22/10/2025
আসছে মহান ২৬ই কার্তিক ১১ই নভেম্বর ২০২৫ ইং।
ইমামুল আউলিয়া, ইমামুল তরিকত, হযরত গাউসুল আযম শাহ্সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর প্রথম ও প্রধান খলিফা বিল বিরাসতে গাউসুল আযম, কুতুবুল আকতাব, শাইখুল মাশায়েখ আল্লামা শেখ অছিয়র রহমান ফারুকী আল মাইজভান্ডারী, চরণদ্বীপি (রহ.) এর স্নেহের নাতি এবং, খলিফা-এ- বাবা ভান্ডারী (কঃ) হযরত শাহ্সুফি শেখ গোলাম আহমদ খাইরুল বশর ফারুকী শাহ্ কলন্দরী (রহ.) এর ছোট সাহেবজাদা হাজত রওয়া, মুশকিল কোশা, ফানাহফিল্লাহ্, বাকাবিল্লাহ্, হযরত শাহ্সুফি শেখ বদরুল উলা ফারুকী (প্রকাশ) সাজু বাবা এর (বার্ষিক ওরশ শরিফ)
মহান ২৬ই কার্তিক ১১ই নভেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার)
মহাসমারোহে চরণদ্বীপ দরবার শরীফে অনুষ্ঠিত হবে, এতে সকল ভক্তবৃন্দ ও আসেকানের দাওয়াত রইলো।
নিবেদক :-
শাহজাদা শেখ মোহাম্মদ ফারুক মিয়া ফারুকী,
শাহজাদা শেখ মোহাম্মদ নুরুল হুদা ফারুকী (আকিব)
মহান ওরশ শরীফে মিলাদ-কিয়াম ও জিকিরে সেমা মাহফিল মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
স্থান : সাজু বাবা মঞ্জিল
চরণদ্বীপ দরবার শরীফ , বোয়ালখালী, চট্টগ্রাম