Abed Hossain

Abed Hossain Digital Marketer । SEO expert । Social Media marketer । SMM expert । I am a versatile digital marketing professional with a passion for driving online success.

With expertise in SEO, I excel in optimizing websites for search engines, ensuring high visibility and organic traffic. My skills extend to social media marketing, where I create engaging campaigns and build a strong online presence. As an affiliate marketing expert, I harness the power of partnerships to drive conversions and revenue growth. With a track record of delivering results, I'm dedicate

d to helping businesses thrive in the digital landscape.

19/03/2024

𝐖𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐤𝐞𝐲𝐰𝐨𝐫𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡?
Keyword research is the process of finding and analyzing search terms that people enter into search engines with the goal of using that data for a specific purpose, often for search engine optimization (SEO) or general marketing. Keyword research can uncover queries to target, the popularity of these queries, their ranking difficulty, and more.

𝐖𝐡𝐲 𝐢𝐬 𝐤𝐞𝐲𝐰𝐨𝐫𝐝 𝐫𝐞𝐬𝐞𝐚𝐫𝐜𝐡 𝐢𝐦𝐩𝐨𝐫𝐭𝐚𝐧𝐭?

Keyword research helps you find which keywords are best to target and provides valuable insight into the queries that your target audience is actually searching on Google.The insight that you can get into these actual search terms can help inform content strategy as well as your larger marketing strategy.

𝐌𝐚𝐫𝐤𝐞𝐭𝐢𝐧𝐠 𝐓𝐫𝐞𝐧𝐝

InsightConducting effective keyword research can provide you with insights into current marketing trends, and help you center your content on relevant topics and keywords your audience is in search of.

𝐓𝐫𝐚𝐟𝐟𝐢𝐜 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡

When you identify the best fitting keywords for the content you publish, the higher you'll rank in search engine results — the more traffic you’ll attract to your website.

𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐞𝐫 𝐀𝐜𝐪𝐮𝐢𝐬𝐢𝐭𝐢𝐨𝐧𝐈𝐟

your business has content that other business professionals are looking for, you can meet their needs and provide them with a call to action that will lead them into the buyer journey from the awareness stage to the point of purchase.By researching keywords for their popularity, search volume, and general intent, you can tackle the questions that most people in your audience want answers to.

𝐊𝐞𝐲𝐰𝐨𝐫𝐝𝐬 𝐯𝐬. 𝐓𝐨𝐩𝐢𝐜𝐬

More and more, we hear how much SEO has evolved over just the last 10 years, and how unimportant keywords themselves have become to our ability to rank well for the searches people make every day.And to some extent, this is true, but in the eyes of an SEO professional it’s a different approach. Rather, it's the intent behind that keyword, and whether or not a piece of content solves for that intent (we'll talk more about intent in just a minute). But that doesn't mean keyword research is an outdated process. Let me explain: Keyword research tells you what topics people care about and, assuming you use the right SEO tool, how popular those topics actually are among your audience. The operative term here is topics — by researching keywords that are getting a high volume of searches per month, you can identify and sort your content into topics that you want to create content on. Then, you can use these topics to dictate which keywords you look for and target.

Content collect: blog.hubspot.com

#

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং এর একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটির মাধ্যমে যেকোন ওয়েব পেজ শত শত কি...
10/11/2023

এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ডিজিটাল মার্কেটিং এর একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যেটির মাধ্যমে যেকোন ওয়েব পেজ শত শত কিওয়ার্ডের জন্যে সার্চ ইঞ্জিনে জায়গা নিয়ে থাকে যাকে আমরা ইংরেজিতে RANK বলে থাকি।
এসইও কি?
এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়।
সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

