অব্যক্ত কথোপকথন

অব্যক্ত কথোপকথন অতি কাছে এসোনা;দূরাগতই ভাল!!
(9)

"ভালোবাসা "চার অক্ষরের একটি শব্দ!! অনেক যত্নে একটু একটু করে বুকের বা পাশে লালন করেছিলাম!!কিন্তু দিনশেষে আমি ব্যর্থ,, কার...
29/03/2025

"ভালোবাসা "
চার অক্ষরের একটি শব্দ!! অনেক যত্নে একটু একটু করে বুকের বা পাশে লালন করেছিলাম!!কিন্তু দিনশেষে আমি ব্যর্থ,, কারন আমি ঠিক ভাবে ভালোবাসা প্রকাশ করতে জানিনা আমি জানি না কিভাবে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে হয়, আমি তো গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলতে পারি না, মুখের উপর সত্যিটা বলে দেই,মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারি না!!হাজার প্রতিশ্রুতির প্রতিজ্ঞা করতে পারি না, যা কিনা আমার সাধ্যের বাহিরে..!! অথচ দিনশেষে সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে যায়, যাকে শেষ অব্দি আমার পাশে দেখতে চেয়েছিলাম,যাকে ভালোবেসে অনুভব করতে চেয়েছিলাম,ভালোবাসা আসলে কি জিনিস,, সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিলাম,আমারও একটা নিজের মানুষ আছে,, যে শত উপেক্ষার পরও আমায় কখনো ছেড়ে যাবেনা,, অথচ দেখো আমি শূন্য হাতে দাঁড়িয়ে,, তাঁকে বেঁধে রাখবার মতো শব্দ ভান্ডারও আমার ফুরিয়ে গেছে,, আমি বাকরূদ্ধ, নিঃস্ব অসহায় পথিকের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি,,কিন্তু ভিক্ষে হিসেবে তোমায় চাওয়া ও আমার সাধ্যের বাইরে!! তুমি আমার কাচেঁর জারে রাখা ভীষণ যত্নের প্রিয় মানুষ!! যাকে আগলে রাখতে গিয়ে জারটাই ভেঙে চুরমার হয়ে গেছে!! ঠিক তখনি ভাঙা কাঁচ গুলোর আঘাতে আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে,, আর তুমি বাষ্পের মতো হাওয়ায় মিলে গেলে,ফের কখনোই আমার কাছে ফেরত আসলো না..!!
fans
নীল ডায়রীর ছেঁড়াপাতা
নিঃসঙঘ ছায়ামানবী
অব্যক্ত কথোপকথন

আমি ভাঙতে নয়, গড়তে বিশ্বাসী। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি কখনো নিজেকে হারিয়ে ফেলি না। রাগ হোক, অভিমান হোক,...
22/03/2025

আমি ভাঙতে নয়, গড়তে বিশ্বাসী। জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমি কখনো নিজেকে হারিয়ে ফেলি না। রাগ হোক, অভিমান হোক, যন্ত্রণা হোক, আমি জানি এগুলো সাময়িক! অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নেয়। কারণ আমি বুঝে গেছি জীবন সত্যিই খুব ছোট। এখানে অন্যের উপর রাগ, অভিমান করে নিজের ক্ষতি করাটা নেহাৎ বোকামি ছাড়া কিছুই না।

আমি হাসতে ভালোবাসি, আর অন্যদের হাসাতেও। আমি চাই যার বা যাদের সাথে সঙ্গে কথা বলি, সে অনুভব করুক সে মূল্যবান, সে গুরুত্বপূর্ণ। বিশ্বাস করি পরিস্থিতিকে শান্ত রাখা যায়, যদি আমরা চাই! অস্থিরতা বাড়িয়ে কোন লাভ নেই।
@সেরা ফ্যান নীল ডায়রীর ছেঁড়াপাতা অব্যক্ত কথোপকথনAshra Ful Azim Riy Khan নিঃসঙঘ ছায়ামানবী Ashraful Azim

🥀❤️যে পুরুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে,তার থেকে আপনাকে কিছু চেয়ে নেওয়া লাগবে না, একদম কিচ্ছু না! সে আপনার ভয়েস কিং...
15/03/2025

