Lutfun Nahar

Lutfun Nahar i am a social media marketer.

Assalamu Alaikum everyone 😊
06/12/2024

Assalamu Alaikum everyone 😊

অনলাইনে কাজ করা বা ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুনতে বেশ মজাদার শোনায়। কিছু না জেনে বা না করে কিন্তু এমনিতেই ফ্রিল্যান্সার ...
23/01/2024

অনলাইনে কাজ করা বা ফ্রিল্যান্সিং ব্যাপারটা শুনতে বেশ মজাদার শোনায়।
কিছু না জেনে বা না করে কিন্তু এমনিতেই ফ্রিল্যান্সার হযওয়া যায়না।
অনলাইনে কাজ করতে হলে সকল ফ্রিল্যান্সার এর উচিত কিছু নির্দিষ্ট দক্ষতা রপ্ত করে রাখা।

নিজের মূল কাজের পাশাপাশি আরো অনেক দক্ষতা থাকা প্রয়োজন ।

১/ স্ব-শিক্ষা
একজন সফল ফ্রিল্যান্সার হতে হলে অবশ্যই নিজ থেকে শেখার স্পৃহা আর ইচ্ছা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন চাকুরীজীবীকে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রয়োজনীয় কোর্স করানো হয় ও দক্ষতা অর্জনে সাহায্য করা হয়,
কিন্তু একজন ফ্রিল্যান্সারকে নিজের মোটিভেশন ব্যবহার করে নতুন জিনিস শিখে নিজের দক্ষতা বাড়াতে হয়।

তেমন,বই পড়ে, ভিডিও দেখে, কোর্স থেকে, ইত্যাদি উপায়ে একজন ফ্রিল্যান্সার নিজ থেকে কোনো বিষয়ে শিক্ষা অর্জন করতে পারেন।

২/একজন ফ্রিল্যান্সার এর সময় ধরে কাজ করার প্রয়োজন না হলেও জীবনে ভারসাম্য রাখতে অবশ্যই প্রয়োজন সময় ব্যবস্থাপনা শেখার।
হেলায়ফেলায় সময় নষ্ট করে কাজকে পিছিয়ে নেওয়ার বাজে অভ্যাস অনেক ফ্রিল্যান্সারের রয়েছে যা এড়িয়ে চলতে পারলে সফল হওয়ার ক্ষেত্রে অনেকটুকুই এগিয়ে থাকা যায়। তাই একজন ফ্রিল্যান্সারের উচিত সময় ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া ও গুরুত্বপূর্ণ সময় নষ্ট না করে সময়ের যথাযথ ব্যবহার করা। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি যত বেশি শৃঙ্খলাবদ্ধ হবেন, আপনার কাজের মানের সাথে সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত তত সহজ হবে।

ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার কর...
23/01/2024

ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার করা। ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ায় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন।
আমরা প্রত্যেকেই জানি যে, একটি ব্যবসা (business), product বা service এর প্রচার ও মার্কেটিং করাটা অনেক জরুরি।

Business এর marketing না করলে, আপনার business বা product এর বিষয়ে লোকেরা কখনোই জানতে পারবেননা।

আর, যখন আপনার product / service এর বিষয়ে লোকেরা জানতেই পারছেননা, তাহলে সেগুলো বিক্রি ও জনপ্রিয় হবে কিভাবে ?

ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রচলন অধিক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা প্রত্যেক বছরে প্রায় হাজার গুনে বৃদ্ধি পাচ্ছে।

এর সাথে সাথে ইনস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারও হাজার গুনে বৃদ্ধি পেয়েই থাকছে।

এই সুযোগের লাভ নিয়ে, আমরা ইনস্টাগ্রাম (Instagram) এর মধ্যে থাকা হাজার লক্ষ ইউসার দের কাছে, আমাদের product বা service এর প্রচার বা মার্কেটিং অনলাইনে ঘরে বসেই করতে পারি।

আর এটাই হলো, ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing) এর গুরুত্ব এবং মূল কাজ।

Assamulaikum everyone Good morning 🥰🥰
22/01/2024

Assamulaikum everyone
Good morning 🥰🥰

  for   Peace, happiness, and love are a daily practice. Give time and energy to that which you want more of in your lif...
05/01/2024

for

Peace, happiness, and love are a daily practice. Give time and energy to that which you want more of in your life. Invest in yourself for a higher quality of life. You're worth it

See translation :

শান্তি, সুখ এবং ভালবাসা একটি দৈনন্দিন অনুশীলন। আপনি আপনার জীবনে আরও যা চান তার জন্য সময় এবং শক্তি দিন। উচ্চ মানের জীবনের জন্য নিজের মধ্যে বিনিয়োগ করুন। এটাই আপনার মূল্যবান সম্পদ।

