
29/03/2025
"ভালোবাসা "
চার অক্ষরের একটি শব্দ!! অনেক যত্নে একটু একটু করে বুকের বা পাশে লালন করেছিলাম!!কিন্তু দিনশেষে আমি ব্যর্থ,, কারন আমি ঠিক ভাবে ভালোবাসা প্রকাশ করতে জানিনা আমি জানি না কিভাবে ভালোবাসার মানুষের সাথে কথা বলতে হয়, আমি তো গুছিয়ে সুন্দর করে মিথ্যা বলতে পারি না, মুখের উপর সত্যিটা বলে দেই,মিথ্যা ভালোবাসার অভিনয় করতে পারি না!!হাজার প্রতিশ্রুতির প্রতিজ্ঞা করতে পারি না, যা কিনা আমার সাধ্যের বাহিরে..!! অথচ দিনশেষে সেই মানুষটাই আমাকে ছেড়ে চলে যায়, যাকে শেষ অব্দি আমার পাশে দেখতে চেয়েছিলাম,যাকে ভালোবেসে অনুভব করতে চেয়েছিলাম,ভালোবাসা আসলে কি জিনিস,, সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিলাম,আমারও একটা নিজের মানুষ আছে,, যে শত উপেক্ষার পরও আমায় কখনো ছেড়ে যাবেনা,, অথচ দেখো আমি শূন্য হাতে দাঁড়িয়ে,, তাঁকে বেঁধে রাখবার মতো শব্দ ভান্ডারও আমার ফুরিয়ে গেছে,, আমি বাকরূদ্ধ, নিঃস্ব অসহায় পথিকের মতো মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি,,কিন্তু ভিক্ষে হিসেবে তোমায় চাওয়া ও আমার সাধ্যের বাইরে!! তুমি আমার কাচেঁর জারে রাখা ভীষণ যত্নের প্রিয় মানুষ!! যাকে আগলে রাখতে গিয়ে জারটাই ভেঙে চুরমার হয়ে গেছে!! ঠিক তখনি ভাঙা কাঁচ গুলোর আঘাতে আমার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে,, আর তুমি বাষ্পের মতো হাওয়ায় মিলে গেলে,ফের কখনোই আমার কাছে ফেরত আসলো না..!!
fans
নীল ডায়রীর ছেঁড়াপাতা
নিঃসঙঘ ছায়ামানবী
অব্যক্ত কথোপকথন