20/08/2025
আগামীকাল সকালে অপারেশন
পরিবারের সাথে কথা বলে ওনারা জানালেন..
আসসালামু আলাইকুম,
নাম: নাইমা আক্তার
ওর বাবা প্রায় ১৫ বছর আগে মারা গেছেন। তারা ৩ বোন, কোনো ভাই নেই। মা অনেক কষ্ট করে তিন বোনকে পড়াশোনা করাচ্ছেন।
নাইমা এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে। কিন্তু অর্থের অভাবে কলেজে ভর্তি হতে পারেনি। প্রায় চার মাস আগে তার প্রচণ্ড পেটব্যথা শুরু হলে একজন চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করা হয়।
আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে তার পেটে জরায়ুর পাশে একাধিক টিউমার ধরা পড়ে। ডাক্তাররা জরুরি ভিত্তিতে অপারেশন করার পরামর্শ দিয়েছেন। অপারেশনের খরচ প্রায় ৭০,০০০ টাকা। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়।
ডাক্তাররা বলেছেন, ৪ দিনের মধ্যে অপারেশন না করলে টিউমার ফেটে যেতে পারে, ফলে তাকে বাঁচানো সম্ভব নাও হতে পারে।
তাই সবাইকে বিনীত অনুরোধ করছি—যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এতিম এই মেয়েটিকে সাহায্য করতে চান, তবে তার জীবন বাঁচাতে বড় উপকার হবে। আমরা সবাই মিলে চাইলে নাইমাকে বাঁচাতে পারি।
যোগাযোগের ঠিকানা ও নাম্বার:
৭ নং জিরি ইউনিয়ন, কৈয়গ্রাম, ৩ নং ওয়ার্ড, দিঘীরপাড়, হাজী সুলাইমানের বাড়ি
ফ্যামিলির নাম্বার: 01824974969
বিকাশ :01871537539(নাজিম উদ্দিন)
কৈয়গ্রাম দিঘীর পাড়, মরহুম আব্দুশ শুক্কুর এর ছেলে মরহুম জানে আলমের মেয়ে।