Life with Megha

Life with Megha জীবন থেকে সব হারিয়ে স্বপ্ন টাকে আকড়ে ধরছি, নিজের চেস্টা শ্রম দ্বারা একটু একটু করে এগিয়ে যাচ্ছি।কাজের মাজে নিজেকে নতুন করে অবিষ্কার করছি"

28/09/2025
লকেশন  আউটফিট  দুইটাই জোস"
27/09/2025

লকেশন আউটফিট দুইটাই জোস"

___So pretty
25/09/2025

___So pretty

বোরকার  টা জোস, বান্ধবীর ( It’s Me Mi Ra ) এর কথা নাই বলি🫢 ওরে বানাইছি মডেল 🙆‍♀️ এতো তিড়িং ভিড়িং করে 😡  Outfit: Larimar
16/09/2025

বোরকার টা জোস, বান্ধবীর ( It’s Me Mi Ra ) এর কথা নাই বলি🫢 ওরে বানাইছি মডেল 🙆‍♀️ এতো তিড়িং ভিড়িং করে 😡
Outfit: Larimar

নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই...যে সত্যিই আপনাকে বোঝার ক্ষমতা রাখে, সে আপনাকে ব্যাখ্যা ...
05/09/2025

নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই...
যে সত্যিই আপনাকে বোঝার ক্ষমতা রাখে, সে আপনাকে ব্যাখ্যা ছাড়াই বুঝে নেবে।
অন্যকে জোর করে বোঝানোর জন্য নিজের সত্যিকারের স্বরূপ প্রকাশের ওপর জোর দেওয়ার দরকার নেই।।
আমরা প্রায়ই অযথা নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিই—
শুধু অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে গিয়ে।
যা আসলে কোনো মানে'ই রাখে না..!! একটু ভাবুন…
নিজের ব্যাপারে কাউকে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই।
যে সত্যিই আপনাকে বোঝার মন রাখে, সে আপনাকে ব্যাখ্যা ছাড়াই বুঝে নেবে।
অন্যকে জোর করে বোঝানোর জন্য নিজের সত্যিকারের স্বরূপ প্রকাশের ওপর জোর দেওয়ার দরকার নেই।
আমরা প্রায়ই অযথা নিজেদের ব্যক্তিত্ব বিসর্জন দিই—
শুধু অপ্রয়োজনীয় ব্যাখ্যা দিতে গিয়ে।
যা আসলে কোনো মানে রাখে না।।
কে আপনার বিষয়ে কি বললো, কে কি ভাবলো সে সবে পরোয়া না করে। নিজের মতো করে জীবনটা সাজিয়ে নিন।। কারণ
বর্তমান সময়ে মানুষ অন্যের জীবন এলোমেলো করাতে দক্ষ, গুছিয়ে দিতে নয়..!!
So "Make yourself strong enough to survive alone"...

মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে। হাজারো ব্যর্থতা, অপূর্ণতা, ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায়, একদিন সব ঠি...
01/09/2025

মানুষ অদ্ভুতভাবে নিজেকে সান্ত্বনা দিতে জানে। হাজারো ব্যর্থতা, অপূর্ণতা, ক্লান্তি আর দুঃখের ভিড়েও মনকে বোঝায়, একদিন সব ঠিক হয়ে যাবে।কিন্তু বাস্তবতা ভিন্ন, সমস্যা মুছে যায় না, ক্ষত শুকুয়ে যায় না, বরং আমরা শিখে যাই সে ব্যথার সঙ্গে বাঁচার কঔশল। সময় শেখায় কিভাবে ঠিক না থাকা নিয়ে মানুষ বাঁচতে শিখে মানিয়ে নিতে শিখে। আমরা শক্ত হই, কঠিন হই, অভ্যস্ত হয়ে যাই!!

তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না, তবু প্রতিবার বলার মতো কিছু থাকতো।শুধু মনটাকে চুপ করিয়ে দিয়েছি, যাতে সে বুঝে না ফেলে। ...
31/08/2025

তাকে কখনো কিছু বলার অধিকার ছিল না, তবু প্রতিবার বলার মতো কিছু থাকতো।শুধু মনটাকে চুপ করিয়ে দিয়েছি, যাতে সে বুঝে না ফেলে। আমি অজান্তেই অধিকার খুজে ফিরি তার মাঝে!! নিজেকে যতটা অসহায় লাগে তার চেয়ে বেশি তুচ্ছ লাগে তখন। যখন বোঝা যায় ভালোবাসলেও অধিকার জোটে না, সবার কপালে তাই অভিমান ও করি নিঃশব্দে!!
Outfit: Mini Thailand
Shoe: MYRO
Beg: Uzma's Decor

বলার অনেক কিছু থাকে' কিন্তু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা!!Outfit:  Milana
19/08/2025

বলার অনেক কিছু থাকে' কিন্তু বলতে গিয়ে গলায় আটকে যাওয়ার নামই নীরবতা!!
Outfit: Milana

Morning  Breakfast🍟🍔
18/08/2025

Morning Breakfast🍟🍔

কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন, তাই মানুষের সাথে কখনো অমানুষের মতো আচরণ করা ঠিক না..!
17/08/2025

কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তাই ভালো জানেন, তাই মানুষের সাথে কখনো অমানুষের মতো আচরণ করা ঠিক না..!

হঠাৎ যদি কোন কারণ ছাড়াই আপনার কান্না চলে আসে, তাহলে বুঝে নিবেন আপনি আপনার আত্মাকে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছেন..!!
15/08/2025

হঠাৎ যদি কোন কারণ ছাড়াই আপনার কান্না চলে আসে, তাহলে বুঝে নিবেন আপনি আপনার আত্মাকে অনেক বড় দুঃখ দিয়ে ফেলেছেন..!!

Address

চট্টগ্রাম
Savar
1340

Telephone

+8801767814800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life with Megha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Life with Megha:

Share