It Vhai Tonmoy

It Vhai Tonmoy Get's You Where You're Going.

"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :বন্যায় আশ্রয়কেন্দ্র আপডেটনোয়াখালীআশ্রয়কেন্দ্র ১একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ ...
22/08/2024

"অনুগ্রহ করে যত বেশি পারেন রিপোস্ট করুন :

বন্যায় আশ্রয়কেন্দ্র আপডেট
নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন, মোম মজুত রাখুন।"

সবার কল্যাণ কামনা করি, সবার জন্য দোয়া/ আশির্বাদ রইল।
পরম করুনাময় ভগবান সবাইকে সুরক্ষিত রাখুন।

21/05/2024

What is Poke? poke কি জিনিস??

অনেকেই মনে করেন poke করা মানে হল কাউকে বিরক্ত করা। কিন্তু প্রকৃতপক্ষে ব্যাপারটি মোটেও এরকম না !! তাহলে চলুন জেনে নেওয়া যাক আসলে poke জিনিস টা কি ?
Poke শব্দটির আভিধানিক অর্থ হল খোঁচানো বা খোঁচা দেওয়া । কিন্তু Facebook এ poke মানে হল কারো দৃষ্টি আকর্ষণ করা!!
বাস্তবিক জীবনে আমরা অনেকদিন পর কাউকে সামনে পেলে “Hey! কি খবর?” এরকম বলি। poke করলেও ঠিক এই কাজটিই করা হয়। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি,, ধরুন আপনার friend list এ এমন কিছু friend আছে যাদের সাথে আপনার messenger এ কথা হয়না,যারা আপনার post এ react, comment কিচ্ছু করেনা। তখন আপনি যদি তাদের কে poke করেন এবং তারা যদি poke back করে তবে Facebook ৩ দিন ধরে আপনার news feed আপনার সেই সকল friend দের profile এ send করতে থাকবে যাদেরকে আপনি poke করেছিলেন এবং same case আপনার ক্ষেত্রেও হবে আপনার poke করা সেই সকল friend দের news feed ৩ দিন ধরে আপনার profile এ আস্তে থাকবে। এইটাই মূলত Facebook poke এর আসল ব্যবহার। আসলে virtual জগত কে বাস্তবতার ছোঁয়া দিতেই Facebook এই feature টি চালু করেছিলো ।
তো? এইবার বুঝলেন তো poke এর আসল ব্যবহার?? চাইলে আপনি ও আপনার inactive friend দের কে poke করতে পারেন এতে করে আপনার ID'র reach ও বৃদ্ধি পাবে। তবে মনে রাখবেন,,
১ বার poke করলে হয় বন্ধুত্বের প্রকাশ,😌
একাধিকবার poke করলে হয় বিরক্তির প্রকাশ !!🙃
এতে হতেও পারে আপনার সর্বনাশ !!😆

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কনটেন্ট তৈরির নীতিমালা হালনাগাদ করছে মেটাকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আ...
08/04/2024