আসসালামু আলাইকুম,, কিছু করবেন ভাবতেছেন কিন্তু কি করবেন বুঝতে পারতেছেন না তাহলে আপনাদের বলি সহজে ঘরে বসে ও আপনার ফ্রী সময...
01/12/2023

আসসালামু আলাইকুম,,
কিছু করবেন ভাবতেছেন কিন্তু কি করবেন বুঝতে পারতেছেন না তাহলে আপনাদের বলি সহজে ঘরে বসে ও আপনার ফ্রী সময়ে নিজের স্কিলকে কাজে লাগিয়ে প্রতিনিয়ত কাজ করে ইনকাম করতে পারবেন সহজে। নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে যুক্ত হন আমাদের সাথে

Success Biz Family

বর্তমানে ঘরে বসে ইনকাম করার সবচেয়ে সেরা সময়। আপনার কাছে যদি ইন্টারনেট সংযোগযুক্ত একটি মোবাইল বা কম্পিউটার থাকে, তবে খুব সহজে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন।৷ মুক্তপেশা বা ফ্রিল্যান্সিং কাজ করে সবচেয়ে বেশি আয় করার জন্য আপনাকে প্রথমে সঠিক কাজটি সিলেক্ট করে নিতে হবে।
বর্তমান যুগে ফ্রিল্যান্সিং কাজ বেশ প্রতিযোগিতামূলক জায়গা। প্রায় সব ধরণের মার্কেট-প্লেসে ফ্রিল্যান্সারের আধিক্য রয়েছে।

তাই, অবশ্যই প্রথমে নির্দিষ্ট বিষয়ে ভালো ভাবে দক্ষ হতে হবে। তবে দক্ষতার ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখবেনঃ
১/ নির্দিষ্ট সেক্টরে পর্যাপ্ত দক্ষতা অর্জন করুন।মার্কেটপ্লেস থেকে কাজ নিতে পারার মতো দক্ষতা অর্জন করুন।

অনেকেই, শুধু নির্দিষ্ট কাজ শিখেই মার্কেটপ্লেসে আসেন, আর কাজ না পেয়ে হতাশ হয়ে পরবর্তীতে মার্কেটপ্লেস ছেড়ে চলে যায়..
মনে রাখবেন, কাজ করতে পারা যেমন একটি দক্ষতা, তেমনি মার্কেটপ্লেস থেকে কাজ নিতে পারাটাও একটি দক্ষতা। আপনি কাজ করতে পারলেও আপনি যদি কাজ নিতে পারার দক্ষতা অর্জন না করেন, তাহলে আপনি মার্কেটপ্লেস কিংবা মার্কেটপ্লেসের বাইরে থেকে কাজ নিতে পারবেন নাহ! সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মার্কেটপ্লেস কিংবা মার্কেটপ্লেসের বাইরে থেকে কাজ নিতে পারার মতো দক্ষতা অর্জন করতে হবে।

👉 সার্পোট ছাড়া 💻💰💸ফ্রিল্যান্সিং জগতে উপরে উঠা মুশকিল ❗✅ অতএব : নতুন যারা ফ্রিল্যান্সিং শিখে দক্ষতা অর্জন করে সফল হতে ইচ্...
09/11/2023

👉 সার্পোট ছাড়া 💻💰💸ফ্রিল্যান্সিং জগতে উপরে উঠা মুশকিল ❗

✅ অতএব : নতুন যারা ফ্রিল্যান্সিং শিখে দক্ষতা অর্জন করে সফল হতে ইচ্ছুক তাদের জন্য প্রথমত সার্পোট দরকার 🤝

✅ সুতরাং : নতুনদের উচিত ভালো মেন্টর দেখে ভালো কোন আইটি প্রতিষ্ঠান চয়েস করে,,, যেখানে আপনাকে সঠিক গাইডলাইন সহকারে লাইফটাইম সার্পোট সার্ভিস প্রদান করবে """" এমন প্রতিষ্ঠান দেখে কোর্সে ভর্তি হওয়া । । ।

➡️ অতঃপর : নিদিষ্ট একটা কাজ শিখে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিং পথে যাত্রা শুরু করা ।

✅ 💻💰💸 ফ্রিল্যান্সিং পেশা আপনাকে যেসব বিষয়ে স্বাধীনতা প্রদান করবে ।।।

১. সময়ের স্বাধীনতা ⏰
২,ব্যক্তি স্বাধীনতা 👨‍⚕️
৩. কার্যক্ষেত্রে স্বাধীনতা 🏇
৪. স্থানভেদে স্বাধীনতা🇧🇩
৫. সীমাহীন ইনকাম 💰💸✌️

💚 ( ইনশাআল্লাহ্ ) সঠিক নিয়মে পরিশ্রম করলে ধৈর্য ধরে লেগে থাকলে সফলতা অনিবার্য 🥀💚🥰

Assamulaikum..
29/10/2023

Assamulaikum..

