24/03/2023
আপনি কি আপনার সমালোচনা নিয়ে টেনশনে আসেন????
সমালোচনার ভয়ে পালানোর কথা ভাবছেন????
"কখনো সমালোচনাকে ভয় করতে নেই..............
কারণ, কোথাও তোমার সমালোচনা হচ্ছে, তার মানে এটাও ঠিক যে কোথাও না কোথাও তোমার আলোচনাও হচ্ছে !!
যে সমালোচনা ভয় করে সে কখনো আলোচনার পাত্রও হতে পারে না... তুমি ভালো কিছু করতে যাও, একদল মানুষ তোমার সমালোচনা করবেই... এটাই স্বাভাবিক, এটাই মানুষের ধর্ম !!
আলোচনা কিংবা সমালোচনা যোগ্য ব্যক্তিদেরই হয়... মূর্খ অশিক্ষিত মানুষদের নিয়ে কেউ সমালোচনা করে না... কেউ তোমার সমালোচনা করছে তার মানে এটাই বুঝায় তোমার মাঝে এমন কিছু গুণ আছে যেটা ঐ মানুষটার নাই !!
তোমার দোষ না থাকা সত্ত্বেও যদি কেউ বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, তাকে বলতে দাও... কারণ তুমি যা কিছু করো না কেনো যে তোমাকে খোঁচাবে সে তোমার ভালোমন্দ সবকিছুতেই খোঁচাবে... তাই তাদের সাথে অহেতুক তর্কে না গিয়ে চুপ থাকতে শিখো... মনে রাখো, সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসো নাই !!
সব সময় নিজের দিকটা ভাবলে চলে না, তাই মাঝেমধ্যে অন্যের কথাও একটু ভাবতে হয়... চারপাশের অসুস্থ মানুষের কথাও ভাবতে হয়... তাদের সব কথার জবাব দিতে হয় না... কারণ সবার সব কথার জবাব দেয়াও ভালো মানুষের গুণ নয় !!
অন্যদিক থেকে সমালোচক তোমার অনেক উপকার করে যাচ্ছে... তুমি কোথায় কি ভুল করো, কোন কাজটি তোমার করা ঠিক হয়নি, এমনকি তোমার অনিচ্ছাকৃত ভুলগুলোও সমালোচক না চাইতেও তারা ধরিয়ে দেয়... এই দিক দিয়ে সমালোচক তোমার বন্ধুও বটে !!
যার সমালোচনা নাই তার আলোচনাও নাই... সমালোচনা থেকেই আলোচনার সৃষ্টি হয়... মনে রাখো, আলোচনা ও সমালোচনা বিহীন মানুষ জড় পদার্থের সমান !!" :)