Kamal Kajal 55

Kamal Kajal 55 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamal Kajal 55, Video Creator, Lakshmipur, Chittagong.

ইনশাআল্লাহ
14/09/2025

ইনশাআল্লাহ

সীরাতের পাতায় পাতায় আমি আপনাকেই খুঁজে পাই।সীরাতের পাতা বেয়ে আমি চৌদ্দ'শ বছর আগে ফিরে যাই!আমার তৃষ্ণার্থ চোখ যে আপনার সাক...
13/09/2025

সীরাতের পাতায় পাতায় আমি আপনাকেই খুঁজে পাই।
সীরাতের পাতা বেয়ে আমি চৌদ্দ'শ বছর আগে ফিরে যাই!
আমার তৃষ্ণার্থ চোখ যে আপনার সাক্ষাতের আশায়।
আমার এই কুলষিত ক্বলবের আর্তনাদ, কখনো কি আপনার রওজায় পৌঁছায়, ইয়া রাসুলুল্লাহ (সা.)?

صَــــــــــــــــلَّى اللهُ عَلَيْـــــــــهِ وَسَـــــــــــلَّمَ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

সবাইকে জানাই  জুম্মা মোবারাক 🌙 "জুম্মার দিনের বরকত আমাদের জীবনকে আলোকিত করুক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। 🤲"🕌 "জ...
11/09/2025

সবাইকে জানাই জুম্মা মোবারাক

🌙 "জুম্মার দিনের বরকত আমাদের জীবনকে আলোকিত করুক। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। 🤲"

🕌 "জুম্মা মোবারক 🌸 আজকের দিনে বেশি বেশি দরুদ পাঠ ও দোয়া করুন।"

اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ ﷺ
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

🤍 "আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা ও রহমত প্রাপ্তির সেরা দিন—জুম্মা। জুম্মা মুবারক।"

🌿 "প্রতিটি জুম্মা হোক আমাদের জন্য রহমত, মাগফিরাত ও জান্নাতের দ্বার উন্মুক্ত হওয়ার মাধ্যম।"

✨ "আজকের জুম্মা আমাদের অন্তরকে পাক-পরিচ্ছন্ন করুক আর আমলকে কবুল করুক আল্লাহ।" আমিন

07/09/2025

একজন মানুষ দুঃখে ভেঙে পড়েছিল। জীবনের বোঝা এতটাই ভারী লাগছিলো যে, কোনো আশা খুঁজে পাচ্ছিল না। একদিন এক আলেম তাকে বললেন,
— “তুমি শুধু আলহামদুলিল্লাহ বলতে শুরু করো, দেখবে তোমার অন্তর হালকা হয়ে যাবে।”

সে অবাক হয়ে বলল, “কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ?”
আলেম মৃদু হেসে উত্তর দিলেন, “হ্যাঁ, কারণ আলহামদুলিল্লাহ মানে—যা আছে তার জন্য শুকরিয়া, আর যা নেই তার জন্যও শুকরিয়া। কারণ আল্লাহর দেওয়া সবকিছুতেই কল্যাণ আছে।”

সেদিন থেকে সে প্রতিটি নিশ্বাসে “আলহামদুলিল্লাহ” বলত শুরু করল। ধীরে ধীরে তার হৃদয়ের অন্ধকার দূর হতে লাগল, আর ভেতরের ভাঙা মন আলয় ভরে উঠল।

✨🌸 একটা ‘আলহামদুলিল্লাহ’ সত্যিই তোমার ভাগ্যকে আলোয় ভরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ।
#আলহামদুলিল্লাহরআলো ✨

কপি পোস্ট

05/09/2025

আপনি কাউকে অন্যায়ভাবে কষ্ট দিলে একদিন না একদিন আপনি সমপরিমাণ কষ্ট ফেরত পাবেন!
হয়তো ভিন্ন কারণে, ভিন্ন সময়ে, ভিন্ন কোন মানুষের কাছ থেকে ভিন্ন রকমের কষ্ট পাবেন!
কিন্তু পাবেনই !! এই ব্যাপারে কোন সন্দেহ নাই !!

আপনি হয়তো বেমালুম ভুলে যাবেন যে অনেক বছর আগে আপনি কারো সাথে একটা অন্যায় করেছিলে! কিন্তু উপরে একজন আছে, তিনি ভুলবেন না!
তিনি কিছুই ভুলেন না !!

এটা কোন অভিশাপ না! এটা সরল অংক! একদম সোজাসাপ্টা হিসাব! আপনার দেয়া কষ্ট আর আপনার ফেরত পাওয়া কষ্ট - এই দুই কষ্টে কষ্ট কাটাকাটি হয়ে যাবে! হতেই হবে! যতদিন না কাটাকাটি হবে, ততদিন হিসেব মিলবে না !!

