 
                                                                                                    10/12/2024
                                            কিছুক্ষণ পূর্বে  আমাদের প্রাণপ্রিয় উস্তাজ  Dr-Hasibur Rahman Azhari   ( ড.  হাসিবুর রহমান আজহারী হাফি:) এর স্নেহের ছোট ভাই।
 "পি এইচ ডি গবেষক ড. হাবিবুর রহমান আজহারী" রহিমাহুল্লাহ মিশরে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কাজি ভয়েজের পরিবারের পক্ষ থেকে মরহুম  হযরতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। 
বিদ্র :তিনি সপরিবারে মিশরে থাকতেন, 
আল্লাহ তা'আলা হযরতকে সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে,  জান্নাতুল ফেরদৌস দান করুন এবং পরিবারকে সবরে জামীল দান করুন আমীন।
মরহুম ড. হাবিবুর রহমান রহিমাহুল্লাহ সাহেবের জানাযা আজ বাদ যোহর আযহার মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর আবুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাকবারায় দাফন সম্পন্ন হবে। ইনশাআল্লাহ                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  