সত্যসন্ধানী

সত্যসন্ধানী ভ্রান্তির অন্ধকারে সত্যের প্রদীপ

19/09/2025

Monkey Playing with me in the Zoo 🐒

⚠️ ফেসবুকের ফাঁদ – সাবধান!ফেসবুক কি আপনাকে মানসিক দাস বানাচ্ছে না? 🤔💰 বিলিয়ন ডলার আয় করছে ফেসবুক।💵 আর আপনাকে দেখাচ্ছে সা...
12/09/2025

⚠️ ফেসবুকের ফাঁদ – সাবধান!

ফেসবুক কি আপনাকে মানসিক দাস বানাচ্ছে না? 🤔

💰 বিলিয়ন ডলার আয় করছে ফেসবুক।
💵 আর আপনাকে দেখাচ্ছে সামান্য ক’টা টাকা।
🐝 কিছুজনকে হিরো বানাচ্ছে, বাকিদের সেই “মধু” দেখিয়ে ফাঁদে ফেলছে।

🎭 আপনি দিনরাত কনটেন্ট বানাচ্ছেন…
শেষে ইনকাম? 👉 একবেলা রেস্টুরেন্টে খাওয়া যায়!
কিন্তু হারালেন – সময় ⏳, সম্মান 🪞, পেশা 👔, ব্যক্তিত্ব 🧍

📌 আগে একজন পেত ১০০ টাকা।
📌 এখন সেই ১০০ টাকা ভাগ হচ্ছে ১০০ জনে!
আপনি খাটছেন, ব্যাংক ভরছে ফেসবুকের 🏦

🚶 আজ গ্রামের বেকার থেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার –
সবাই ঝাঁপ দিচ্ছে এই ফাঁদে!
কারো মাথায় শুধু একটা চিন্তা –
“ভিডিও বানাও, আপলোড দাও!” 🎥

👉 আসল জীবন হারিয়ে যাচ্ছে।
👉 আপনার সময়, মন, ভবিষ্যৎ – সব ফেসবুকের দখলে।
👉 একদিন দেখবেন, আপনি বেঁচেছেন শুধু ফেসবুকের জন্য!

🔥 সাবধান হোন!
জীবনটা আপনার, ফেসবুকের নয়।
#সত্যসন্ধানী

11/09/2025

এক কেজি সয়াবিন থেকে সর্বোচ্চ ২০০ মিলি তেল পাওয়া যেতে পারে। কিন্তু সয়াবিন মেশিনে ঢোকানোর আগে বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে নেওয়া হয়। ফলস্বরূপ এক কেজি সয়াবিন (+কেমিক্যাল) থেকে মোটামুটি এক লিটার তেল পাওয়া যায় (যেটা আসলে ভোজনযোগ্য তেল নয়, কেমিক্যালের মিশ্রণ)। যদি শুধুমাত্র সয়াবিন থেকে তেল বের করে বাজারজাত করা হতো, সেক্ষেত্রে প্রতি লিটারের মূল্য হতো কয়েক হাজার টাকা।

একইভাবে এক লিটার ভেজিটেবল অয়েল তৈরি করতে এক মিনি ট্রাক সবজি দরকার- যার বাজার মূল্য অর্ধ লক্ষাধিক টাকা।

আখের রস থেকে গুড় বানালে যে দাম হয়, বাজারে তার চাইতে সস্তায় সাদা চকচকে (কেমিক্যাল যুক্ত) চিনি পাওয়া যায়!

কিভাবে সম্ভব?!? আসলে ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে ঘটছে-টা কী?

কনজিউমারিজম আপনাকে সস্তায় সয়াবিন তেল, রিফাইন্ড চিনি, প্রসেসড চাল, রিফাইন্ড আটা ইত্যাদি খাওয়াচ্ছে বটে, কিন্তু হেলথ কেয়ার-এর নামে সুদে-আসলে লাভ তুলে নেওয়া হচ্ছে..!

সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা- এসব খাবার উচ্চমাত্রায় প্রক্রিয়াজাত এবং পুষ্টিহীন। আর এগুলোই বাজারে সবচেয়ে সস্তা ও সহজলভ্য। কারণ এগুলো বিপুল পরিমাণে উৎপাদন, ট্রান্সপোর্টেশন ও স্টোরেজ সহজ। অনেক সময় সরকারি ভর্তুকি থাকে। আবার কর্পোরেট লবিং সরকারের খাদ্য-নীতি প্রভাবিত করে (যেমন রিফাইন্ড ভোজ্যতেলের আমদানি বাধ্যতামূলক করা)।

ভোজন-রসিক মানুষ এগুলো বেশি বেশি খায় এবং দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হাই প্রেশার, স্থূলতা, হরমোনাল সমস্যা, ক্যান্সার ইত্যাদি রোগে আক্রান্ত হয়। আর এখানেই হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির লাভের খেলা!

