিজ্ঞাপনের অনুমোদনের পর আপনার ওয়েবসাইটে বিভিন্ন বিজ্ঞাপন দেখানো শুরু করবে গুগল। আপনার সাইটের ভিজিটদের বিজ্ঞাপনে ক্লিক থেকে আপনি আয় করতে পারেন।

6️⃣গ্রাফিকস ডিজাইন করে অনলাইনে আয়:
ঘরে বসে আয় করার আরেকটি উপায় হলো গ্রাফিকস ডিজাইন। গ্রাফিকস ডিজাইন শিখে আপনিও মার্কেটপ্লেস থেকে আয় করতে পারবেন। গ্রাফিকস ডিজাইনের মাধ্যমে আয় করার জন্য এ কাজে দক্ষ হতে হবে। তারপর মার্কেটপ্লেস এ আপনার ডিজাইন দিয়ে গিগ সাজাতে পারেন। অতপর আপনার ডিজাইন বিক্রির মাধ্যমে ঘরে বসেই টাকা আয় করতে পারেন। বর্তমানে গ্রাফিকস ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। প্রয়োজন শুধু দক্ষতা বৃদ্ধি ও কাজের সঠিক উপস্থাপন।

👉ঘরে বসে আয় এখন আর স্বপ্ন নয় বাস্তবতা। দরকার শুধু দক্ষতা অর্জনের পাশাপাশি সঠিক পথ বেচে নেয়া। তাই আর দেরি না করে আপনার পছন্দের বিষয় নিয়ে কাজ শুরু করে দেন এখনই। আর ঘরে বসে আয় করুন।

⭐️ঘরে বসে আয় করা এখন আর অলীক কল্পনা নয়। দিবা-রাত্রির মতো সত্য। কেননা আজকের পৃথিবী ইন্টারনেট কেন্দ্রিক। প্রায় সবকিছুই এখন...
17/10/2023

⭐️ঘরে বসে আয় করা এখন আর অলীক কল্পনা নয়। দিবা-রাত্রির মতো সত্য। কেননা আজকের পৃথিবী ইন্টারনেট কেন্দ্রিক। প্রায় সবকিছুই এখন অনলাইনে করা হচ্ছে। তাই অনলাইনের মাধ্যমে ঘরে বসে আয় করার সুযোগ হয়েছে অবারিত। যা করোনাকালীন সময়ে খুবই বাস্তব আকারে আমাদের সবার সামনে হাজির হয়েছে। এখন ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যাপারটার সাথে আমরা খুবই পরিচিত। তাই অনায়াসে বলা যায় ঘরে বসে আয় করা এখন খুবই সম্ভব। তবে ঘরে বসে আয় করার উপায় সম্পর্কে সঠিক ধারণার পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে।

ঘরে বসে আয় করার নানা উপায় রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমেই সফলতা অর্জন সম্ভব। এমন না যে, আজকে শুরু করলাম আর কাল থেকে টাকা আসা শুরু হবে। নানা প্রলোভন ও প্রতারণার ফাঁদ রয়েছে অনলাইনে। তাই সর্তক হয়ে সব কিছু জেনে বুঝে অনলাইনে আয় করার পথ বেছে নিতে হবে।

⭐️ঘরে বসে আয় করার নিশ্চিত উপায়:
র্তমানে সবকিছুই অনলাইন প্লাটফর্মে ধাবিত হচ্ছে। তাই অনলাইনে কাজ করে আয় করার প্রচুর সুযোগ রয়েছে। আর এই কাজ ঘরে বসে করা সম্ভব। ঘরে বসে আয় করা নিশ্চিত উপায় রয়েছে। প্রয়োজন শুধু কাজের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন।

15/10/2023

👀Facebook জনপ্রিয় একটি সোশ্যাল মাধ্যম। এটি আমরা সামাজিক যোগাযোগ ও বিনোদনের কাজে ব‍্যবহার করি। এই কাজগুলো ছাড়াও আমরা আমাদের Business Related কাজগুলো Facebook Marketing এর মাধ্যমে করতে পারব। যার জন্য প্রয়োজন একটি Facebook Business Manager Account. Facebook Business Manager একটি গুরুত্বপূর্ণ টুল যা আপনার ব্যবসায়িক পৃষ্ঠার সাথে সম্পর্কিত বিভিন্ন কাজে সাহায্য করে।

👉আমরা কী জানি Facebook এ Facebook Business Manager Account তৈরি করা যায়?আমাদের বেশিরভাগের উত্তর হবে- না,জানি না। তখন আমাদের মনে প্রশ্ন আসবে কীভাবে Facebook Business Manager Account তৈরি করতে হয়?🤷‍♀️

🥰আমার Vedio তে আপনার প্রশ্নে উত্তর পেয়ে যাবেন,এটি তৈরি করতে Video পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে-Watch the full video for this....

13/10/2023

Fundamental Of Digital Marketing...........

Address

Halishahar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aymin's Digital Marketing Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aymin's Digital Marketing Academy:

Share