Noakhali Royals

Noakhali Royals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Noakhali Royals, Digital creator, Begumganj, Chittagong.
(2)

30/07/2025
২০১৯- ২০২৫ সাল পর্যন্ত টেস্ট  চ্যাম্পিয়নশিপে ১৯৭৬ রান করেন লিটন। যা বাংলাদেশি বেটারদের মধ্যে সর্বোচ্চ এমনকি দুনিয়ার সব ...
30/07/2025

২০১৯- ২০২৫ সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপে ১৯৭৬ রান করেন লিটন।
যা বাংলাদেশি বেটারদের মধ্যে সর্বোচ্চ

এমনকি দুনিয়ার সব বেটারদের মধ্যে আছেন নবম স্থানে 💖

অভিনন্দন Liton Das 👏

দেখে নিন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার T20 স্কোয়াড। 🇧🇩 🇱🇰
07/07/2025

দেখে নিন বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার T20 স্কোয়াড। 🇧🇩 🇱🇰


🚨 BANGLADESH CLIMB TO 9️⃣TH IN THE ICC ODI RANKINGS! 🔥  |
05/07/2025

🚨 BANGLADESH CLIMB TO 9️⃣TH IN THE ICC ODI RANKINGS! 🔥

|

নোয়াখালী  দল পেয়েছে বিপিএলে❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️
04/07/2025

নোয়াখালী দল পেয়েছে বিপিএলে❤️❤️ আলহামদুলিল্লাহ ❤️

নোয়াখালীর গর্ব মাহবুব আনাম BPL এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত! নোয়াখালী কবিরহাট উপজেলার গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং ক...
04/07/2025

নোয়াখালীর গর্ব মাহবুব আনাম BPL এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত!

নোয়াখালী কবিরহাট উপজেলার গর্ব মহবুব আনাম — BPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

কবিরহাট উপজেলার নুর সোনাপুর গ্রামের কৃতি সন্তান মহবুব আনাম সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)-এর বোর্ড অব ডিরেক্টরস-এর একমাত্র পরিচালক।

মহবুব আনাম ঐতিহ্যবাহী কাদির বক্স চৌধুরী বাড়ির সন্তান।

২০২৫ সালের জুনে তাঁকে BPL চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি জানিয়েছেন, আগামী অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, প্লেয়ার ড্রাফট ও অডিট কার্যক্রম শুরু হবে।

ব্যবসা ও ক্রীড়াঙ্গনে সমান দক্ষতায় নেতৃত্ব দেওয়া এই গুণী ব্যক্তি Bangladesh Freight Forwarders Association (BAFFA)-এর প্রেসিডেন্ট এবং Expo Freight-সহ একাধিক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর।

নোয়াখালীর একটি সন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি তার হাত ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক পরিবর্তন আসবে।

© HR ®

04/07/2025

অবশেষে সমালোচনার মুখে পড়ে নোয়াখালীবাসীর কাছে ভিডিও বার্তা দিয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে বি/ত*র্কিত সাংবাদিক রিয়াসাদ আজীম।।

নোয়াখালী রয়্যালস: বিপিএলে নতুন সম্ভাবনার নাম?বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক অনন্য আবেগ ও...
04/07/2025

নোয়াখালী রয়্যালস: বিপিএলে নতুন সম্ভাবনার নাম?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক অনন্য আবেগ ও গর্বের জায়গা। এই মঞ্চে নতুন করে যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী রয়্যালস, যার আবেদন ইতোমধ্যে জমা দিয়েছে Sayan's Global।

কেন তারা বিপিএলে দল নিতে চায়:

1. নোয়াখালী এবং দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করা।

2. আঞ্চলিক প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা।

3. দেশের ক্রিকেটের পেশাদার ব্যবস্থাপনা ও মান উন্নয়ন করা।

4. তরুণ প্রজন্মকে ক্রিকেটের মাধ্যমে অনুপ্রাণিত করা।

5. ক্রিকেটের মাধ্যমে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে অর্থনৈতিক অবদান রাখা।

তাদের প্রতিশ্রুতি:

1. বিশ্বমানের কোচিং, পরিকাঠামো ও পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা।

2. খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই কর্মসূচি গ্রহণ।

3. ব্র্যান্ড ভ্যালু ও বিনোদনের মান একসাথে উন্নত করা।

4. ক্রিকেটের জনপ্রিয়তা বাড়িয়ে পুরো অঞ্চলের ক্রীড়া সংস্কৃতি সমৃদ্ধ করা।

5. দেশের ক্রীড়া অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এবং আন্তর্জাতিক মানের দল তৈরি করা।

Sayan's Global বিশ্বাস করে, নোয়াখালী রয়্যালস বিপিএলে অংশগ্রহণ করলে টুর্নামেন্টের প্রতিযোগিতা, আকর্ষণ এবং দর্শকসংখ্যা অনেক গুণ বৃদ্ধি পাবে। একইসঙ্গে দেশের ক্রিকেটের সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।

04/07/2025

পোস্টটা যাদের সামনে যায় একটু রেসপন্স করিয়েন, সবার প্রোফাইল ঘুরে আসবো!!❤

Address

Begumganj
Chittagong

Telephone

+8801882097439

Website

Alerts

Be the first to know and let us send you an email when Noakhali Royals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Noakhali Royals:

Share