কেন এসইও করা হয়?
আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে RANK করানোর জন্যে এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। কারণ মানুষ যখন কোনকিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিংকেই ক্লিক করে।
একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আশা করি,
মনে করুন, আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি বিবাহিত নারীদের থ্রি-পিস কাপড় বিক্রি করেন। এখন আপনি অবশ্যই চাইবেন যে গুগলে কেউ যখন বিবাহিত নারীদের থ্রি-পিস লিখে সার্চ দিবে তখন যেন গুগলে আপনার ওয়েবসাইটকেই প্রথমে দেখায়। তাহলে আপনার ওয়েবসাইটের লিংকে ক্রেতারা এসে আপনার পণ্যটি কিনবে।
এখন এইযে পুরো প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল “বিবাহিত মেয়েদের থ্রি-পিস” এই কিওয়ার্ডের জন্যে দেখাবে সেটাই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বলে থাকি। এখন তো আপনি বুঝতে পারছেন, যে কেন এসইও করা হয়?
White Hat ও Black Hat এসইও কি?
অভিজ্ঞ এসইও এক্সপার্টরা এসইওকে মূলত দুই ভাগে ভাগ করেছেন। তবে যদিও এই দুই ভাগের একটি এখন অনেকক্ষেত্রে কাজ নাও করতে পারে। তবে আরেকটি এখন সময়ের সাথে উন্নত কৌশলের সাথে আবিষ্কার করা হয়েছে। আসলে মূলকথা হচ্ছে, সার্চ ইঞ্জিন তার RANKING এলগোরিদমে অনেক বদল করেছে যার ফলে এখন যেকোন কিওয়ার্ডের জন্যে RANK করা কঠিন হয়ে পড়েছে। আর সেই কথা মাথায় রেখেই নতুন নতুন প্রক্রিয়ার মাধ্যমে এসইওকে দুটি ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। কথা না বাড়িয়ে আসুন আমরা ওই দুই ধরনের এসইও সম্পর্কে জেনে নেই।

হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO)
হোয়াইট হ্যাট এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সেই সব পদ্ধতি যেগুলো সার্চ ইঞ্জিনের নির্দেশনা এবং নিয়ম অনুসরণ করে করা হয়। আর এই পদ্ধতিতে কাজ করলে স্বাভাবিকভাবে ভাল RANKING পাওয়া যায়। আপনি যদি সার্চ ইঞ্জিনের নিয়মনীতি মেনে আপনার ওয়েবসাইটটিকে অপটিমাইজ করেন তাহলে আপনি সার্চ ইঞ্জিন থেকে ভালো ট্রাফিক পাবেন বা ভিজিটর বাড়াতে পারবেন।

ব্ল্যাকহ্যাট এসইও (Black Hat SEO)
ব্ল্যাক হ্যাট এসইও মূলত সার্চ ইঞ্জিনের নিয়মনীতি ভঙ্গ করে করা হয়। সার্চ ইঞ্জিনে তাড়াতাড়ি RANK করার জন্যে অনেকেই কৃত্রিম ভাবে লিংক বিল্ডিং করে। মানে হচ্ছে, বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ব্যাকলিংক তৈরি করে। মানুষ এটার প্রতি আগ্রহী হয় কারণ হচ্ছে, এই ধরনের সফটওয়্যারগুলোর মাধ্যমে হাজার হাজার লিংক তৈরি করা যায় খুব অল্প সময় ব্যয় করে। আর এই বেশি লিংক ক্রিয়েট করে RANK করার জন্যেই মানুষ এই ব্ল্যাকহ্যাট এসইও করে থাকে।
তবে যদি সার্চ ইঞ্জিন কোনভাবে এইসব লিংকগুলোর ফুটপ্রিন্ট ধরে ফেলে তাহলে আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন বাতিল করে দিবে। আর সার্চ ইঞ্জিনের প্রযুক্তি এখন অনেক উন্নত, যা খুব সহজেই এই ধরনের ওয়েবসাইটগুলোকে খুব সহজেই বাতিল করে দেয়। আর একবার তা হলে ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিনে পুনরায় RANK করানো খুবই কঠিন হয়ে যায়, অনেকক্ষেত্রে তা সম্ভব হয় না।

Address

Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when Abed Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abed Hossain:

Share