কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।

কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আওতাধীন ৭নং জিরি ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত কৈয়গ্রাম।

"সবুজের সমারোহে সাজবে স্বদেশদুর্যোগ দুর্বিপাক রুখবে বাংলাদেশ" এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে “মরহুম হাজী নুরুল হক ট্রাস্...
20/07/2025

"সবুজের সমারোহে সাজবে স্বদেশ
দুর্যোগ দুর্বিপাক রুখবে বাংলাদেশ"

এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে “মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট” এর আয়োজনে এবং “রোটারি ক্লাব অব চিটাগং সিটি” এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়।



শনিবার সকাল ১০:০০ ঘটিকায় এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের সুসজ্জিত হলরুমে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে "রোটারি ক্লাব অব চিটাগং সিটি" এর প্রেসিডেন্ট আনোয়ারুল কবির, সেক্রেটারি জাকারিয়া সোহেল, চার্টার প্রেসিডেন্ট উত্তম কুমার দত্ত, লিয়াকত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদ, অফিস সহকারী জনাব মোহাম্মদ সেলিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মরহুম নুরুল হক ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক মো: নাজমুল হক, ট্রাস্টি মেম্বার আকিবুল হক এবং আশরাফুল হক আবিদ। সিনিয়র উপদেষ্টা ইয়াসিন ফিরু(অভিভাবক সদস্য,এস.এ.নূর উচ্চ বিদ্যালয়), ফারুক হাসান,ডাঃ আহমদ নূর,আবু তৈয়ব,ফজলে রাব্বি,নাজিম, মাসুদ,ফরহাদ, তানভীর, শাফি,নয়ন,মারুফ,তোষার, ট্রাস্টের ক্ষুদে সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ।

এলাকার সামাজিক সংগঠন হিলফুল ফুজুল,স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য আরো বাড়িয়ে তুলে।

অনুষ্ঠানের শুরুতেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। এরপর পর্যায়ক্রমে বক্তৃতা প্রদান করেন রোটারি ক্লাবের প্রতিনিধিগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্কুলের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এবং মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট এর সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন—

✅ বৃক্ষ কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানব জীবনের শ্বাসপ্রশ্বাসকে স্বাভাবিক রাখে।

✅ প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা, ভাঙন প্রতিরোধে গাছের ভূমিকা অপরিসীম।

✅ বৃক্ষ নিধন বন্ধ করে ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি অনেকাংশে লাঘব করা সম্ভব।

✅ শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে পারে

আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ও আশেপাশের এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে এবং তারা প্রতিশ্রুতি দেয় যে তারা এই গাছগুলোর যত্ন নেবে।



অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজক মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট ও সহযোগী রোটারি ক্লাব অব চিটাগং সিটি এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার করা হয়।

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড আংশিক, কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত...
06/06/2025

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড আংশিক, কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার নামাজের সময়সূচী

06/06/2025

পটিয়ার ৭নং জিরি ইউনিয়নের উত্তর দেয়াং ১নং ওয়ার্ড (আংশিক), কৈয়গ্রাম ২নং ও ৩নং ওয়ার্ডের মসজিদসমূহের মধ্যে অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহার জামায়াতের সময়সূচি জানুন।
সৌজন্যে: হিলফুল ফুযুল শান্তি সংঘ

সম্পাদনায়: মুহাম্মদ সালাহউদ্দীন তারেক
তথ্য সংগ্রহ: মুহাম্মদ আবিদ হাসান মিরাজ
মুহাম্মদ নুরুদ্দীন সজিব
সার্বিক সহযোগিতায়: মুহাম্মদ আজমগীর

ঈদ মোবারক 🌙

07/04/2025

গা"জায় দ*খ*ল*দা*র ইস"রায়েলি বাহিনী কর্তৃক ইতিহাসের নিকৃষ্টতম বর্বরোচিত হাম"লার প্রতিবাদে কৈয়গ্রামের এর সর্বস্তরের জনগণের বিশাল বি"ক্ষোভ মিছিল।

🇧🇩🤝🇵🇸ফিলি'স্তিনের গা'জার ম'জলুমদের পক্ষে সমর্থন ও ইস'রাইলি আগ্রাসন ও গণহ'ত্যার প্রতিবাদে কৈয়গ্রামবাসী ও ছাত্র জনতার বিক্...
07/04/2025