23/10/2023

অনেকেই ফ্রিল্যান্সিং এর বিষয়ে নানারকম প্রশ্ন করেন। অনেকে হয়তো ফ্রিল্যান্সিং আসলে কি সেটা না জেনেই ঝাঁপিয়ে পড়ছেন। এটা জানার জন্য অনেকে টাকাও খরচ করছেন। অনেকে সফল হচ্ছেন। তবে বেশিরভাগ প্রতারিত হচ্ছেন। আর যেন কেউ প্রতারিত না হন, সেজন্যই মূলত এই ইভেন্ট। এখানে ফ্রিল্যান্সিং কি, কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, সফল হতে কি কি ধাপ অনুসরন করবেন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে। এই সেশনে অংশগ্রহণ করতে কোনো ফী দিতে হবে না।ফ্রি সেমিনার টি আগামী ৫ ই সেপ্টেম্বর বেলা ২.৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং শিখার পাশাপাশি ইন্টার্নিং এর মাধ্যমে কোর্স চলাকালীন ইনকাম করার সুযোগ আছে।
যদি স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সফল ক্যারিয়ারের সুযোগ নিতে চান, তাহলে যোগাযোগ করুন।

সহযোগীতা করবো ইনশাআল্লাহ।


ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ!!আসুন জেনে নেই কেমনেঃ-১৯৯৮ সালে এক...
22/10/2023

ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন একজন শিক্ষিত বেকার, তাঁর পরিবার এবং দেশ!!
আসুন জেনে নেই কেমনেঃ-

১৯৯৮ সালে একটা মার্কেটপ্লেস এর মাধ্যমে ফ্রিল্যান্সিং এর যাত্রা। ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার দুইটি পক্ষ থাকে। যখন ইচ্ছা তখন কাজ করলেই হলো। ক্লায়েন্ট ফ্রিল্যান্সারকে নির্দিষ্ট সময় নির্ধারণ করে কাজ দেয় আর ফ্রিল্যান্সার তার নির্ধারিত সময়ে কাজ শেষ করে তার প্রাপ্য বুঝে নেই। ধরাবাধা কোন অফিস টাইম না থাকায় ব্যাপারটা বেশ জনপ্রিয়তা পেল।

ফ্রিল্যান্সিংয়ের অনেক সুবিধা আছে; তার মধ্যে সবচেয়ে কার্যকরী সুবিধাগুলো হলো—নিজের সময় ও চাহিদা মতো কাজ করা যায়। কোনো বাধ্যবাধকতা ছাড়াই ইচ্ছেমতো কাজ বা ছুটি নেওয়া যায়। যারা পেশাদার ফ্রিল্যান্সার তাদের সময়ের প্রতি গুরুত্ব বেশি। ফ্রিল্যান্সিং কর্মক্ষেত্রে বেশির ভাগ কাজই করা হয় বহির্বিশ্বের ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে, যার কারণে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপিত হয়। ভালো ভালো কাজের মাধ্যমে অনলাইন জগতে সুনাম অর্জন করা যায়। সর্বোপরি, ফ্রিল্যান্সিং টাকা আয় করার জন্য একটি উৎকৃষ্ট পন্থা।

বিশ্বজুড়ে অনেক পেশার ডিজিটালাইজেশন একটি নতুন, প্রতিযোগিতামূলক এবং উদ্ভাবনী শ্রমবাজার তৈরিতে অবদান রেখেছে। আত্ম-কর্মসংস্থানে নিযুক্ত ব্যক্তিরা যারা বেশির ভাগই দূর থেকে কাজ করে তাদের সংখ্যা গত বিশ বছরের তুলনায় গত দুই বছরে দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং এখনো বৃদ্ধি পাচ্ছে। এই ব্যক্তিদের বলা হয় ফ্রিল্যান্সার।

পথ চলতে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু বন্ধুত্ব আশা করা যায় দু’এক জনের কাজ থেকে।” ঠিক অনুরূপ ফ্রিল্যান্সিং-এ অনেক সাইট আছে, আপনি সব সাইটে কাজ করতে পারবেন না। যেহেতু সময় এখানে ফ্যাক্টর। যে কোন দু’একটা সাইটে আপনি কাজ করতে পারবেন যাতে আপনার উপার্জন ভাল হয় সেভাবে।

নিজের যোগ্যতা কে কাজে লাগিয়ে নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য ফ্রিল্যান্সিং হল একটি উন্নত কর্মক্ষেত্র। ফ্রিল্যান্সিং করে নিজেকে স্বাবলম্বী করুন এবং অন্যকে সহযোগিতা করুন।
ধন্যবাদ

Assamulaikum everyone
19/10/2023

Assamulaikum everyone

Address

Hathazari
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lutfun Nahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share