Viral Topics

Viral Topics Entertainment, Trending & Viral Topics

21/05/2025

দেশত আই জন স্যার,,বউত ত বিদেশর মাটিত সেবা দিউন।এইবার দেশত আইওন।।

পলাশ সাহার মৃত্যুটা দরকার ছিল… সত্যিই দরকার ছিল!বিষণ্ণ লাগলেও সত্যি কথাটা না বললেই নয়।এই সমাজে একটা বিষাক্ত ধারণা খুব প্...
12/05/2025

পলাশ সাহার মৃত্যুটা দরকার ছিল… সত্যিই দরকার ছিল!
বিষণ্ণ লাগলেও সত্যি কথাটা না বললেই নয়।

এই সমাজে একটা বিষাক্ত ধারণা খুব প্রচলিত—
“বৌ গেলে বৌ পাওয়া যাবে, কিন্তু মা তো একটাই!”

এই কথাটার আড়ালে লুকিয়ে আছে হাজারটা অন্যায়, হাজারটা বিষ!
এই এক লাইনের জোরে একজন মা ছেলের জীবনকে বিষিয়ে তুলতে পারে— যেন তার প্রতিটা আচরণই গ্রহণযোগ্য, শুধুই "মা বলেই!"

তবে প্রশ্ন হলো, ছেলেকে যদি চোখে হারাতে পারো, তাহলে বিয়ে দিলে কেন?
ছেলের সুখ সহ্য হয় না বলে যখন পেছনে পেছনে ছুরি চালাও, তখন কি ভাবো না— এই মেয়েটাও কারো কলিজার টুকরো?

বিয়ের পর স্বামী-স্ত্রীর একটু ভালোবাসা দেখলেই দাঁত কেলিয়ে বলতে আসো,
“এই যে বৌয়ের আঁচলে বাঁধা পড়ে গেছে ছেলেটা!”

আরে চাচী মা, বৌয়ের আঁচল তো প্রেমের সুতো, যা দিয়ে সংসার গড়া হয়।
আদম-হাওয়া দুনিয়ায় এসেছিলেন এই ভালোবাসার হাত ধরেই— ওটা মজা ছিল, পাপ নয়!

তবে সমস্যা কোথায় জানো?
এই বিষ মায়েদের প্রশ্রয় দেয় এমন কিছু আত্মীয়-স্বজন— যাদের চিন্তা শক্তি হাঁটুতে।
তারা জ্বালায় আগুনে ঘি ঢালার মতো, বলে:
“ছেলেটা তো এখন বদলে গেছে! খালি বৌকে নিয়েই পড়ে থাকে!”

একবার কেউ বলে না—
“এটাই তো ওদের বয়স একসাথে জীবন কাটানোর, ওদের পাশে দাঁড়াও, সময় দাও। ঘুড়ির সুতো যদি নরম হাতে ধরা যায়, তাহলে সেটাই ফিরে আসে বারবার।”

কিন্তু না!
এই অপবুদ্ধির ফলেই শুরু হয় বিষাক্ত খিটিমিটি—
বউ হয়ে ওঠে "অপরাধী", মা হয়ে ওঠে "অভিমানী",
আর মাঝখানে পড়ে ছেলেটা হয়ে যায় "আত্মহত্যার খোরাক"।

পলাশ সাহা হয়তো ছিল সেই ছেলেটা— যে বোঝাতে চেয়েছিল, জোড়া ধরে রাখতে চেয়েছিল।
কিন্তু এই সমাজ তাকে শ্বাসরুদ্ধ করে শেষ করে দিল।

এখনো যদি টনক না নড়ে, তবে কবে নড়বে?

#পলাশসাহা #রিলেশনশিপরিয়েলিটি #সমাজ

  সাহার মেজ ভাবির লেখাপৃথিবীর শ্রেষ্ঠ নাটকবাজ তিনটা মানুষ আমার দেখা।পলাশ আপনি যখন মারাই গেলেন এই দুইটারে মেরে রেখে গেলেন...
12/05/2025

সাহার মেজ ভাবির লেখা

পৃথিবীর শ্রেষ্ঠ নাটকবাজ তিনটা মানুষ আমার দেখা।পলাশ আপনি যখন মারাই গেলেন এই দুইটারে মেরে রেখে গেলেন না কেন?এদের মুখ দেখাও পাপ। আপনার বৌ লোভী অনেক বার বলছেন, আপনার মা হিংসায় পরিপূর্ণ একজন মহিলা আমার জানামতে।এখানে সব থেকে দোষী আপনি পলাশ,এই দুইটা মহিলাকে ভালো রাখার জন্য আপনার টেকনিক গুলো একটাও ভালো ছিলনা।আপনি মাকে খুশি করতে বউয়ের নামে আর বউকে খুশি করতে মায়ের নামে বলে ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে দিয়েছেন আপনিই।আপনাকে আমি বলে আসলাম আপনি শুনলেন না।আজ আপনি তো বেঁচে গেলেন, এ কোন পাপের মধ্যে আমাদের রেখে গেলেন। আত্মীয় স্বজন,বন্ধু বান্ধবীদের পৌষ মাস চলতেছে এখন আপনার কারনে।আমাদের তো কোন দোষ ছিল না,আপনি আপনার বৌ নিয়ে অনেক কিছু বললেও আমরা কখনো সেটা নিয়ে আপনার বৌকে কিছু বলিনি কারন ঝামেলা বাড়াতে চাইনি।আপনি নিজে বেঁচে গিয়ে এই দুই মহিলাকে রেখে গিয়ে আমাদের এতবড় সাজা না দিলেও পারতেন।আপনার মেধা আজ প্রশ্নবিদ্ধ আমার কাছে। #পলাশসাহা

আমি যদি জামাই এর পাশে বসে পলাশ সাহার মায়ের দো'ষ বলি,তখন আমার জামাই শুনে তার মায়ের দো'ষ!🙁🥴
12/05/2025

আমি যদি জামাই এর পাশে বসে পলাশ সাহার মায়ের দো'ষ বলি,তখন আমার জামাই শুনে তার মায়ের দো'ষ!🙁🥴

মানুম-লাইলা ইস্যুতে কার ভুল? ভালোবাসা নাকি ভাইরাল স্ট্রাটেজি?আজকের সবচেয়ে আলোচিত বিষয় – এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে কি...
12/05/2025

মানুম-লাইলা ইস্যুতে কার ভুল? ভালোবাসা নাকি ভাইরাল স্ট্রাটেজি?
আজকের সবচেয়ে আলোচিত বিষয় – এই সম্পর্কের পেছনে লুকিয়ে আছে কি শুধুই ভালোবাসা, নাকি সোশ্যাল মিডিয়ার খেলা?
মানুম বলছে এক কথা, লাইলা বলছে আরেক!
আপনার মতে, এখানে আসল সত্যিটা কী?

Comment করে জানান, আপনি কোন পক্ষের?

18/04/2025

এই জিল্লুর বউ,, দে! দে!

😬😬😬😬

05/01/2025

একটা লাইভ হচ্ছে সেই লাইভ দেখতেছে 7 লক্ষ 76 হাজার মানুষ ভাবা যায়।
লাইভ লিংক কমেন্টে দেওয়া হলো।

14/12/2023

খেতে এতোই ভালোবাসি যে,নিজের সুখ শান্তিও খেয়ে বসেছি🤦‍♀️

08/12/2023

❤️❤️🌹

07/12/2023

শুভ সকাল সবাইকে।❤️‍🩹😊

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Viral Topics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share