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কনটেন্ট তৈরির নীতিমালা হালনাগাদ করছে মেটা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি আধেয় বা কনটেন্টের জন্য নীতিমালা হালনাগাদ করছে মেটা। এ হালনাগাদের ফলে আগামী মাস থেকেই এআই দিয়ে তৈরি আধেয়তে ‘মেইড উইথ এআই’ লেবেল বা ছাপ যুক্ত করা হবে। মেটার মালিকানায় থাকা ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে আধেয়র জন্য এই নীতিমালা অনুসরণ করা হবে। এক ব্লগে এ ঘোষণা দিয়েছে মেটা।
বিদ্যমান নীতি অনুসারে এআই কনটেন্টে লেবেল বা ছাপ যুক্ত করা হয়। তবে এ নীতিমালা খুবই সীমিত পরিসরে কাজ করছে। এ জন্য এআই দিয়ে তৈরি আরও ভিডিও, অডিও এবং ছবিতে ছাপ যুক্ত করতে কাজ করছে মেটা। এআই দিয়ে তৈরি আধেয়তে দুভাবে ছাপ যুক্ত করা হবে। এআই দিয়ে তৈরি আধেয়র বিষয়ে ব্যবহারকারী তথ্য দিলে এবং এআই ইমেজ ইন্ডিকেটরের মাধ্যমে শনাক্ত করে মেটা ছাপ যুক্ত করে দেবে। তবে এআই দিয়ে তৈরি আধেয় শনাক্ত ও ছাপ যুক্ত করার পুরো প্রক্রিয়া সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি মেটা।
এ ছাড়া এআই দিয়ে তৈরি আধেয় নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পরিবর্তন আনছে মেটা। আগামী জুলাই মাস থেকে অন্যান্য কমিউনিটি গাইডলাইন ভঙ্গ না করলে এআই দিয়ে তৈরি বিভিন্ন আধেয় মুছে ফেলা বন্ধ করবে মেটা। তবে বুলিং, ভোটারদের মতামত নিয়ন্ত্রণ করা এবং হয়রানি করার শঙ্কা রয়েছে এমন আধেয় মুছে ফেলবে মেটা।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে ফেসবুক-ইনস্টাগ্রামে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি প্রকাশ করলেই সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে জলছাপ যুক্ত করার ঘোষণা দেয় মেটা। ফলে অন্য ব্যবহারকারীরা বুঝতে পারবেন, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট ব্যক্তির ভুয়া ছবি বা ভিডিও তৈরির পাশাপাশি কণ্ঠস্বর নকল করেও প্রতারণা করছে একদল প্রতারক। পরে এসব ভুয়া ছবি, ভিডিও বা কৃত্রিম কণ্ঠস্বর কাজে লাগিয়ে বিভিন্ন কৌশলে অর্থ হাতিয়ে নিচ্ছে তারা। পাশাপাশি এআই দিয়ে তৈরি আধেয়র মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি এআই দিয়ে নির্বাচনী বা রাজনৈতিক প্রচারণার বিজ্ঞাপন বানিয়েও ভুল তথ্য প্রচার করার অভিযোগ রয়েছে। এআই দিয়ে তৈরি ভিডিও বা অডিওতে কিছু শব্দ তৈরি করা হয় বা দৃশ্য দেখানো হয়, যা ঘটেনি। এমনকি কখনো কখনো কোনো ঘটনার কৃত্রিম ভিডিও তৈরি করা হয়। এসব নকল বা ভুয়া অডিও, ভিডিও বা ছবির মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর পাশাপাশি বিভ্রান্ত করা হয়।
সূত্র: দ্য ভার্জ

যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ঘরে এবং বাইয়ে দুই দিকে-ই সামাল দেন,যাদের মায়া-মমতায় একটি পরিবার গড়ে উঠে আজ আর্ন্তজাতিক...
08/03/2024

যারা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে ঘরে এবং বাইয়ে দুই দিকে-ই সামাল দেন,যাদের মায়া-মমতায় একটি পরিবার গড়ে উঠে আজ আর্ন্তজাতিক নারী দিবসে তাঁদের জানাই অন্তরের অন্তস্থল হতে অবিরাম ভালোবাসা ও শুভেচ্ছা।

😍Finally, my personal page has reached 500+ followers.😍 All this is possible because of all of your love. I really grate...
23/12/2023

😍Finally, my personal page has reached 500+ followers.😍 All this is possible because of all of your love. I really grateful to all of you. If all of you're by my side like this in the future, I hope to celebrate 500K followers one day. Everyone will be good in their place.
Thanks a lot ...😌

30/09/2023

কম্পিউটার
তন্ময়

কম্পিউটারের দুনিয়া, একটি আদ্ভুত মহাশক্তি,
সৃজনশীল মগ্নতায়, তার মনোযোগ নিয়ে চুষে যায় মানুষের চিত্তি।

সিম্পল কোডের পেছনে
লুকানো আছে সকল স্থানে,
কম্পিউটারের ভিতরে স্বপ্ন আবেগ ,মহাকাশের ব্যাপার
কম্পিউটারের দৃষ্টির দেখা যায় সব সময় বারবার।

বাইনারি ভাষা, কোডিং বোঝার বাস্তব সুন্দরতা,
কম্পিউটারের সম্পূর্ণ পৃথিবী, একটি নতুন মিষ্টি মেয়ের মতো,
এটাই বাস্তবতা।

ক্লাউডে সংরক্ষিত ডেটা, ইন্টারনেটের আবেগ,
কম্পিউটার এক নতুন দিনের প্রভু, আমাদের সাথে রয়েছে সব সময়
এর সাথে জড়িয়ে যেন আমাদের আবেগ।

কম্পিউটার আমাদের সাথে, সর্বদা থাকে,
প্রযুক্তির প্রাপ্য আকাশে, এই কম্পিউটারের সৃজনশীল দুনিয়া, স্বপ্নের একটি অতুলনীয় স্থানে।

কম্পিউটারের শক্তি, সৃজনশীল ক্ষমতা,
আমরা চলতে যাচ্ছি এই নতুন যুগে, সব আবেগে বাধা নেই তার মাত্রা।

কম্পিউটারের সাথে একটি নতুন কবিতা শুরু,
সৃষ্টির নতুন গান, যেখানে সব সময় স্বপ্নের দুনিয়া ,
কম্পিউটার যেন আধুনিক সমাজের গুরু।🥰

Address

Pathargatha, Kotowlai
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when It Vhai Tonmoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It Vhai Tonmoy:

Share