🥀❤️যে পুরুষ আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে,
তার থেকে আপনাকে কিছু চেয়ে নেওয়া লাগবে না,
একদম কিচ্ছু না!
সে আপনার ভয়েস কিংবা মেসেজ লেখার ধরন দেখেই বুঝতে পারবে আপনার মন ভালো কি খা'রাপ!
সে জানে কি করলে আপনার মন ভালো হবে এবং কোন ব্যাপারে আপনার মন খা'রাপ হবে!
সে আপনার ছোট ছোট ব্যাপার গুলোও মনে রাখবে,
আপনি কিভাবে হাসেন, আপনার রা'গ, অভিমান সব সে দেখবে! আপনি রা'গ বা অভিমান করলে সে অ'স্থির হয়ে উঠবে! আপনার কোনো পরিবর্তন আসলে সহজেই সে বুঝে যাবে!আপনাকে তার থেকে কিচ্ছু চেয়ে নিতে হবেনা। কারণ পুরুষ তার শখের নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে!🌹❤️ @স@সেরা ফ্যানীনীল ডায়রীর ছেঁড়াপাতাiRiy Khanবঅব্যক্ত কথোপকথনsAshra Ful Azim

আত্মসম্মান সবার থাকে…তবুও কেউ কেউ আবার একটা ম্যাসেজ করে ফেলে।বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে, গুরুত্ব পাচ্ছে না ...
13/03/2025

আত্মসম্মান সবার থাকে…
তবুও কেউ কেউ আবার একটা ম্যাসেজ করে ফেলে।

বেহায়ার মতো নিজেই বারবার খোঁজ নিয়ে ফেলে, গুরুত্ব পাচ্ছে না জেনেও গুরুত্ব দিয়ে ফেলে। মুখের উপর বন্ধ হওয়া দরজায় কড়া নাড়িয়ে ফেলে, চলে যাচ্ছে বুঝলে সবটুকু দিয়ে আটকানোর চেষ্টা করে ফেলে। বিনা অপরাধে ক্ষমা চেয়ে ফেলে, অপমানে–কষ্টে মায়ার জঙ্গল তৈরি করে ফেলে।

কেউ শখ করে নিজেকে ছোট করতে চায় না, পায়ে পড়তে চায় না, মাথা ঝোঁকাতে চায় না।
ভালোবাসা এমন এক অনুভূতির নাম, যা মানুষকে দিয়ে সব করিয়ে নিতে পারে।🖤

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী! তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি ...
19/02/2025

তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়, আমার পৃথিবী!
তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল এক অমূল্য রত্ন, যা আমি কখনো ভুলতে পারবো না। তোমার হাসি, তোমার কন্ঠ, তোমার চোখের মাঝে হারিয়ে যাওয়া প্রতিটি স্বপ্ন, সবকিছুই যেন একটি অদৃশ্য সুর, যা আজও আমার হৃদয়ে বাজে। কিন্তু আজ তোমার অনুপস্থিতি যেন আমার সমস্ত পৃথিবী থামিয়ে দিয়েছে। আমি জানি, সময় কখনো অপেক্ষা করে না, সম্পর্ক কখনো এক জায়গায় থেমে থাকে না। কিন্তু তোমাকে হারানো এতটা কষ্টকর হবে তা ভাবতেও পারিনি। আমরা যখন একে অপরকে ভালোবাসতাম, তখন মনে হতো সব কিছু সুন্দর। কিন্তু আজ আমাদের সম্পর্ক শুধু একটা স্মৃতি হয়ে দাঁড়িয়েছে, যে স্মৃতি আমাকে প্রতিনিয়ত ব্যথা দেয়। সবকিছু বদলে গেছে, কিন্তু আমার হৃদয় এখনো তোমাকে খোঁজে। তোমার চলে যাওয়া, আমাকে একা করে দিয়েছে। মনে হয় যেন আমি জীবনে অনেক বড় কিছু হারিয়েছি, আর কখনো ফিরে পাবো না। হয়তো তোমার চলে যাওয়ায় আমি কিছুটা দুর্বল হয়েছি, কিন্তু তোমার প্রতি ভালোবাসা কখনো কমবে না।
আমি জানি, তুমি আর ফিরবে না কিন্তু তুমি যা ছিলে আমি তা কখনো ভুলতে পারবো না..!😅❤️‍🩹
নীল ডায়রীর ছেঁড়াপাতা
অব্যক্ত কথোপকথন

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?- চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? - চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি? ...
13/02/2025

১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
- চুপ হয়ে যান।

২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
- চুপ হয়ে যান।

৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
- চুপ হয়ে যান।

৪.কোন মানুষ অনেক অপমান করছে?
- চুপ হয়ে যান।

৫.কেউ ঠকিয়ে গেছে?
- চুপ হয়ে যান।

৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
- চুপ হয়ে যান।

এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃ'ত হয়ে যান তাদের কাছে।

প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।

আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি জানেন কি? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন, আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া, পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।
নীল ডায়রীর ছেঁড়াপাতা

