কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।

কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আওতাধীন ৭নং জিরি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত কৈয়গ্রাম।

30/08/2025

কৈয়গ্রামের অন্যতম সংগঠন হিলফুল ফুযুল শান্তি সংঘের পরিচালনাধীন মওলা আলী (রাঃ) ব্রিলিয়ান্ট টাচ্ বৃত্তি পরীক্ষা ২০২৫ইং এর সিলেবাসের মোড়ক উন্মোচিত হয়েছে। রবিবার থেকে ফরম ও সিলেবাস পাওয়া যাবে আপনার নিকটস্থ শিক্ষা প্রতিষ্ঠানে বা হিলফুল ফুযুল শান্তি সংঘ কার্যালয়ে।

পরীক্ষা কেন্দ্র: এস. এ. নূর উচ্চ বিদ্যালয়, কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।
পরীক্ষার তারিখ: ১৯ ডিসেম্বর'২৫ইং, শুক্রবার

স্বাস্থ্য টিপস...❤️
27/08/2025

স্বাস্থ্য টিপস...❤️

📢 একটি হারানো বিজ্ঞপ্তি 📢 #নাম: মোঃ তানবীর,   #বয়স-১৩,  #পিতা: ইব্রাহীম সওদাগর  #বাড়ি : খাদেম আলী সওদাগরের বাড়ি, ৩নং ওয়া...
23/08/2025

📢 একটি হারানো বিজ্ঞপ্তি 📢
#নাম: মোঃ তানবীর, #বয়স-১৩, #পিতা: ইব্রাহীম সওদাগর
#বাড়ি : খাদেম আলী সওদাগরের বাড়ি, ৩নং ওয়ার্ড, কৈয়গ্রাম, জিরি ইউনিয়ন, পটিয়া,চট্টগ্রাম।

২৩/০৮/২৫ ইং তারিখ শনিবার, বিকাল পাঁচটার পর
থেকে হারানো গিয়াছে। তার পরনে ছিল ছাই রঙে গেন্জি
কালো হাফ পেন্ট, গায়ের রঙ উজ্জল শ্যামলা, তার নাম বলতে পারে।যদি কোন সহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তবে দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন প্লিজ —
01819721028 ( ইব্রাহিম ) 01815026718 (হেলাল) 01819832899 (আনিস)

প্লিজ সবাই শেয়ার করে দিন।

আসসালামু আলাইকুম।আজ নাইমার অপারেশন। শুরুতেই সবার কাছে দোয়া কামনা করছি।গত দুইদিন ধরে আপনারা যারা আমার মাধ্যমে বিকাশ/নগদে ...
21/08/2025

আসসালামু আলাইকুম।
আজ নাইমার অপারেশন। শুরুতেই সবার কাছে দোয়া কামনা করছি।

গত দুইদিন ধরে আপনারা যারা আমার মাধ্যমে বিকাশ/নগদে নাইমার অপারেশনের জন্য সহায়তা পাঠিয়েছেন, সেই সহায়তা আমি নাইমার মায়ের হাতে পৌঁছে দিয়েছি। আপনাদের জন্য তিনি আন্তরিক দোয়া করেছেন।
আপনারা পাশে না দাঁড়ালে হয়তো নাইমার অপারেশন আরও পিছিয়ে যেত।

➡️ আপনাদের প্রতিটি সহায়তা যথাস্থানে পৌঁছে গেছে, নিশ্চিত হতে চাইলে সরাসরি ফ্যামিলির নাম্বারে যোগাযোগ করে জানতে পারবেন।
➡️ গত ২ দিন টীম এস.এ. নূর এর সদস্যরা আপনাদের সহযোগিতা সংগ্রহ করে নাইমার অভিভাবকের হাতে পৌঁছে দিয়েছেন।
➡️ এছাড়াও সামাজিক সংগঠন দি ইল্ড এনলাইটেন্ড সোসাইটি (YES) থেকেও একটি ফান্ড তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে।

আবারও আন্তরিক কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি।
"মানুষের প্রকৃত পরিচয় তার মানবতায়, আর মানবতা তখনই টিকে থাকে যখন আমরা অন্যের কষ্টে পাশে দাঁড়াই।"

সবসময় মানবতার কাজে সকলে পাশে থাকুন।
মানুষের মাঝেই মানবতা জীবন্ত থাকুক।

ধন্যবাদ সবাইকে।
ফ্যামিলির নাম্বার: 01824974969

আগামীকাল সকালে অপারেশন পরিবারের সাথে কথা বলে ওনারা জানালেন..আসসালামু আলাইকুম,নাম: নাইমা আক্তারওর বাবা প্রায় ১৫ বছর আগে ...
20/08/2025

