23/01/2024
ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram Marketing) হচ্ছে ইনস্টাগ্রাম ব্যবহার করে যেকোনো পণ্য, সেবা, অথবা প্রতিষ্ঠানের প্রচার করা। ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী এবং জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হওয়ায় আপনি খুব সহজেই আপনার পণ্যকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাতে পারবেন।
আমরা প্রত্যেকেই জানি যে, একটি ব্যবসা (business), product বা service এর প্রচার ও মার্কেটিং করাটা অনেক জরুরি।
Business এর marketing না করলে, আপনার business বা product এর বিষয়ে লোকেরা কখনোই জানতে পারবেননা।
আর, যখন আপনার product / service এর বিষয়ে লোকেরা জানতেই পারছেননা, তাহলে সেগুলো বিক্রি ও জনপ্রিয় হবে কিভাবে ?
ইন্টারনেটের জনপ্রিয়তা ও প্রচলন অধিক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, ইন্টারনেট ব্যবহার করা লোকেদের সংখ্যা প্রত্যেক বছরে প্রায় হাজার গুনে বৃদ্ধি পাচ্ছে।
এর সাথে সাথে ইনস্টাগ্রাম এর মতো জনপ্রিয় অনলাইন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোর ব্যবহারও হাজার গুনে বৃদ্ধি পেয়েই থাকছে।
এই সুযোগের লাভ নিয়ে, আমরা ইনস্টাগ্রাম (Instagram) এর মধ্যে থাকা হাজার লক্ষ ইউসার দের কাছে, আমাদের product বা service এর প্রচার বা মার্কেটিং অনলাইনে ঘরে বসেই করতে পারি।
আর এটাই হলো, ইনস্টাগ্রাম মার্কেটিং (Instagram marketing) এর গুরুত্ব এবং মূল কাজ।