🇧🇩🤝🇵🇸

ফিলি'স্তিনের গা'জার ম'জলুমদের পক্ষে সমর্থন ও ইস'রাইলি আগ্রাসন ও গণহ'ত্যার প্রতিবাদে কৈয়গ্রামবাসী ও ছাত্র জনতার বিক্ষো'ভ মিছিল ও অবস্থান কর্মসূচি।

স্থান:এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের মেইন গেইট।
সময়: দুপর ২:০০ ঘটিকা।
সকলের উপস্থিতি, সমর্থন একান্তই কাম্য।






****ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে পটিয়া উপজেলায় তথ্য সংগ্রহকারী ভিত্তিক ছবি তোলার সময়-সূচী ******* উপজেল...
06/03/2025

****ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচী-২০২৫ উপলক্ষ্যে পটিয়া উপজেলায় তথ্য সংগ্রহকারী ভিত্তিক ছবি তোলার সময়-সূচী ****
*** উপজেলা বিশেষ কমিটির সুপারিশপ্রাপ্ত এবং তালিকাভুক্ত ভোটারদের নির্দিষ্ট তারিখ ও সময়ে নিবন্ধন কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
**** তথ্য সংগ্রহকারীগণের সাথে যোগাযোগ করে আপনার নিবন্ধন স্লিপ বুঝে নিন।
*** তথ্য সংগ্রহকারী ভিত্তিক নির্দিষ্ট দিন ও উল্লেখিত সময়ের পূর্বে নিবন্ধন কেন্দ্রে আসার প্রয়োজন নাই।

৭নং জিরি ইউনিয়নের নাগরিক সেবার তালিকা।
28/01/2025

৭নং জিরি ইউনিয়নের নাগরিক সেবার তালিকা।

১৮ ব্যাচের এসএসসি  Junaid Islam Rasel  রাসেল বয়স ২১বছর  গত দুইদিন ধরে নিখোঁজ। জিরি ইউনিয়নের কৈয়গ্রামে বাড়ি। আমরা সকল আত...
23/01/2025

১৮ ব্যাচের এসএসসি Junaid Islam Rasel রাসেল বয়স ২১বছর গত দুইদিন ধরে নিখোঁজ। জিরি ইউনিয়নের কৈয়গ্রামে বাড়ি। আমরা সকল আত্মীয়-স্বজনদের বাসায় খবর নিও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ রাসেলকে দেখে থাকেন অবশ্যই দয়া করে নিচে দেওয়া ফোন নাম্বার গুলোতে যোগাযোগ করবেন।
তারেকুল ইসলাম :+880 1888-173830
কাউসার হিরো : 01673625223
বিষয় টা সবাই গুরুত্বপূর্ণ ভাবে নেওয়ার জন্য অনুরোধ করছি

দৃষ্টি আকর্ষণ ভোটার তালিকা হালনাগাদ/2025যাদের জন্ম 01/01/2008 বা এর আগে তারা নতুন ভোটার হওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র স...
18/01/2025

দৃষ্টি আকর্ষণ
ভোটার তালিকা হালনাগাদ/2025
যাদের জন্ম 01/01/2008 বা এর আগে তারা নতুন ভোটার হওয়ার জন্য নিম্নোক্ত কাগজপত্র সংগ্রহ করে রাখুন।

মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট কর্তৃক আয়োজিত "অলনাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ২০২৪" এর ফাইনাল খেলা আজ হাজী শরীফ মার্কেটের...
10/01/2025

মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট কর্তৃক আয়োজিত "অলনাইট অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট ২০২৪" এর ফাইনাল খেলা আজ হাজী শরীফ মার্কেটের পাশে অবস্থিত নির্ধারিত মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জমকালো আয়োজন আর ঝাঁক ঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে উক্ত ফাইনাল ম্যাচটি।
ফাইনাল ম্যাচের সৌন্দর্য আরো বাড়িয়ে তুলতে আপনার উপস্থিতি একান্তই কাম্য।

মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট কর্তৃক আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনালে সকলে আমন্ত্রিত।
07/01/2025

মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট কর্তৃক আয়োজিত অলনাইট অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২৪ এর ফাইনালে সকলে আমন্ত্রিত।

09/12/2024

অর্থনৈতিক শুমারি ২০২৪ এর প্রচারণা ভিডিও

ভিডিও প্রচারণায়: কৈয়গ্রাম, জিরি ইউনিয়ন, পটিয়া জোন-০৩, চট্টগ্রাম।

আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত আমরা আসছি আপনার প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করতে।

অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন।

#অর্থনৈতিক #শুমারি #অর্থনৈতিক_শুমারি_২০২৪

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কৈয়গ্রাম, পটিয়া, চট্টগ্রাম।:

Share