Kobor kathang

Kobor kathang মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
মানুষ মানুষের বিপদে আপদে পাশে থাকবে।

15/06/2025

যারা আনফলো দেয়,ওরা মানুষের দ্বারা জন্ম হয়নি!

কুমিল্লা ইপিজেড ১ নং গেইটের রাস্তার দৃশ্য 🥰🥰
10/05/2025

কুমিল্লা ইপিজেড ১ নং গেইটের রাস্তার দৃশ্য 🥰🥰

কুমিল্লা EPZ এর ভিতরের রাস্তা মেরামতের কিছু চিত্র "
10/05/2025

কুমিল্লা EPZ এর ভিতরের রাস্তা মেরামতের কিছু চিত্র "

07/05/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md. Ershad Ali, Mahfuja Mukta, Syed Chyon, Barua Sumi, MD Jony Miah, Jubie Ebarola Gom-os, MD Mofid, Md Monir Hossain, Md. Rashedul Islam, Abir Mhamud Sohag, Tamim Hossin, RA Sikder, আহসান হাবিব, Ashikur Rahman, মতিউর রহমান, Muhammad Anisuz Zaman, Sahin Alam, মোঃ আব্দুস সামাদ, K.A. Salman Sha, Shathi Sanjida, Sk Abdur Salam Sankarpur, Humayun Kabir, Hadiguia Lapadsin Muwa, আমার স্বপ্ন তুমি, Shohidul Islam Shohage, Atikur Rahman Atik, এস. এম. সোহাগ রানা, Porimol Da, Tiab Islam Imran, Lopamudra Sengupta, RJ Shahabuddin Khan, Nuralam Molla LiTu, Uzzal Hasan, Rafiqul Islam, Mursalin Ali Molla, Md Bellal Hossen, নিলাকাসে নিল, Burhan Uddin Rony, Akm Sharif Metlife, Md Abdullah Sadi, Hasan Al Mamun, Md Ramjan Ali, আকতার রহমান, Shamim Bulbul, Md Sahin Matubbar, Sabuj Hosen Sobuj, Mobarok Ali, Sukumar Das, Susmita Shil, Asaduzzaman Asad

এই "চা" এর নাম কি,মানে এটা কি চা বলে, খেতে খুব সুস্বাদু! কে কে এই "চা" খেতে পছন্দ করেন,কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্ত...
06/05/2025

এই "চা" এর নাম কি,মানে এটা কি চা বলে, খেতে খুব সুস্বাদু!
কে কে এই "চা" খেতে পছন্দ করেন,কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু 🥰🥰

02/05/2025

কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা ২০২৫
সবাই ঘুরে আসতে পারেন, মেলা মানে বাংলার ঐতিহ্য! এখানে আমাদের বাঙালিদের নানান ধরনের জিনিসপত্র পাওয়া যায়।

তোমাকে নিয়ে আশা যতো,আকাশেও নাই তারা ততো!!তোমাকে নিয়ে স্বপ্ন যতো,সাগরেও পানি নাই ততো!! 🥰♥️❤️‍🔥
02/05/2025

তোমাকে নিয়ে আশা যতো,
আকাশেও নাই তারা ততো!!
তোমাকে নিয়ে স্বপ্ন যতো,
সাগরেও পানি নাই ততো!!
🥰♥️❤️‍🔥

02/05/2025

কুমিল্লা কোর্টবাড়িতে ছোটখাটো কনসার্ট দেখে আসলাম গত রাতে🥰🥰

কুমিল্লা ইয়াচ্ছিন মার্কেটের সবজি বাজার!
01/05/2025

কুমিল্লা ইয়াচ্ছিন মার্কেটের সবজি বাজার!

সিমের বিচি আমার অনেক পছন্দ! কে কে সিমের বিচি খেতে পছন্দ করেন,কমেন্ট করে জানাতে পারেন 🥰🥰
30/04/2025

সিমের বিচি আমার অনেক পছন্দ!
কে কে সিমের বিচি খেতে পছন্দ করেন,কমেন্ট করে জানাতে পারেন 🥰🥰

09/12/2019

কমনসেন্স খেলা -১

পরীক্ষা তো অনেক রকম করেন। চোখ পরীক্ষা, রক্ত পরীক্ষা, দাঁত পরীক্ষা। কিন্তু মস্তিষ্ক? হ্যাঁ। সেটাও পরীক্ষা করার প্রয়োজন আছে। নিন এই প্রশ্নগুলির উত্তর দিয়ে নিজের আই কিউটা একবার পরীক্ষা করে নিন। (উত্তর নিচে দেওয়া আছে)

১) দীপুর মায়ের তিন সন্তান। প্রথম সন্তানের নাম রাম, দ্বিতীয় সন্তানের নাম শ্যাম। তৃতীয় সন্তানের নাম কী? ২) মাউন্ট এভারেষ্ট আবিষ্কারের আগে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী ছিল?

৩) বাংলায় আমরা কোন শব্দের বানানটা সব সময় ভুল লিখি?

৪) একটা দৌড় প্রতিযোগিতায় আপনি দ্বিতীয় রানারকে টপকে গেলেন। আপনি এখন এই দৌড়ে কত নম্বরে আছেন?

৫) ডিমের কুসুমটা সাদা, নাকি ডিমগুলোর কুসুমটা সাদা। কোন কথাটা ঠিক?

৬) যদি কোনও বিমান ভারত আর পাকিস্তানের ঠিক সীমান্তে ভেঙে পড়ে। তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশে দাহ করা হবে?

