Ridoy

Ridoy জীবন একটি পরিবর্তনশীল গ্রন্থ, আমি চেষ্টা করছি সেটি সুন্দর করার। 📖💫

29/07/2024

এই পৃথিবীতে আপনি যাকে ঘিরে,
আপনার জীবনের মোড় ঘুরিয়ে নিবেন।সে আপনার উপর থেকে তার মোড় ঘুরিয়ে নিবে।🙂💔

07/04/2024

উন্নত তথ্য প্রযুক্তির আধুনিক এই যুগেও, আমাদের যোগাযোগ হয়না! 🙂💔

06/12/2023

এরকম একটা বয়সে তাকে দেখে ভালো লেগে গিয়েছিল এরপর থেকে আর কাউকেই পছন্দ হয় নি ☺️🤍

Vedio ©

20/10/2023

আমার মোবাইলটা তোমারে দিয়া দিলাম। তোমার বয়স অল্প। এইসব যন্ত্রপাতি তোমার প্রয়োজন। আমার না। আল্লাহপাকের মোবাইল নম্বর কি জানো?

জি-না। হুজুর।

উনার মোবাইল নম্বর হলো ২৪৪৩৪

বলেন কী?

এই নম্বরে মোবাইল দিলেই উনারে পাওয়া যায়। ২ হলো ফজরের দুই রাকাত ফরজ নামাজ, ৪ হলো জোহরের চাইর রাকাত ফরজ নামাজ, আরেক ৪ হলো আসরের চার রাকাত, ৩ হলো মাগরেবের তিন রাকাত, আর এশার চার রাকাতের ৪। এখন পরিষ্কার হয়েছে?

জি হুজুর।

প্রতিদিন একবার উনারে মোবাইল করবো। দেখবা সব ঠিক।

09/10/2023

দিনশেষে নিজেকে ভালো রাখতে গেলে নিজের কিছু পরিবর্তন প্রয়োজন!তার মধ্যে অন্যতম হলো কম কথা বলা, অন্যের সাথে নিজেকে কম জড়ানো!ব্যাস তাহলেই জীবন সুন্দর!💔

09/10/2023

"হৃদয় আল্লাহর ঘর। মানুষের হৃদয়টা তৈরি করা হয়েছে এ জন্য যে সেখানে শুধুমাত্র আল্লাহ থাকবেন। সে ঘরে আল্লাহ ছাড়া অন্য কিছু ঢুকলেই শুরু হবে তোমার জাগতিক অশান্তি। "

📖 আসমান

08/10/2023

দিনশেষে আপনি আসলে কেমন আছেন- আপনার শরীর ভালো আছে কিনা, মনটা ভালো আছে কিনা- সেটা আপনারই খেয়াল রাখতে হবে। কাছের মানুষগুলো আপনাকে অনেক ভালোবাসে। কিন্তু আপনি কীসের ভেতর দিয়ে যাচ্ছেন সেটা কাউকে বুঝানো সম্ভব না। ভালোবাসা, প্রত্যাশা, স্বপ্ন- সবকিছুর সমন্বয় নিজের সাথে নিজেই করে যেতে হয় সবসময়।

এরমাঝেই মনে রাখবেন, হঠাৎ করে একদিন আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে আর সেদিন আপনি বলে উঠবেন, "হে আমার রব! আপনাকে ডেকে আমি কখনো ব্যর্থ হইনি!
(সূরা মারইয়াম-০৪)❤️

08/10/2023

Life is so beautiful if you can enjoy.🌸 ☺️

08/10/2023

জীবনের সাথে সাথে, আমি শিখছি যে, সুন্দর জিনিসের জন্যে, আমাকে পরিশ্রম করা লাগে।

08/10/2023

স্বপ্ন দেখার সাথে স্বপ্ন পুরন করার উদ্যম, এটি আমার জীবনের একটি নিয়ম। ☺️

08/10/2023

জীবনের সুন্দর কিছু হলেও তা সাধারণত সুরুচিহীন। আমি চেষ্টা করি এর উপর ফোকাস করার। 🌟

Address

Chittagong

Telephone

+8801864881569

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ridoy:

Share