তুমি যদি আমার প্রেমে পড়ো! তাহলে বলবো একদমই না। আমার প্রেমে পড়ো না! "কারণ মানুষ যখন তখন, যার তার প্রেমে পড়তে পারে। তুমি ব...
12/02/2025

তুমি যদি আমার প্রেমে পড়ো! তাহলে বলবো একদমই না। আমার প্রেমে পড়ো না! "কারণ মানুষ যখন তখন, যার তার প্রেমে পড়তে পারে। তুমি বরং আমার মায়ায় পড়ো!-কারণ, প্রেম চাইলেই তাঁর গতিপথ পরিবর্তন করতে পারে। আর মায়া এমন একটা জিনিস, চাইলেই যেখান থেকে ফিরে আসা যায় না। তাই, তুমি আমার মায়ায় পড়ো যাতে শেষ নিঃশ্বাস অব্দি আমার হয়েই থাকো। fans নীল ডায়রীর ছেঁড়াপাতা অব্যক্ত কথোপকথন নিঃসঙঘ ছায়ামানবী

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না । কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্ক...
08/02/2025

কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে, কারো গোছানো জীবনটাকে অগোছালো করে দিতে যাবেন না ।

কারণ, স্বপ্ন ভাঙ্গার জ্বালা ভীষণ ভয়ঙ্কর, একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে, আর আপনি কিছু দিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা, আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বুনছেন, সে স্বপ্ন একদিন না একদিন ভেঙ্গেচুরে একাকার হয়ে ধূলিসাৎ হয়ে যাবেই । fans নীল ডায়রীর ছেঁড়াপাতা অব্যক্ত কথোপকথন নিঃসঙঘ ছায়ামানবী Ashra Ful Azim

মানুষটি আপনাকে অভিশাপ দিক বা না দিক, তার রুহের হায় থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না, মিলা সম্ভবও না, মনে রাখবেন, শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে, কেউ বেশি দিন ভালো থাকতে পারে না, পারা সম্ভবও না, আজ না হয় কাল আপনার স্বপ্নও কেউ না কেউ ভাঙ্গবে, আপনার ক্ষতিও কেউ না কেউ করবে, উপরে একজন আছে আমরা সবাই বিশ্বাস করি, আর এটাও জানি, তিনি ছাড় দিলেও ছেড়ে যে দেয় না কখনো ।

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শ...
07/02/2025

শান্ত হও। ছেড়ে দাও। যে যেতে চাইছে যাক। যে ভালো থাকতে চাইছে থাকুক। জোর করতে নেই। ভালোবাসার আগে ভালো থাকাটা জরুরী সবার। শুধু সম্পর্ক রাখতে হবে বলেই জোর করতে নেই। লোক দেখানো ভালো থাকতে নেই। মন যা চাইছে মেনে নাও। যে পাখি উড়তে চাইছে উড়তে দাও। ভালোবাসার শেকলে আগলে রাখতে হয় বেঁধে রাখতে নেই। সরল হবার আগে সহজ হওয়া জরুরী। মেনে নেওয়ার শক্তি রাখা জরুরী। ঠিক তুমিই পারবে নিজেকে আগলে রাখতে। এতদিন তো তাই আগলেছো।❣️💗💓 @top fansনীল ডায়রীর ছেঁড়াপাতাঅব্যক্ত কথোপকথনAshra Ful Azimনিঃসঙঘ ছায়ামানবী

আচ্ছা, মানুষ নাকি সব ভুলে যায়? তুমিও যাবে? তা বেশ, ভুলে যেতেই পারো।ঐ যে ঠোঁটে চুমুর দাগ, অসহায়ের মতো তাকিয়ে থাকা চোখ যুগ...
05/02/2025

আচ্ছা,
মানুষ নাকি সব ভুলে যায়?
তুমিও যাবে? তা বেশ, ভুলে যেতেই পারো।

ঐ যে ঠোঁটে চুমুর দাগ, অসহায়ের মতো তাকিয়ে থাকা চোখ যুগল, কাছে পাওয়ার তীব্র আকুতি, গভীর আলিঙ্গন, এসব ভুলে যাবে কী করে?

