Famu&Fami

Famu&Fami এই মুহুর্তের জন্য খুশি হও। এই মুহূর্তটি আপনার জীবন।

16/12/2023

"মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই।"

হে আমার রব! এদেশকে তুমি শান্তিময় করো।
15/12/2023

হে আমার রব! এদেশকে তুমি শান্তিময় করো।

11/12/2023

মৃত্যুটা হঠাৎ করেই হবে।

বুঝতে চেষ্টা করো, এখনো আল্লাহ তোমাকে বাঁচিয়ে রেখেছেন শুধু মাত্র আল্লাহর কাছে ফিরে আসার জন্য আল্লাহর ইবাদাত করার জন্য।

এই মুহুর্তে যদি মারা যাও কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়বে তুমি কতটুকু আমল নিয়ে যাবে তুমি তোমার পরকালের জন্য।
তুমি কেনো বুঝতেছো না আল্লাহ তোমাকে ভালোবাসেন ফিরে আসো আল্লাহর দিকে।

আজই হোক তোমার সেইদিন যেদিন থেকে তুমি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ইবাদাত করে কাটাবে তোমার বাকি জীবনকে।
আজকেই হোক তোমার সেই দিন যেদিন থেকে তুমি আর নামাজ মিস দিবে না।
আল্লাহকে অমান্য করবে না বেপরোয়া-বেপর্দা চলবে না।
আজকেই হোক তোমার আল্লাহর দিকে ফিরে আসার দিন।
সময় কিন্তু একেবারেই নেই হঠাৎ করেই মৃত্যুর ফেরেস্তা এসে যাবে।
তখন কিন্তু আর একটিবার নিজেকে শুধরানোর একটা সুযোগ ও আসবে না তাই সময় থাকতে সময়কে কাজে লাগাও।
ফিরে আসো এক আল্লাহর দিকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন দুনিয়া ও পরকালের জন্য।

ফিরে আসো তোমার রবের নিকট।

02/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

"সূর্য এখন অস্ত যাচ্ছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠছে।" 🧡🕊️
24/11/2023

"সূর্য এখন অস্ত যাচ্ছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠছে।" 🧡🕊️

যেখানে তোমার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেনো হতাশ!! তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত!!আলহামদুলিল্...
24/11/2023

যেখানে তোমার রব ইবলিশের দোয়া
পর্যন্ত ফিরিয়ে দেননি, সেখানে তুমি কেনো হতাশ!!
তুমি তো আল্লাহর প্রিয় নবীর উম্মত!!আলহামদুলিল্লাহ।😊🖤

24/11/2023

মেলার যে স্টলগুলো আমার সবচেয়ে পছন্দের ❤️
📍 Chittagong

তাতঁ বস্ত্র ও ক্ষুদ্র কুটির শিল্প মেলা, চট্টগ্রাম ২০২৩
🚩‌ বহদ্দারহাট, স্বাধীনতা কমপ্লেক্স পার্ক।

24/11/2023

আকাশের চাঁদটাও দাঁড়িয়ে আছে লক্ষ কোটি তাঁরার মাঝে কিন্তু মানুষ একা। একা দাঁড়ানোর সাহস নিয়ে না জন্মালে পৃথিবীতে একাকীত্বে বিলীন হবেন। মনে রাখবেন, পৃথিবী জ্ঞান দিবে কিন্তু সঙ্গ দিবে না!! 🧡

23/11/2023

“তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না।কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়”

23/11/2023

Chattogram...✨💗

21/11/2023

দুর্ভাগ্যবশত জীবন আপনার ঠিক হওয়ার জন্য অপেক্ষা করে না। আপনার এক হাত দিয়ে অন্য হাতটি তুলুন, প্রার্থনা করুন এবং সর্বোত্তম চেষ্টা চালিয়ে যান। একদিন সফলতা আসবেই। ❤️

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Famu&Fami posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category