আপনি যখন ওইসব সস্তা খাবারের কারণে অসুস্থ হন, তখন আপনাকে যেতে হয় হেলথ কেয়ার সিস্টেমে। সেখান থেকে চিকিৎসা, ওষুধ, ল্যাব টেস্ট, সার্জারি ইত্যাদির মাধ্যমে দীর্ঘমেয়াদি মুনাফা উঠে আসে। কেননা সেখানে রোগ নিরাময় না করে উপশমের ব্যবস্থা করা হয় যেন রোগী আজীবন অসুস্থ থাকে। ইনসুলিন, ব্লাড প্রেসার বা কোলেস্টেরল কমানোর ড্রাগসের বেশিরভাগই আজীবন খাওয়ার জন্য নকশাকৃত!

Consumer Capitalism মানুষকে প্রথমে সস্তা খাবারে অভ্যস্ত করে, তারপর তাদের অসুস্থতাকে পুঁজি করে মূল লাভটা উসুল করে নেয়। এজন্যই আপনি বাজারে সয়াবিন তেল, চিনি, পলিশড চাল, ময়দা এসব সস্তায় পান। অন্যদিকে Whole food বা অপ্রক্রিয়াজাত প্রাকৃতিক খাবার, যেমন লাল চাল, ঘানির তেল, দেশি ফলমূল, শাকসবজি, লাল আটা, গুড় ইত্যাদির দাম তুলনামূলক বেশি হয় (এখানে profit Cycle নেই)!

সস্তা, অস্বাস্থ্যকর, উচ্চ প্রক্রিয়াজাত খাদ্য দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, গ্যাস্ট্রিকের কারণ হয়ে জনস্বাস্থ্যের অবনতি ঘটায়। এরা অসুস্থ হলে ফার্মা কোম্পানিগুলো ওষুধ/চিকিৎসা সরবরাহ করে। ক্রনিক রোগের চিকিৎসা চলে আমৃত্যু। এদেশে শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারই বছরে ১২,০০০+ কোটি টাকার!

লোকাল জায়ান্ট গ্রুপগুলো সমান্তরালভাবে ফুড, ফার্মা, হাসপাতালে বিনিয়োগ করেছে..! ফুড ডিভিশন অস্বাস্থ্যকর পণ্য বিক্রি করে রোগ সৃষ্টি করে, ফার্মা ডিভিশন তা ম্যানেজ করে মুনাফা কামায়!

যারা প্রসেসড খাদ্যপণ্য কনজিউম করছে, এরাই কিছুদিন পর কর্পোরেশনগুলোর রোগীর জোগান দেবে।
সাধারণ মানুষ তো আর ফুড-ফার্মা কমপ্লেক্স-এর ইনভেস্টমেন্ট সাইকেল বোঝে না? সস্তার খাদ্যপণ্য গরিব, মধ্যবিত্ত, অসচেতন মানুষদেরকে আকৃষ্ট করে। দীর্ঘমেয়াদে তাঁদের চিকিৎসা ব্যয়ে দারিদ্র্য বাড়ে। শুধুমাত্র চিকিৎসা সেবা গ্রহণ করতে গিয়ে বাংলাদেশে প্রত্যেক বছর সাড়ে ৫২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছেন..!

সস্তার খাবার আর হাসপাতালের বিল একই কর্পোরেটের হাতে। এই চক্র ভাঙতে ভোক্তা সচেতনতা আর নীতিগত হস্তক্ষেপ একসঙ্গে প্রয়োজন। আপনি সস্তা খাবারের প্রলোভন এড়িয়ে স্থানীয়, ঐতিহ্যবাহী, অপ্রক্রিয়াজাত, পুষ্টিকর খাদ্য বেছে নিন। এটাই হোক হোক কর্পোরেট লাভ চক্রের ফাঁদ ভাঙার প্রথম ধাপ..!

#সত্যসন্ধানী সংগৃহীত

Blood Moon 08/09/2025Time 12:11am
07/09/2025

Blood Moon 08/09/2025
Time 12:11am

02/09/2025

পৃথিবীতে সৎভাবে বেঁচে থাকা খুবই কঠিন। তবে এর স্বাদ অমৃতের মতো।
#সত্যসন্ধানী

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
20/08/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

18/08/2025

মধ্যাহ্নভোজের শুভেচ্ছা
সবাইকে।
#সত্যসন্ধানী

18/08/2025

সু-প্রভাত 🇧🇩

17/08/2025

Good Night 🇧🇩

Only 40 Reaction Needed
17/08/2025

Only 40 Reaction Needed

17/08/2025

আবহাওয়ার যে অবস্থা, তাতে কাচ্চি বা খিচুড়িই পারফেক্ট

Address

Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when সত্যসন্ধানী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যসন্ধানী:

Share