৭) ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন। বাসটা প্রথম স্টপেজে থামল। সেই স্টপেজে দু জন নামল, তিনজন উঠল। পরের স্টপেজে ৬ জন নামল, দু জন উঠল। তার পরের স্টপেজে ১২ জন উঠল, ৯ জন নামল। বাসে উঠলেই ভাড়া ৬ টাকা। এখন বলুন তো বাস ড্রাইভারের নাম কী?

৮) মনে করুন আপনাকে অপহরণ করে একটা ঘরে আটকে রাখা হয়েছে। ঘর থেকে পালানোর তিনটে দরজা। একটার বাইরে দাউদাউ করে আগুন জ্বলছে, পালালেই গায়ে আগুন ধরে যাবে। দ্বিতীয় দরজার বাইরে ৫০ জন সশস্ত্র রক্ষী, পালালেই তারা খুন করে ফেলবে। তৃতীয় দরজার বাইরে তিন মাস কিছু না খাওয়া একটা সিংহ। পালাতে আপনাকে হবেই। তাহলে আপনি কোন দরজা দিয়ে পালাবেন?

৯) A হল B-এর বাবা। কিন্তু A, B-এর বাবা নয়। তাহলে B, A-এর কে হয়?

১০) আপনি জলের মধ্যে কী করে হাঁটবেন?



উত্তর-- ১) দীপু, ২) মাউন্ট এভারেষ্টই ছিল শুধু আবিষ্কার হয়নি, ৩) ভুল বানানটা আমরা সব সময় ভুল লিখি। ৪) দ্বিতীয় স্থানেই থাকবেন। কারণ আপনি দ্বিতীয় রানারকে টপকেছেন, প্রথম তো প্রথমেই আছে, ৫) দুইটোই ভুল, ডিমের কুসুমের রঙ হলুদ। ৬) আরে বাবা প্রশ্নটা ভাল করে দেখুন যারা বেঁচে আছে তাদের দাহ করতে যাবেন কেন?৭) বাস ড্রাইভার তো এখানে আপনি, তাই আপনার নামটাই বাসের ড্রাইভারের নাম হবে। ৮) তৃতীয় দরজা দিয়ে পালান। কারণ তিন মাস না খেলে সিংহ এমনিতেই মারা যাবে। মরা সিংহের পাশ দিয়ে পালাতে অসুবিধা হওয়ার কথা নয়, ৯) B হল A-এর মেয়ে, ১০) জলটাকে আগে বরফে পরিণত করলেই ওই জলের ওপর হাঁটা যাবে।

20/10/2019





দুই সন্তান রেখে আপন বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে!প্রমাণ সহ ভিডিও

Oct 19, 2019

সারাবাংলা

বগুড়ার শিবগঞ্জে আপন বড় ভাইয়ের সাথে ছোট বোনের বিয়ে।প্রেম মানেনা জাত-কূল মানেনা কোনো সম্পর্ক।
জয়পুর হাট জেলার ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা তারাকুল গ্রামের আব্দুর রশিদের ঔরশ জাত চারটি সন্তান তার মধ্যে ২টি ছেলে, (১) মোঃ সাজু মিয়া, (২) মোঃ সিজু মিয়া এবং ২টি মেয়ে (১) মোছাঃ জাকিয়া সুলতানা, (২) ছোট মেয়ে রাজিয়া সুলতানা।











পিতাঃ আব্দুর রশিদ, ছোট মেয়ে রাজিয়া সুলতানাকে জয়পুর হাট বিশ্বাস পাড়ার মৃ*ত বাবুল হোসেনের ছেলে মোঃ মজনু হোসেনের সহিত পারিবারিক ভাবে বিবাহ দেন।
নিউজটি ভিডিও আকারে নিচে দেখুন …..



মজনু হোসেন বর্তমানে জয়পুর হাট পৌর সভার এক জন পিয়ন সে জানতো না তার স্ত্রী রাজিয়ার সাথে তার আপন বড় ভাই সিজু হোসেনের অবৈধ সম্পর্ক।











রাজিয়ার ২টি সন্তান (১) রিয়াদ হাসান (৯) (২) রাকিবুল হাসান(৭) মাদ্রাসায় লেখাপড়া করে ২ সন্তান কে ছেড়ে রাজিয়া তার আপন বড় ভাই সিজু হোসেনের সাথে ১৪-১০-২০১৯ইং তারিখে প্রেমের টানে বাড়ি থেকে পলায়ন করে।
স্বামী মজনু মিয়া পাগল হয়ে খুজতে থাকে তার স্ত্রী রাজিয়া কে এক পর্যায়ে মজনু মিয়া সন্ধান পায় শিবগঞ্জের ভাইয়েরপুকুর এলাকায় সৈয়দপুর গ্রামে মৃ*ত কাবেজের ছেলে বাবলু মিয়ার বাড়িতে প্র্রেমিক যুগল আশ্রয় নেয়।











বিষয়টি চেয়্যারম্যান সাহেবকে অবগত করালে চেয়্যারম্যান সাহেবের তৎপরতায় বাবলুর স্ত্রীকে গতকাল সন্ধ্যায় পরিষদে হাজির করানো হয়।
বাবলুর স্ত্রী জানায় তারা উভয়ে শিবগঞ্জের ময়দান হাটা ইউপির কাজী সাহেবের নিকট ইপস্থিত হয়ে ২লক্ষ টাকা দেন মোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
শুধু তাই নয় তারা নোটারী পাবলিক গাইবান্দা কার্যালয়ে এ্যাফিডেভিট এর মাধ্যমে বিবাহ ঘোষনা দেয় এবং তার পূর্বের স্বামীকে তালাক দিয়ে নিজ আপন বড় ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বর্তমানে তারা কিচক ইউপির হরিপুর গ্রামে অবস্থান নিয়েছে।

Address

Khagrachhari
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Kobor kathang posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share