সব হিসেব না মিলিয়ে কাউকে যেতে দেয়া হবে না! হিসেব মেলানোর আগ পর্যন্ত কারো কোন ছুটি নেই!
❤️🌸
#মনখারাপ

05/09/2025
নারীদের দায়িত্ব থেকে অব্যাহতিরাসূলুল্লাহ ﷺ আলী (আ.)-কে উদ্দেশ্য করে বলেন:یا عَلِيُّ لَيْسَ عَلَى اَلنِّسَاءِ جُمُعَةٌ وَ...
05/09/2025

নারীদের দায়িত্ব থেকে অব্যাহতি

রাসূলুল্লাহ ﷺ আলী (আ.)-কে উদ্দেশ্য করে বলেন:

یا عَلِيُّ لَيْسَ عَلَى اَلنِّسَاءِ جُمُعَةٌ وَ لاَ جَمَاعَةٌ وَ لاَ أَذَانٌ وَ لاَ إِقَامَةٌ وَ لاَ عِيَادَةُ مَرِيضٍ وَ لاَ اِتِّبَاعُ جَنَازَةٍ وَ لاَ هَرْوَلَةٌ بَيْنَ اَلصَّفَا وَ اَلْمَرْوَةِ وَ لاَ اِسْتِلاَمُ اَلْحَجَرِ وَ لاَ حَلْقٌ وَ لاَ تَوَلِّي اَلْقَضَاءِ وَ لاَ تُسْتَشَارُ وَ لاَ تَذْبَحُ إِلاَّ عِنْدَ اَلضَّرُورَةِ وَ لاَ تَجْهَرُ بِالتَّلْبِيَةِ وَ لاَ تُقِيمُ عِنْدَ قَبْرٍ وَ لاَ تَسْمَعُ اَلْخُطْبَةَ وَ لاَ تَتَوَلَّى اَلتَّزْوِيجَ وَ لاَ تَخْرُجُ مِنْ بَيْتِ زَوْجِهَا إِلاَّ بِإِذْنِهِ فَإِنْ خَرَجَتْ بِغَيْرِ إِذْنِهِ لَعَنَهَا اَللَّهُ وَ جَبْرَئِيلُ وَ مِيكَائِيلُ وَ لاَ تُعْطِي مِنْ بَيْتِ زَوْجِهَا شَيْئاً إِلاَّ بِإِذْنِهِ وَ لاَ تَبِيتُ وَ زَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ وَ إِنْ كَانَ ظَالِماً لَهَا.

“হে আলী! নারীদের ওপর জুমার নামাজ ফরজ নয়, জামাতের নামাজ তাদের জন্য ওয়াজিব নয়, আজান ও ইকামতের দায়িত্বও তাদের ওপর নেই। অসুস্থের খোঁজখবর নেওয়া তাদের ওপর ফরজে আইন নয়, জানাযার অনুসরণ করাও তাদের জন্য আবশ্যক নয়। হজের সময় সাফা-মারওয়ার মাঝে সায়ীতে দ্রুত দৌড়ানো (হারওলা) তাদের জন্য নির্ধারিত নয়, হাজরে আসওয়াদ স্পর্শ করা তাদের জন্য জরুরি নয়, মাথা মুণ্ডন (হলক) তাদের জন্য ওয়াজিব নয়। বিচারকের দায়িত্ব (কাজী হওয়া) তাদের ওপর অর্পিত হয়নি, পরামর্শদাতা হিসেবে তাদের শূরা-মহলে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়নি। কুরবানির পশু জবাই তারা কেবল জরুরি প্রয়োজনে করতে পারে। তারা হজের তলবিয়া উচ্চস্বরে পড়বে না, কবরের পাশে অবস্থান করবে না, খুতবা শোনা তাদের জন্য আবশ্যক নয়, বিয়ের চুক্তি সম্পাদনের দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়নি। স্বামীর অনুমতি ছাড়া তারা স্বামীর ঘর থেকে বের হবে না; যদি তারা অনুমতি ছাড়া বের হয় তবে আল্লাহ, জিবরাইল ও মিকাইল তাদের প্রতি লা‘নত করেন। স্বামীর অনুমতি ছাড়া তারা তার ঘর থেকে কিছু দান করতে পারবে না। এবং যখন স্বামী তাদের প্রতি রাগান্বিত থাকে তখন তাদের জন্য স্বাভাবিকভাবে রাতযাপন বৈধ নয়, যদিও স্বামী তাদের প্রতি অন্যায়কারী হয়।”[1]

[1] . সূত্র: আল-খিসাল, খণ্ড ৩, পৃষ্ঠা ৫১১.
ডক্টর মুহাম্মাদ ফারুক হুসাইন
[ কপি পোষ্ট ]