আগামীকাল সকালে অপারেশন
পরিবারের সাথে কথা বলে ওনারা জানালেন..
আসসালামু আলাইকুম,

নাম: নাইমা আক্তার
ওর বাবা প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তারা ৩ বোন, কোনো ভাই নেই। মা অনেক কষ্ট করে তিন বোনকে পড়াশোনা করাচ্ছেন।

নাইমা এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। প্রায় চার মাস আগে তার প্রচণ্ড পেটব্যথা শুরু হলে একজন চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।

আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে তার পেটে জরায়ুর পাশে একাধিক টিউমার ধরা পড়ে। ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের খরচ প্রায় ৭০,০০০ টাকা। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

ডাক্তাররা বলেছেন, ৪ দিনের মধ্যে অপারেশন না করলে টিউমার ফেটে যেতে পারে, ফলে তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে।

তাই সবাইকে বিনীত অনুরোধ করছি—যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এতিম এই মেয়েটিকে সাহায্য করতে চান, তবে তার জীবন বাঁচাতে বড় উপকার হবে। আমরা সবাই মিলে চাইলে নাইমাকে বাঁচাতে পারি।

যোগাযোগের ঠিকানা ও নাম্বার:
৭ নং জিরি ইউনিয়ন, কৈয়গ্রাম, ৩ নং ওয়ার্ড, দিঘীরপাড়, হাজী সুলাইমানের বাড়ি
ফ্যামিলির নাম্বার: 01824974969
বিকাশ :01871537539(নাজিম উদ্দিন)
কৈয়গ্রাম দিঘীর পাড়, মরহুম আব্দুশ শুক্কুর এর ছেলে মরহুম জানে আলমের মেয়ে।

আসসালামু আলাইকুম,নাম: নাইমা আক্তারওর বাবা প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তারা ৩ বোন, কোনো ভাই নেই। মা অনেক কষ্ট করে তিন ব...
19/08/2025

আসসালামু আলাইকুম,

নাম: নাইমা আক্তার
ওর বাবা প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তারা ৩ বোন, কোনো ভাই নেই। মা অনেক কষ্ট করে তিন বোনকে পড়াশোনা করাচ্ছেন।

নাইমা এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। প্রায় চার মাস আগে তার প্রচণ্ড পেটব্যথা শুরু হলে একজন চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।

আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে তার পেটে জরায়ুর পাশে একাধিক টিউমার ধরা পড়ে। ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের খরচ প্রায় ৭০,০০০ টাকা। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।

ডাক্তাররা বলেছেন, ৪ দিনের মধ্যে অপারেশন না করলে টিউমার ফেটে যেতে পারে, ফলে তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে।

তাই সবাইকে বিনীত অনুরোধ করছি—যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এতিম এই মেয়েটিকে সাহায্য করতে চান, তবে তার জীবন বাঁচাতে বড় উপকার হবে। আমরা সবাই মিলে চাইলে নাইমাকে বাঁচাতে পারি।

যোগাযোগের ঠিকানা ও নাম্বার:
৭ নং জিরি ইউনিয়ন, কৈয়গ্রাম, ৩ নং ওয়ার্ড, দিঘীরপাড়, হাজী সুলাইমানের বাড়ি
ফ্যামিলির নাম্বার: 01824974969
বিকাশ :01871537539(নাজিম উদ্দিন)
কৈয়গ্রাম দিঘীর পাড়, মরহুম আব্দুশ শুক্কুর এর ছেলে মরহুম জানে আলমের মেয়ে।

“দি ইল্ড এনলাইটেন্ড সোসাইটি” (YES) ২০১০ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহি...
10/08/2025

“দি ইল্ড এনলাইটেন্ড সোসাইটি” (YES) ২০১০ সালের ১৭ জুলাই প্রতিষ্ঠার পর থেকেই সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়ালেখায় অনুপ্রেরণা জোগাতে বরাবরের মতো এ বছরও আয়োজন করা হয় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫।

২০২৫ সালের এই সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ৯ই আগস্ট, রোজ শনিবার সকাল ১০:৩০ মিনিটে শুরু হয়েছিলো। সঞ্চালনায় ছিলেন দি ইল্ড এনলাইটেন্ড সোসাইটি (YES)-এর সদস্য নাজিম উদ্দীন এবং সভাপতিত্ব করেন গোফরান উদ্দিন (হিরু)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক এবং সাবেক বিভাগীয় প্রধান, পটিয়া সরকারি কলেজ (ব্যবস্থাপনা)
জনাব মোহাম্মদ দিদারুল আলম স্যার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এস.এ. নূর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং গ্রীন মডেল স্কুল চন্দ্রঘোনা-এর প্রধান শিক্ষক জনাব হারুনুর রশিদ স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

