Nipar daily blogs

Nipar daily blogs (চৌধুরী বংশের বড় মেয়ে)❤️

নবমী শেষে দশমী এলো,এবার কৈলাশে ফেরার সময় হলো,একথা শুনে মায়ের চোখে জল এলো।সকাল থেকে বৃষ্টি শুরু আকাশের মুখ ভার,মা চলে য...
02/10/2025

নবমী শেষে দশমী এলো,

এবার কৈলাশে ফেরার সময় হলো,

একথা শুনে মায়ের চোখে জল এলো।

সকাল থেকে বৃষ্টি শুরু আকাশের মুখ ভার,

মা চলে যাবেন তাই মন খারাপ আমাদের সবার।

🪷🪷জয় মা দূর্গা🪷🪷

মাছের কাটা বেছে দেওয়ার মতো, ফলের খোসা ছাড়িয়ে দেওয়ার মতো, বাদাম ভেঙ্গে ফুঁ দিয়ে হাতের মধ্যে ভরে দেওয়া মতো, চুলে বিনুনি কর...
18/09/2025

মাছের কাটা বেছে দেওয়ার মতো, ফলের খোসা ছাড়িয়ে দেওয়ার মতো, বাদাম ভেঙ্গে ফুঁ দিয়ে হাতের মধ্যে ভরে দেওয়া মতো, চুলে বিনুনি করে দেওয়ার মতো, কানে ফুল গুঁজে দেওয়ার মতো, ভিড়ের মধ্যে শক্ত করে হাত ধরে রাখার মতো, অসুস্থতায় পাশে বসে থাকার মতো, দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙ্গে গেলে বুকে জড়িয়ে নেওয়ার মতো! আমি ভালোবাসার মানে বুঝি যত্ন। আর আমি যত্নে মোড়ানো ভালোবাসা চাই! 💗

04/09/2025

🥺❤️

শুভ কৌশিকী অমাবস্যা 🌺🪔মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক ❤️🔱আজ কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন...
22/08/2025

শুভ কৌশিকী অমাবস্যা 🌺🪔
মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল হোক ❤️🔱

আজ কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র মতে ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ। অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে। সাধক কুলকুণ্ডলিনী চক্রকে জয় করে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাঁদের বর দেন, কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তাঁর হাতেই এই দুই অসুর ভাই-এর মৃত্যু হবে। পৃথিবীতে এমন নারী কোথায়? আদ্যা শক্তি মহামায়াও মেনকা রানির গর্ভে জন্ম নিয়েছেন, তাই তিনিও ওঁদের নাশ করতে পারবেন নাপূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাঁকে কালিকা ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাশে আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, “কালিকা তুমি ওদের উদ্ধার করো।” সবার সামনে 'কালী' বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন।

তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। আজ সেই তিথি, যে দিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। আবার আজকের এই দিনে দশ মহাবিদ্যার দ্বিতীয়া স্তরের অন্যতম দেবী তারা মর্ত ধামে আবির্ভূত হন। বীরভুম জেলায় অবস্থিত তারাপীঠে এই উপলক্ষে বিশাল উত্‍সব হয়৷

জয় মা কালী ❤️🔱🙏🌺

21/07/2025

21.07.2025

যাদের নিজের চরকার তেল শেষ হয়ে গেছে তাদের জন্য😒😒😒
01/07/2025

যাদের নিজের চরকার তেল শেষ হয়ে গেছে তাদের জন্য😒😒😒

সকলকে রথযাত্রার শুভেচ্ছা🙏🏻
27/06/2025

সকলকে রথযাত্রার শুভেচ্ছা🙏🏻

10/06/2025

কল্পনার জগতে সবাই সুখী।🙃

10/06/2025

🥺💝

07/06/2025

💝

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো, একের পর এক ওনার চি/ ট করার ...
02/06/2025

আজকে মেয়েটার ( mass Allah apu ) লাইভটা সম্পূর্ণ দেখলাম।
মেয়েটা যখন লাইভে কান্না করে বলতেছিলো, একের পর এক ওনার চি/ ট করার ঘটনাগুলো যখন সামনে আসতেছিলো!

আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার মাঝে কি এমন কমতি আছে? বলো আমি কেমন হইলে তুমি আর চি/ ট করবা না? তুমি যেমন চাও আমি তেমনই হবো। এটা দেখে এত খারাপ লাগছে!

আসলে এমন কড়ায় গন্ডায় হিসেব করে একটা মানুষের মন মতো গড়ে তোলার চেষ্টায় কি কোনো সম্পর্ক টেকে? আসলে লয়াল হাসবেন্ড পেতে আহামরী সুন্দরী, শিক্ষিত, ধনী, রূপেগুণে ১০/১০ পারফেক্ট হওয়া লাগেনা। এখানে 'পারফেকশন' কোনো গ্যারান্টিই না। কপাল লাগে শুধু। ❤️

তুমি শখের না হইয়া, আমার সুখের হইও"!🌸🖤
02/06/2025

তুমি শখের না হইয়া, আমার সুখের হইও"!🌸🖤

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nipar daily blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share