Mr.A S

Mr.A S please follow me

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।১. প্রতিদিন এক দির...
31/03/2024

মাসজিদ আল-হারামের ইমাম শাইখ আব্দুর রহমান আল রমজানের শেষ দশ দিনের জন্য চমৎকার এক আমলের ফর্মুলা দিয়েছেন।

১. প্রতিদিন এক দিরহাম (এক টাকা) দান করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর বা ১০০০ মাস পর্যন্ত প্রতিদিন এক টাকা দান করার সাওয়াব পাবেন।

২. প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায় করুন, যদি দিনটি লাইলাতুল কদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন দুই রাকা'আত নফল সালাত আদায়

করার সাওয়াব পাবেন।

৩. প্রতিদিন তিনবার সূরা ইখলাস পাঠ করুন, যদি দিনটি লাইলাতুল ক্বদরের মাঝে পড়ে, তবে আপনি ৮৪ বছর পর্যন্ত প্রতিদিন এক খতম কুর'আন পাঠের সাওয়াব পাবেন।

তিনি আরো বলেন, এ কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার এ কথা শুনে আমল করবে, আপনিও তাদের আমলের সমপরিমাণ সাওয়াব পাবেন

ইনশাআল্লাহ্। কারণ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "ভালো কাজের পথপ্রদর্শনকারী

আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু

আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।" (মুসলিম, ২৬৭৪)

আল্লাহ্ সবাইকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।

সুবহানআল্লাহ
28/03/2024

সুবহানআল্লাহ

_কেউ যদি কদরের রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।২। বেশি...
27/03/2024

_কেউ যদি কদরের রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন।

যেমনঃ (১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে) (২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার) (৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)
(৪) বেশী বেশী দুরুদ পড়া।
(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)
(৬) "লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)
(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায যলিমীন"। (যত পারেন)
(৮) "সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার)
(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।
(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।
(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করতে পারেন।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন। পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন. একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি... খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...

৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"অর্থ:- হে আল্লাহ আপনি আমার ভাগ্যেকে খুলে দিন🤲আমিন।
25/03/2024

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক"
অর্থ:- হে আল্লাহ আপনি আমার ভাগ্যেকে খুলে দিন🤲
আমিন।

তারাবি নামাজ পড়ে..!- সালাত শেষে দুইটা হাত তুলে দোয়া করি..- আল্লাহ, যেন আমার ভাগ্য তোমায়..?- লিখে দেয়..!-
24/03/2024

তারাবি নামাজ পড়ে..!
- সালাত শেষে দুইটা হাত তুলে দোয়া করি..
- আল্লাহ, যেন আমার ভাগ্য তোমায়..?
- লিখে দেয়..!
-

রমজান মাসে কারো পরিবর্তন দেখে মজা নিবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য!
23/03/2024

রমজান মাসে কারো পরিবর্তন দেখে মজা নিবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য!

22/03/2024

$800,000 জিততে আপনার সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হবে | part 2 । MrBeastBangla | MrAS

মসজিদে বসে মজা দুষ্টমি করা ছেলেটা এখন সেই মসজিদে বসে মোনাজাতে কান্না করে।
21/03/2024

মসজিদে বসে মজা দুষ্টমি করা ছেলেটা এখন সেই মসজিদে বসে মোনাজাতে কান্না করে।

অপেক্ষা হোক আজানের জন্য আর' ভালোবাসা হোক নামাজের জন্য 'ইনশাআল্লাহ!
20/03/2024

অপেক্ষা হোক আজানের জন্য আর' ভালোবাসা হোক নামাজের জন্য 'ইনশাআল্লাহ!

হৃদয়ে জমে থাকা কথা গুলো পৌঁছে যাক আরশে আযীমে অন্তর প্রশান্তি হোক সিজদায় প্রার্থনাতে!
19/03/2024

হৃদয়ে জমে থাকা কথা গুলো পৌঁছে যাক আরশে আযীমে অন্তর প্রশান্তি হোক সিজদায় প্রার্থনাতে!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mr.A S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share