এস.এ.নূর উচ্চ বিদ্যালয়'র দাতা সদস্য জনাব আব্দুল মোমেন সাহেব।

এস.এ. নূর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ স্যার।

মাদার্শা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপাল চন্দ্র শীল স্যার।

রোটারি ক্লাব অব রিভারাইন হালদা (২০২৫-২০২৬) সেশন এর সভাপতি জনাব তৌহিদুল ইসলাম সাহেব।

উপস্থিত ছিলেন ইয়েস এর শুভাকাঙ্ক্ষী জনাব মোহাম্মদ সেলিম স্যার।

আরো উপস্থিত ছিলেন কৃতি শিক্ষার্থীবৃন্দ,অভিভাবকবৃন্দ এবং ইয়েস এর সদস্যবৃন্দ।
এই আয়োজনে এস.এ. নূর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৪ জন কৃতি শিক্ষার্থী এবং পূর্ব কৈয়গ্রাম ছাবেরিয়া খলিলিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি ও আলোচকগণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা-জীবনে মনোযোগী হওয়া, আত্মনিবেদন, সময়ের সঠিক ব্যবহার, এবং সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার গুরুত্ব তুলে ধরে অভিভাবকদেরও সন্তানদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সমাপ্ত হয়, যেখানে অতিথি, শিক্ষার্থী ও অভিভাবক সবাই একসাথে কৃতি শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করেন এবং ভবিষ্যতে আরও উচ্চতর সাফল্য অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
🍽️ পরিশেষে শুভেচ্ছা বিনিময় ও ধন্যবাদ জ্ঞাপন এর মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

07/08/2025

কৈয়গ্রাম ও উত্তর দেয়াং এর সম্মানিত এলাকাবাসী,
নমষ্কার ও আদাব।
আসন্ন সেপ্টেম্বর ১ তারিখ থেকে সেপ্টেম্বর ৩০ তারিখ পর্যন্ত ৯মাস- ১৫ বছর এর কম বয়সী ছেলেমেয়েদের কে টাইফয়েড এর টিকা দেয়া শুরু হবে। ( ১ ডোজ)
রেজিষ্ট্রেশন এর জন্য প্রথমে vaxepi.gov.bd সাইটে ঢুকে বাচ্চার অনলাইন জন্মনিবন্ধন ( ১৭ ডিজিট এর) ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম পূর্ন করে, পরবর্তীতে টিকা কার্ড টি ডাউনলোড করবেন এবং প্রিন্ট করে টিকাদানের সময় নিয়ে আসবেন।

ধন্যবাদ
শেলী দাশ
স্ব্যস্থ্য সহকারী
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পটিয়া

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড আংশিক, কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত...
06/06/2025

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড আংশিক, কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী

06/06/2025

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড (আংশিক), কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার জামায়াতের সময়সূচি জানুন।
সৌজন্যে: হিলফুল ফুযুল শান্তি সংঘ

সম্পাদনায়: মুহাম্মদ সালাহউদ্দীন তারেক
তথ্য সংগ্রহ: মুহাম্মদ আবিদ হাসান মিরাজ
মুহাম্মদ নুরুদ্দীন সজিব
সার্বিক সহযোগিতায়: মুহাম্মদ আজমগীর

ঈদ মোবারক 🌙

07/04/2025

গা"জায় দ*খ*ল*দা*র ইস"রায়েলি বাহিনী কর্তৃক ইতিহাসের নিকৃষ্টতম বর্বরোচিত হাম"লার প্রতিবাদে কৈয়গ্রামের এর সর্বস্তরের জনগণের বিশাল বি"ক্ষোভ মিছিল।

🇧🇩🤝🇵🇸ফিলি'স্তিনের গা'জার ম'জলুমদের পক্ষে সমর্থন ও ইস'রাইলি আগ্রাসন ও গণহ'ত্যার প্রতিবাদে কৈয়গ্রামবাসী ও ছাত্র জনতার বিক্...
07/04/2025

🇧🇩🤝🇵🇸

ফিলি'স্তিনের গা'জার ম'জলুমদের পক্ষে সমর্থন ও ইস'রাইলি আগ্রাসন ও গণহ'ত্যার প্রতিবাদে কৈয়গ্রামবাসী ও ছাত্র জনতার বিক্ষো'ভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

স্থান:এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের মেইন গেইট।
সময়: দুপর ২:০০ ঘটিকা।
সকলের উপস্থিতি, সমর্থন একান্তই কাম্য।






Address

Kaigram, Patiya, Chattogram
Chittagong
4370

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।:

Share