তা বেশ, ভুলে যেতেই পারো সব।
ভুলে যাওয়া তোমার স্বভাব। যেদিকে স্রোত যায়, সেদিকেই স্মৃতি বহমান। এই যে এত আকুতি নিয়ে ভালোবাসা, তোমাকে নিজের করে চাওয়া, তোমাকে নিয়ে হাজার স্বপ্ন দেখা, সবকিছু উপেক্ষা করে তুমি ভুলে যেতেই পারো।

যে ঠোঁটে ঠোঁট রেখে বলেছিলাম, “ ভালোবাসি ” সেই ঠোঁটে চুমুর আবদার নিয়ে পড়ে ছিলাম তোমার পায়ের কাছে। না বুকে, না পায়ে – কোথাও যে ঠাঁই দিলে না! জানি, অপেক্ষায় তোমার ক্লান্তি নেই। তবে নিশ্চয়তা দাও, “ তুমি আমার। ” শুধু এটুকু নিশ্চয়তা পেলেই আমি অবলীলায় যুগ পাড়ি দিবো অপেক্ষায়। অনিশ্চিত অপেক্ষায় অনুভূতি নষ্ট হয়!

মানুষ সব ভুলে যায়!
ঠোঁটে চুমুর দাগ, ভালোবেসে তোমায় না পাওয়ার সম্ভাবনা, অনিয়মে যোগাযোগহীনতায় জর্জরিত হয়ে যাওয়া সম্পর্ক, সবকিছু ভুলে যাওয়া কী এত সহজ?
পারবে ভুলে যেতে, পৃথিবীতে সুখী হওয়ার জন্য এতকিছু থাকার পরেও কেন আমি শুধু তোমায় চেয়েছি? সবই ভুলে যাবে হয়তো। ভুলে যেতে যেতে একদিন ঠিক মনে হবে, “ জীবন কেন তোমার দেয়া ঘড়ির কাঁটার মতো থমকে দাঁড়ায়? ” fansনীল ডায়রীর ছেঁড়াপাতাঅব্যক্ত কথোপকথনAshra Ful Azimনিঃসঙঘ ছায়ামানবীAyman Bin Azim

শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না, ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক...
30/01/2025

শরীরের সুখ সবাই দিতে পারলেও মনের সুখ সবাই দিতে পারে না, ক্ষণস্থায়ী শারীরিক সুখের চেয়ে স্থায়ী মনের সুখ মানুষের জীবনে অনেক বেশি জরুরী।

যদিও মনের টান তৈরি হলে শারীরিক টান এমনিতেই চলে আসে, কিন্তু যে ভালোবাসায় শুধু শারীরিক টানই মুখ্য থাকে, সেটি ভালোবাসা নয়, সেটি কামনা।

শুধুমাত্র বিছানায় গেলেই ভালোবাসা হয় না, মানুষ তো পতিতার সাথেও বিছানায় যায়।

ভালোবাসার মানুষটির সাথে একটু কথা বলা, চোখের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়া, হাত দুটো মুঠো করে ধরে আঙ্গুল নিয়ে খেলা কিংবা খোলা চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি করার মাঝেও ভালোবাসা থাকে।

উন্মুক্ত মাঠে ঘাসের উপর শুয়ে নীল আকাশ দেখা, সাগর পাড়ের ভেজা বালিতে দুজনে হাঁটা কিংবা কোন শীতের সন্ধায় সামনে আগুন জ্বালিয়ে কাঁধে মাথা রেখে স্বপ্নের জগতে হারিয়ে যাওয়ার মাঝেও ভালোবাসা থাকে।

ভরা পূর্ণিমার রাতে ছোট ডিঙ্গি নৌকায় তার কোলে মাথা রেখে শোয়া কিংবা কাজে ব্যস্ত মানুষটিকে হঠাৎ এসে পেছন থেকে জড়িয়ে ধরার মাঝেও ভালোবাসা থাকে।

এমনকি মাঝে মাঝে দুজন একসাথে থেকেও কোন কথা না বলে শুধু দুজনের উপস্থিতি বা অস্তিত্ব অনুভব করার মাঝেও ভালোবাসা থাকে, রাগ, অভিমান, খুনসুটি, হাসি, কান্না, আবদার, আহ্লাদ সব কিছু মিলেই ভালোবাসা।

ভালোবাসা শরীর নির্ভর কিছু নয়, এটি সম্পুর্ন মন নির্ভর একটি অনুভুতি, দুটো শরীরের মিলন ভালোবাসা নয়, দুটো মনের মিলনই হলো ভালোবাসা♥️🥰

Address

Chittagong

Telephone

+8801819998658

Website

Alerts

Be the first to know and let us send you an email when অব্যক্ত কথোপকথন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অব্যক্ত কথোপকথন:

Share