27/08/2025

মাশাআল্লাহ্

11/08/2025

সব পতিতালার নারীরা পতিতালয় থাকে না।
কিছু পতিতালার নারী আমাদের আশেপাশে থাকে।
কিছু চরিত্রহীন নারী আছে দেখবেন তারা নিজের
স্বামীর সাজানো গোছানো সংসার কে এলোমেলো করে দিয়ে দ্বিতীয় পুরুষের আবেগে পড়ে সেই অসহায় নারীর সংসার ভেঙে, যেই নারী নিজের সংসার ভেঙে পরে নারীর সংসার ভাঙ্গে নিজের সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে সেই নারী কিভাবে একটা ভালো স্ত্রী বা ভালো মা হতে পারে।

যেই নারী চরিত্রবান হবে শেষ নারী স্বামীর শত
অবহেলা দুঃখ কষ্ট অশান্তির মধ্যে থেকেও ধৈর্য ধরে সংসার করে যাবে।

যেই নারী মা হওয়ার যোগ্য হবে সেই নারী হাজারো
পরিস্থিতির সঙ্গে লড়াই করে সন্তানের ভবিষ্যতের কথা ভাববে, কারণ।

চরিত্রহীন নারী আর চরিত্রবান নারীর মধ্যে পার্থক্য এটাই ❤️....

#মনখারাপ

জান্নাতি হুর:- "সৌন্দর্য্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে।"💗সুবহানাল্লাহ।।
21/07/2025

জান্নাতি হুর:- "সৌন্দর্য্যের কারণে গোশত ভেদ করে পায়ের নলার মজ্জা দেখা যাবে।"💗

সুবহানাল্লাহ।।

আমরা অনেকেই নামাজ শেষ না হতে হতেই মুনাজাত করে উঠে পরি। যার ফলে প্রতিনিয়তই অনেক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। যাতে আমরা অধিক স...
21/07/2025

আমরা অনেকেই নামাজ শেষ না হতে হতেই মুনাজাত করে উঠে পরি। যার ফলে প্রতিনিয়তই অনেক সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি। যাতে আমরা অধিক সওয়াব পেতে পারি ও আল্লাহ তায়ালার অশেষ রহমত পেতে পারি, তার জন্য কিছু তাসবিহ্ ও আমল নিম্নে উল্লেখ করা হলঃ-

প্রতি ওয়াক্ত নামাজ শেষেই নিম্নোক্ত আমল করা যায়ঃ

(১) রাসূলুল্লাহ (সা.) প্রত্যেক ফরজ নামাজ শেষে ৩ বার আসতাগফিরুল্লাহ্‌ বলতেন। (মুসলিম, ১২২২)

(২)‘আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালা-লী ওয়াল ইকরাম’ – এটি পরতেন । (মুসলিম, ১২২১)

(৩) সুবহানাল্লাহ (৩৩ বার)। আলহাদুলিল্লাহ্ (৩৩ বার)। আল্লাহু-আকবার (৩৩ বার)।
(লা-ইলা-হা ইল্লাল্ল-হু ওয়াহদাহু লা- শারীকা-লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা- কুল্লি শাইয়িন ক্বদীর) (১ বার)। এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়। (মুসলিম, ১২৪০)

(৪) আয়াতুল কুরসী (সূরা বাক্বারার আয়াত-২৫৫) ১ বার পড়া। ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকেনা। (নাসাঈ)

(৫)‘আল্লাহুম্মা আজিরনী মিনান নার’ ৭ বার, ফজর ও মাগরিবের পর। সে দিন বা সে রাতে মারা গেলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।

(৬) সূরা ইখলাস, ফালাক্ব ও সূরা নাস, প্রত্যেকটি ৩ বার করে, ফজর ও মাগরিবের পর। রাসূল (সা.) বলেন, সকাল-সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না।

(৭) দরুদ শরীফ ১০ বার, ফজর ও মাগরিবের পর। কেয়ামতের দিন রাসূল (সা.) এর শাফা'আত লাভ করবে।

(৮)‘রাদ্বীতু বিল্লাহি রাব্বা, ওয়াবিল ইসলামি দ্বীনা, ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা’ -৩ বার, ফজর ও মাগরিবের পর। রাসূলুল্লাহ (সা.) হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ উক্ত ব্যক্তিকে সন্তুষ্ট করবেন।

(৯) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার বলে,
সুব্‌হানাল্লা-হি ওয়াবিহামদিহী তার পাপসমূহ মুছে ফেলা হয়, যদিও তা সাগরের ফেনারাশির সমান হয়ে থাকে। (বুখারী ৭/১৬৮, নং ৬৪০৫; মুসলিম ৪/২০৭১, নং ২৬৯১)

কপি পোস্ট

Address

Lakshmipur
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Kajal 55 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category