Jahid Analysis

  • Home
  • Jahid Analysis

Jahid Analysis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jahid Analysis, Digital creator, .
(1)

02/12/2024

আঁধারে ভয় পেওনা আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাড়ালে।

02/12/2024

নিজেকে আলাদাভাবে তুলে ধরতে শুধু নিজের কাজগুলো ঠিকমতো চালিয়ে যাওয়াই যথেষ্ট। দামী পোশাক-পরিচ্ছদ কিংবা ব্রান্ডের জুতা, পারফিউম ইউজ করলেই আর হিরো হিরো ভাব নিয়ে ঘুরে বেড়ালেই আপনি হিরো হয়ে যাবেন না। হয়তো সাময়িক বাহবা এতে পাওয়া যায়, কিন্তু আক্ষরিক অর্থে 'জাতে উঠা'র যে চেষ্টা, তা মাঠেই মা*রা যায়। অর্থাৎ, যত পয়সাওয়ালা আর ক্ষমতাধরই হন না কেন! দিনশেষে আপনার পরিচয় নির্ধারণ করবে আপনার কর্মই। সুতরাং, কাজ করা জরুরি। আপনি যদি অনন্য হিসেবে নিজেকে পরিচয় করাতে চান, কাজেও তেমনই হওয়া জরুরি। আপনি চান আপনাকে মানুষ আলাদাভাবে চিনুক, এমন কোনো কাজ করেছেন যার মাধ্যমে আপনার ইউনিকনেস প্রকাশ পায়? মানুষের মন জয় করার মাধ্যমে আপনি যখন গণমানুষের হয়ে উঠবেন, তখন আপনি নিজেই হয়ে উঠবেন ব্রান্ড। এরজন্য দামী পোশাক-আশাক, জুতা-ঘড়ি নট ম্যান্ডেটরি 🙂

24/03/2024

এটাই সত্য

07/12/2023

চোখ টা দুই মিনিট বন্ধ করে ভাবুন আপনি না থাকলে করো কোনো সমস্যা হবে না, সময় আপন গতিতে চলতে থাকবে আপনার পরিবার তাদের মতো চলবে। সত্যি পৃথিবীটা খুব নিঃস্ব

07/11/2023

একদিন তো হারিয়ে যাবো, জানি না তবুও কেন মায়া বাড়িয়ে দেয় এই স্বার্থপর পৃথিবী

28/10/2023

তোমরা তোমাদের কর্মের ফল অচিরেই পাবে।
প্রতিহিংসার রাজনীতি পরিহার করুন। অন্যের ক্ষতি কেন করবেন আপনার সে অধিকার নেই। একজন সাধারণ নাগরিকের আর্তনাদ আমার হৃদয়ে আঘাত করেছে। সবাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দায় সারবে। বাসে আগুন দেওয়ার ঘটনায় সরকার বা বিরোধী দলের কোনো ক্ষতি হবে না। কিন্তু সাধারণ নাগরিকের যে ক্ষতি হয়েছে। আমি চাই এই ব্যাক্তির বাস ফিরিয়ে দেয়া হোক

ইরানের সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান হামলা করেছে। যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করবে। :::যার ফ...
27/10/2023

ইরানের সামরিক ঘাঁটিতে মার্কিন বিমান হামলা করেছে। যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করবে।
:::যার ফলাফল কি হতে পারে?
ইরান যদি সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলা না করে, তার পরেও মার্কিন সামরিক ঘাঁটি গুলো নিরাপদ নয়। এই জন্য মধ্য প্রাচ্যের সামরিক শক্তি বৃদ্ধি করে নতুন করে সৈনিক বৃদ্ধি করছে । তার মাধ্যমে মধ্য প্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
চলমান সংকট আরও জটিল করে তুলবে। এর ফলে হয়তো মার্কিন সামরিক আধিপত্যের ধ্বংস হবে।

বিশ্বকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে জো বাইডেন।
23/10/2023

বিশ্বকে তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে জো বাইডেন।

অনেক মিস করছি তোমাকে।
22/10/2023

অনেক মিস করছি তোমাকে।

কর্নেল মোয়াম্মাল গাদ্দাফ তোমার মতো নেতা আফ্রিকায় আর কি জন্ম নিবে না। অনাহারে অর্ধাহারে কাটছে তোমার দেশের জনগণের । তারা...
21/10/2023

কর্নেল মোয়াম্মাল গাদ্দাফ তোমার মতো নেতা আফ্রিকায় আর কি জন্ম নিবে না। অনাহারে অর্ধাহারে কাটছে তোমার দেশের জনগণের । তারা তোমাকে চিনতে পারে নাই। কিন্তু এখন তারা দোয়া করে , তোমার মতো একজন নেতা আবার জন্ম নেয়। যানিনা শতাব্দীতে তোমার মতো একজন নেতার জন্ম হবে কিনা।

Address


Telephone

+8801403074463

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jahid Analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share