
20/07/2025
"সবুজের সমারোহে সাজবে স্বদেশ
দুর্যোগ দুর্বিপাক রুখবে বাংলাদেশ"
এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে “মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট” এর আয়োজনে এবং “রোটারি ক্লাব অব চিটাগং সিটি” এর সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫ অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০:০০ ঘটিকায় এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের সুসজ্জিত হলরুমে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে "রোটারি ক্লাব অব চিটাগং সিটি" এর প্রেসিডেন্ট আনোয়ারুল কবির, সেক্রেটারি জাকারিয়া সোহেল, চার্টার প্রেসিডেন্ট উত্তম কুমার দত্ত, লিয়াকত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপস্থিত ছিলেন এস.এ.নূর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুর মোহাম্মদ, অফিস সহকারী জনাব মোহাম্মদ সেলিম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মরহুম নুরুল হক ট্রাস্ট এর প্রধান পৃষ্ঠপোষক মো: নাজমুল হক, ট্রাস্টি মেম্বার আকিবুল হক এবং আশরাফুল হক আবিদ। সিনিয়র উপদেষ্টা ইয়াসিন ফিরু(অভিভাবক সদস্য,এস.এ.নূর উচ্চ বিদ্যালয়), ফারুক হাসান,ডাঃ আহমদ নূর,আবু তৈয়ব,ফজলে রাব্বি,নাজিম, মাসুদ,ফরহাদ, তানভীর, শাফি,নয়ন,মারুফ,তোষার, ট্রাস্টের ক্ষুদে সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এলাকার সামাজিক সংগঠন হিলফুল ফুজুল,স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য আরো বাড়িয়ে তুলে।
অনুষ্ঠানের শুরুতেই পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন আয়োজক কমিটির সদস্যবৃন্দ। এরপর পর্যায়ক্রমে বক্তৃতা প্রদান করেন রোটারি ক্লাবের প্রতিনিধিগণ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক,স্কুলের শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ এবং মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট এর সদস্যবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন—
✅ বৃক্ষ কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং অক্সিজেন সরবরাহের মাধ্যমে মানব জীবনের শ্বাসপ্রশ্বাসকে স্বাভাবিক রাখে।
✅ প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, বন্যা, ভাঙন প্রতিরোধে গাছের ভূমিকা অপরিসীম।
✅ বৃক্ষ নিধন বন্ধ করে ব্যাপক হারে বৃক্ষরোপণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি অনেকাংশে লাঘব করা সম্ভব।
✅ শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে তারা আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য দেশ গড়তে পারে
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গণে ও আশেপাশের এলাকায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। এসময় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দ ও উচ্ছ্বাসে মেতে ওঠে এবং তারা প্রতিশ্রুতি দেয় যে তারা এই গাছগুলোর যত্ন নেবে।
অনুষ্ঠানের সমাপ্তিতে আয়োজক মরহুম হাজী নুরুল হক ট্রাস্ট ও সহযোগী রোটারি ক্লাব অব চিটাগং সিটি এর পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম নিয়মিতভাবে আয়োজনের অঙ্গীকার করা হয়।